আমার ব্লগিং থেকে দূরে থাকার কারন!!

লিখেছেন লিখেছেন তারকা ০২ মার্চ, ২০১৪, ১২:৪৫:৩৪ রাত

অনেকদিন ব্লগিং থেকে দূরে ছিলাম। কিছুটা রাগ আর কিছুটা অভিমান নিয়েই এ সিদ্ধান্ত ছিল। কেন সে রাগ আর কেনই বা অভিমান সেটা আর না-ই বলি.।.।। মানে এখনও পুরোপুরি কাটেনি সেগুলো।

হঠাত আজ ব্লগিং করতে এসে মনে পড়ল আরেকটি কারন ছিল ব্লগিং থেকে দূরে যাওয়ার। আর তা হল ব্লগিং এর প্রেমে পড়ে যাওয়া। এইযে আজ সে সকাল থেকে কয়েকটা লিখলাম, পড়লাম আর কমেন্ট করলাম। এমনকি একবার অনবাংলাদেশ আমারে জানাইতে বাধ্য পর্যন্ত হল- কমপক্ষে দুই ঘন্টা পড়ে পরবর্তী ব্লগ লিখতে পারার কথা। আসলে একটা নেশা-ই ধরে যায় ব্লগিং এ। আসলেই কষ্টসাধ্য। যারা নিয়মিত লিখে চলেন আসলেই একটা দুসাঃসাধ্য কাজই করেন তারা। তাই তাদেরকে নতুন করে ধন্যবাদ দিচ্ছি; আসলেই অনেক কষ্ট করেন আপনারা।

তবে নিজে লিখি আর বিরতি দেই, ব্লগিং এর গুরুত্বের ব্যাপারে কখনই দ্বিমত করতে পারবনা।

ব্লগিং! তোমায় শুভ কামনা। বেঁচে থাক সবার কি-বোর্ডের মধ্য দিয়ে.।.।।

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185271
০২ মার্চ ২০১৪ রাত ১২:৪৯
গেরিলা লিখেছেন : ব্লগীং প্রেম সুন্দরী তরুনীর চেয়ে বেশী জোড়ালো?
০২ মার্চ ২০১৪ রাত ০১:৪৮
137206
তারকা লিখেছেন : Praying
185280
০২ মার্চ ২০১৪ রাত ১২:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
০২ মার্চ ২০১৪ রাত ০১:৪৯
137207
তারকা লিখেছেন : আপনাকেও
185292
০২ মার্চ ২০১৪ রাত ০১:১৬
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : স্বাগতম ব্লগীংয়ের জগতে আপনাকে। মান অভিমান করে কী লাভ? নিজের মত করে লিখে যান সব সময়। শুভকামনা থাকলো
০২ মার্চ ২০১৪ রাত ০১:৪৯
137208
তারকা লিখেছেন : দোয়া চাই.।
185301
০২ মার্চ ২০১৪ রাত ০১:৪০
সাদাচোখে লিখেছেন : বেশ গুছিয়ে লিখেছেন। সময় নিয়ে লিখলে আরো অনেকের কথাও বুঝিবা আপনার লিখায় ফুটে উঠতো। ধন্যবাদ।
০২ মার্চ ২০১৪ রাত ০১:৫৮
137211
তারকা লিখেছেন : ধন্যবাদ.। সাদাচোখ! চমৎকার নামতো!
185333
০২ মার্চ ২০১৪ রাত ০৩:৩০
সজল আহমেদ লিখেছেন : আপনার প্রতিও শুভেচ্ছা রইল পূনরায় ফিরে আসার জন্য।
185335
০২ মার্চ ২০১৪ রাত ০৩:৩৬
প্যারিস থেকে আমি লিখেছেন : শুভেচ্ছা থাকলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File