শাহবাগ সংক্রান্ত একটা মজার ঘটনা না লিখে পারলামনা।
লিখেছেন লিখেছেন জসিম ইয়ামিন ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৫৯:৪৬ রাত
দোকানে ছোট যে ছেলেটা কাজ করে শুক্রবার তার ছুটি থাকে। তাই শক্রবার সাধারনতঃ সে বাসার টুকটাক ফুট-ফরমায়েস খাটে। গত শুক্রবার হঠাৎ করে সারাদিন ধরে সে উধাও। বাসার সবাই উদ্বিগ্ন কোথায় যেতে পারে ছেলেটা? রাত আটটার দিকে সারাদিন পর তার বাসায় ফিরে আসায় সবাই হাফ ছেড়ে বাচে।
আম্মা উদ্বেগের সাথে জিজ্ঞেস করে," কিরে হৃদয় সারাদিন কোথায় ছিলি?"
হৃদয়ের অকপট উত্তর," শাহবাগে ছিলাম নানি।"
আম্মা এবার আরো উদ্বেগের সাথে জিজ্ঞেস করলো "কিরে ঐখানে তোর কি?
সে বলে," ঐ যে হগ্গলে গেছে তাই আমিও গ্যাছিলাম।"
আমি তখন বললাম," তো তুই সেখানে কি করলি?"
"হগ্গলের লগে আমিও কইলাম কাদের মোল্লার ফাসিঁ চাই, ফাসিঁ চাই।"
আমি বললাম বেশ বেশ।
হঠাৎ বড় আপু মজা করার উদ্দেশ্যে হৃদয়কে জিজ্ঞেস করলো, "হৃদয়, তুই কি কাদের মোল্লাকে চিনিস?"
হৃদয়ের উত্তর, "হঁ ঐহানে হেতের ছবি দেখছি"।
আপু আবার তাকে বললো,"কাদের মোল্লার অপরাধ কি?"
হৃদয়ের আবার অকপট উত্তর," হ্যায় নাকি মুক্তিযুদ্ধ করছিলো।"
সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, " কি বললি?"
সে সবাইকে অবাক করে দিয়ে পুনরায় বলতে থাকলো," ঐহানকার হগ্গলে কইলো হ্যায় নাকি মুক্তিযুদ্ধ করছিলো, হের লাইগা হগ্গলের লগে আমিও কইলাম কাদের মোল্লার ফাসিঁ চাই, ফাসিঁ চাই"।
প্রিয় পাঠক, সে এমন ঢং করে উপরের কথাটুকু বলছিলো যে হাসতে হাসতে সবার পেটের খিল ধরে যাওয়ার অবস্থা।
সেই রাতে আমরা ভাই-বোনেরা ও বোনজামাইরা সহ এক জন আরেকজনকে একটু পরপর জিজ্ঞেস করতাম, "কাদের মোল্লার অপরাধ কি?"
হাসতে হাসতে যে কেউ একজন উত্তর দিতো,," হ্যায় নাকি মুক্তিযুদ্ধ করছিলো।"
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন