আমাদের কি শাস্তি হওয়া উচিত ?

লিখেছেন লিখেছেন ইকবাল জাবীদ ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:১৬:৩৯ রাত

শেখ মুজিবের মৃত্যুতে আমরা শোকাহত হব কিনা এখনো ঠিক বুঝতে পারিনা...

তবে..

শেখ হাসিনার মৃত্যু আমাদেরকে কখনো কাঁদাবে না...।

ইহুদি কন্যার উজ্জল সিল্কি চুলের মতো তাঁর চোখ দু'টো চক্ চক্ করে উদ্ধত জৌলুশে..

বাতিঘর কিংবা স্ট্রীট লাইটের আলোর চেয়ে -

টিভি ও স্টীল ক্যামেরার ফোকাস তাঁর বেশি ভালো লাগে ।

এ কারণে ই কি-

কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা ফালানির গুলিবিদ্ধ লাশ তাঁকে কখনো কাঁদায় নি,

দিকভ্রান্ত ফালানির বাবার করুণ দৃষ্টি, অসমাপ্ত দীর্ঘশ্বাস ..

তাঁকে একবার ও ব্যাকুল করেনি !

ফালানির খড়-বিচালি চুল, সপ্নাক্রান্ত সাদা-কাগুজে চোখ-

আমাদের চোখের মেঘ গুলোকে অঝোর বৃষ্টি করে নামিয়েছিল ।

অথচ তিনি- শান্তির ফেরিওয়ালী,

বেদনাহত হবেন কিনা বুঝতে পারেন নি !

এখনো রক্তে ভিজে যাচ্ছে মায়েদের সুগন্ধি আঁচল...

বিদীর্ন হচ্ছে ভাইয়েদের বুক...

লিমনের কাটা পায়ের ভারে টলে উঠছে সবুজ মাটি

অবরুদ্ধ বসন্ত আজ,

প্রিয়তমার ভীরু চোখ নিয়ত কালো হচ্ছে বারুদ-কাজলে

আমরা কোন পথে হাঁটছি ?

শেখ হাসিনা, ইজরাইল, বি এস এফ ও একটি হিংস্র নেকড়ে..,

আমরা হিংস্র নেকড়েকে ই বেছে নেবো-

বন্ধু বলে,

প্রাণীটি কেবল ক্ষুধার্ত হলে ই অন্যকে আক্রমণ করে ।

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File