শাহবাগ আর লংমার্চ : তসলিমার কথাই সত্য
লিখেছেন লিখেছেন অনিরুদ্ধ অমায়িক ০৬ এপ্রিল, ২০১৩, ১২:০৮:৪০ দুপুর
তসলিমাকে খুব মনে পড়ছে। চমকে ওঠার কিছু নেই। আমি তার প্রেমে পড়ি নাই। তিনি শাহবাগ আন্দোলনের শুরুতে একটা মন্তব্য করেছিলেন। এখন সেটা বিশেষভাবে প্রণিধানযোগ্য। শাহবাগের সমাগম নিয়ে তার কমেন্ট ছিল : এটা কিছুই না। হুযুররা ছোটোখাটো সমাবেশেও এর থেকে কয়েকগুণ বেশি মানুষ সমাগম করতে সক্ষম।
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন