ছোট ভাইয়ের চোখে বোনের শশুর বাড়ি চলে যাওয়া! (নস্টালজিতে বোনের বিয়ে)
লিখেছেন লিখেছেন তারকা ০১ মার্চ, ২০১৪, ০৫:০৯:২৯ বিকাল
আমার বোনের বিয়ের কথা মনে পড়ে গেল। আপু ইউনিভার্সিটিতে পড়তেন। যার কারনে আগেই বাড়ি থেকে বাইরে গেছেন। তবুও নির্দিষ্ট সময় পরপর আসতেন। আমার ম্যাথের সমস্যাগুলো জমা করে রাখতাম। এসে সল্ভ করে দিতেন। সেই প্রাইমারি থেকেই আমি তার অঙ্কের স্টুডেন্ট ছিলাম। পরীক্ষা শেষ করেই কাছে কাছে ঘুর ঘুর করতাম আর কোনটা পেরেছি কোনটা পারিনি সে আলাপ করতাম।
বিয়ের পরে প্রথম যেদিন আবার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, আপু আবার কবে আসবেন? বলেকি! সামনের মাসে। একটা তারিখ বললেন। আমি যখন সেই দিন তাঁর সাথে দেখা হলে কি কি করব এমনটা ভাবছিলাম। তিনি বুঝতে পারলেন। বললেন, ভার্সিটি থেকে আসব কিন্তু..। আমি বললাম, কিন্তু কি? বললেন, সরাসরি শশুর বাড়িতে যেতে হবে যে! খুব আশ্চর্য হয়ে আমি বললাম, কেন!! সব সময় তো ভার্সিটি ছুটি হলে বাড়িতেই আসেন। শশুর বাড়ীতে কেন যেতে হবে! পরক্ষনেই ভাবলাম, হয়ত বিয়ের পরে প্রথমবার। তাই হয়ত এবার না গেলে চলবেনা। আশায় বুক বেঁধে আশংকা নিয়ে জিজ্ঞাসা করলাম। প্রতিবারই কি এরকম হবে? আপু কেঁদে ফেললেন। আমাকে শান্তনা দিয়ে বললেন। হ্যাঁ রে। এটাই যে নিয়ম।
সব সময়ই খুব ফীল করি- আমার বোন আমার জন্য খোদা তায়ালার জান্নাতি একটি গিফট...।
বিষয়: বিয়ের গল্প
৫৫৬৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লাগছে আপু আর
আপনার আবেগপূর্ণ
মুহূর্তটা।
মন্তব্য করতে লগইন করুন