সম্পাদক সাহেবের দৃষ্টি আকর্ষণ বিডিটুডের রহস্যময় আচরণ!!
লিখেছেন লিখেছেন ইমরান হোসাইন ১২ মার্চ, ২০১৩, ১০:১২:০৪ রাত
আমরা জানি, বিভিন্ন জনসচেতনতামূলক তথ্য এবং শিক্ষাক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য অথবা প্রয়োজনীয় যে কোনো তথ্য জানার জন্য ব্লগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বর্তমানে অনেক ব্লগসাইট রয়েছে যেগুলোতে প্রবেশ করলে গুরুত্বপূর্ণ তথ্য তো দূরের কথা, নাস্তিকদের দৌরাত্ম্য দেখে নিজের ঈমান রাখাটাও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এসকল কিছুর মাঝেও কিছু ব্লগসাইট রয়েছে যেগুলোতে প্রকৃত সত্য প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় গুরুত্বপূর্ণ শিক্ষনীয় তথ্য। আর আমি মনে করি বিডিটুডে তাদের মধ্যে অন্যতম। কিন্তু ইদানীং বিডিটুডের পাঠক/লেখক বাড়ার সঙ্গে সঙ্গে আচরণেও যেন পরিবর্তন এসেছে। সত্য কথা বললেই পোষ্ট গুম। কিন্তু কেন? তাহলে কি বুঝবো যে, নাস্তিকদের ব্লগগুলোর মতো বিডি টুডেতে সত্য কথা প্রকাশ করা যাবে না? সত্য কথা বললেই পোষ্ট হারাতে হবে!!!! নাকি বিডিটুডে অন্য কোনো পক্ষের ভয়ে এগুলো করছে। এ ব্যাপারে, সম্পাদক সাহেবের জবাব আশা করছি।
বিষয়: বিবিধ
১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন