দেশটা কি হায় বর্গীপাড়া !

লিখেছেন লিখেছেন ইকবাল জাবীদ ০২ মার্চ, ২০১৩, ০৫:৩৮:৫৩ বিকাল



মমতায় আজ লাগছে মড়ক

রক্তে ভেসে যাচ্ছে সড়ক

মানুষরুপী মুখোশ পরা

মানুষ তো নয়, কারা এরা ?

দেশটা কি হায় বর্গীপাড়া !



মানবতার গলায় ফাঁসি

হাসছে মাসি প্রেতের হাসি

অন্তরে তার বিষের নহর

বিষের বাণে মানুষ মারা

দেশটা এখন গুমের পাড়া ।



বিবেক-বোধে পড়ছে তালা

শকুন পড়ে বিজয় মালা

মাথার উপর কাল নাগিনী

ফনা তুলে দিচ্ছে তাড়া

দেশ টা কি আজ ঘুমের পাড়া !



পথের ধুলোয় রক্ত-লালা

মিশছে সাথে বুকের জ্বালা

প্রতিবাদের আগুন হয়ে

পুড়ুক সবই জাগুক সাড়া !

জেগে উঠুক বিবেক পাড়া !!

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File