পুলিশ কাব্য - ১
লিখেছেন লিখেছেন ইকবাল জাবীদ ৩১ জানুয়ারি, ২০১৩, ০৫:৪৭:৫৪ বিকাল
১
পুলিশ ! তোমার পকেট ভর্তি আগুন
দু'চোখে রাতজাগা ক্লান্তির ছাপ ।
যদি পারো জ্বালিয়ে দিতে
হায়েনাদের পাড়া, নষ্ট কীট আর ঘুন,
তোমার হয়ে-
সময়ের কাছে চেয়ে নেবো
করজোড়ে মাফ ।
------------------------
২
তুমি বাসায় ফিরে যাবে এমন ভরসা
তোমায় কে দিয়েছে !
অন্ধকারের ঠোঁট চাটা নেতা- সে কি তোমার ঈশ্বর !!
দেখো ই না একবার মরে
জানবে-
মাটিচাপা দেয়ার আগেই হাভাতে নেতা
তোমার বউ-বেটিদের লুটে নিয়েছে !
কেনো অকারণে মিছিলে গুলি ছুঁড়ো
অতঃপর নিজে নিজে পুড়ো !
তুমি কি শুধু ই পুলিশ, মানুষ নও ?
জেনে রেখো,
শ্লোগানে গর্জে উঠে কেবল মানুষের ই স্বর !
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন