ভন্ডামী যেন কভু নাহি ঠাই পায়
লিখেছেন লিখেছেন তারকা ০৯ জানুয়ারি, ২০১৩, ০৭:১৮:২৭ সন্ধ্যা
টু-ডে ব্লগ। নামটা পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে- তেমনটা বলব না। মোটামুটি পছন্দ হয়েছে। যা হোক অভিনন্দন টিবি কে। পথ চলা সুন্দর হোক।
শ্লোগানটা দেখে ফিল করতে পারলাম- পোড় খাওয়া লোকদের জন্যই এ থিমটি বেছে নেয়া হয়েছে। আমার মত যাদের একাউন্ট বিভিন্ন ব্লগে বারবার নোটিশ খেয়েছে, প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে এমনকি ব্যানও করা হয়েছে। খুব অযৌক্তিক কারনেই এমনটা করা হয়েছে। আসলে তারা তাদের হীনমন্যতা থেকেই এমনটা করেছে।
" সকল.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।।" শ্লোগান নিয়ে মানুষকে ধোকা দিয়েছে।
আজ টুডে ব্লগ যে শ্লোগান দিয়েছে, তারা যেন সেখান থেকে শিক্ষা নেয়। ধোকার আশ্রয় নেবেন না। ব্লগাররা ছুড়ে ফেলবে।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন