অদ্ভুত ফজরের নামায পড়লাম আজকে!
লিখেছেন লিখেছেন জসিম ইয়ামিন ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৬:৩৪:৫২ সকাল
সাধারনতঃ ফজরের সালাত জামাতে আদায় করতে পারি খুব কমই। ইদানিং কাজ-কর্ম কম ও আইন শৃংখলা বাহিনীর সাথে লুকোচুরি খেলতে থাকায় ফজরের নামায জামাআতে খুব কমই মিস হয়। যাই হোক, যা বলছিলাম আরকি , ইমাম সাহেব নামাযের দ্বিতীয় রাকাআতে " সামিআল্লাহু লিমান হামিদাহ " বলার পর সরাসরি সিজদায় গেলেননা। উনি হাত উঠিয়ে বিতিরের নামাযের ন্যায় জোরে জোরে দুয়া পড়া শুরু করলেন। আমি সহ আরো কয়েকজন ভ্যাবাচেকা খেয়ে গেলাম। সম্মানিত ইমাম সাহেব এত করুন স্বরে দুয়া করতে লাগলো যে চোখ বেয়ে মুসল্লিদের অশ্রু যে টপকাচ্ছে তা তাদের গোঙ্গানিতেই টের পেয়ে গেলাম। নামায শেষে একজনকে জিজ্ঞেস করলাম এরুপ করার কারন কি? ভদ্রলোক বললেন এটা হচ্ছে কুনুতে নাজেলা, মুসলিমদের উপর বিপদ আপতিত হলে এরুপ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন যেন কাফেরদের উপর আল্লাহ-তায়ালা অভিশাপ চাপিয়ে দেন। জানিনা শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেব আর কসাই কাদের এক কিনা? তবে মুসল্লিদের ঐ ফরিয়াদ যে আল্লাহর আরস ছুয়ে গেছে তাতে আমি অনেকটা নিশ্চিত। দুয়া করি আল্লাহ তায়ালার নিকট যেন তিনি হক্ব আর বাতিলের ফয়সালা দ্রুতই সবার সামনে উপস্থাপন করে দেন আর শহীদদের বাসস্থানে এই যুদ্ধে সকল শহীদদের সহীহ-সালামতে পৌছে যাওয়ার তোফিক দান করেন। আমীন। ওয় সল্লাল্লাহু আলান নাবী......।
বিষয়: বিবিধ
১৫৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন