দাদা তোমায় কত্ত যে ভালবাসি

লিখেছেন লিখেছেন ইমরান হোসাইন ১৯ মার্চ, ২০১৩, ১১:১৭:৩১ রাত

দুই অক্ষরে নামটি তোমার শুনতে লাগে বেশ

দা’দা বলে ডাকলে পরে নাইকো খুশির শেষ

চারিদিকে শুনি শুধু দাদা তোমার গুনগান

তোমায় ছাড়া মন বসে না মন করে আনচান।

কারো দাদা, কারো শ্বশুর, কারো আবার বেয়াই

দাদার মতো ভালো মানুষ কোথায়ও যে আর নাই।

দাদা আমার প্রাণের প্রাণ, দাদা আমার জান

দাদার মুখের হাসি দেইখা জুড়ায় মনোপ্রাণ।

দাদা মোদের প্রতিবেশী, রইলা না আর দুখ

কোটি কোটি ঋণ দিয়ে আজ আনলো মোদের সুখ।

চাল, ডাল আর তেল, গ্যাস আমার দাদার চাই

নির্দ্ধিধায় দাদা নিতে পার, কোন বাধা নাই।

সীমান্তে তোমার রক্ষীবাহিনীর হাতে আছে দারুণ যশ

দাদা তোমার রাইফেলের বুলেট মোদের করেছ বশ

এটা শুধু বিচ্ছিন্ন ঘটনা, কোন সমস্যাই নয়

দাদা তুমি চালিয়ে যাও, নেইকো তোমার ভয়

আসুন সবাই মোরা বেশি বেশি দাদার নাম জপি

দাদার সেবা করলে মোরা হবো সবাই হ্যাপি।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File