এস বি’র চেয়ে টুডে কম কিসে? উঁ?
লিখেছেন লিখেছেন হাবিবুল্লাহ ২৫ মার্চ, ২০১৪, ০৫:৪৬:৫৪ বিকাল
সোনার বাংলাদেশ ব্লগ ইসলাম ও জাতীয়তাবাদী পক্ষের লেখকদের একটি মিলন মেলা ছিল। ব্লগটিতে খুব অল্প দিনেই অনেক বেশি ব্লগারের সমাগম ঘটেছিল, তাও দেশ ও জাতির পক্ষে অবস্থানের কারণে। অনেক নতুন লেখক সেখানে লিখে নিজের অবস্থান করে নিয়েছেন লেখকদের সারিতে। অনেকের মধ্যে জাতীয় দৈনিকগুলোতে লিখার মত যোগ্যতা সৃষ্টি হয়েছে। সুযোগও পেয়েছেন অনেকে।
দেশ বিরোধী জালিম শক্তির চোখ রাঙ্গানীকে অনেকটাই ভয় করে চলতেন সেখানে মডারেটরগণ। এমনকি যেই সময় এস বি বন্ধ হয়ে যাচ্ছে ঠিক সেই সময়েও গণজাগরণ (মতান্তরে যৌন জাগরণ) মঞ্চের পক্ষে একটি পোষ্ট স্টিকি করে রেখেছিলেন মডুরা। তারপরেও জালিমদের কাছে এস বি সহ্য হলো না। বন্ধ করে দিলো তারা দেশের পক্ষের একটি ব্লগ।
এতে অনেক ব্লগার ভেঙ্গে পড়েছেন। যারা এই এস বি’তে সারাক্ষণ পড়ে থাকতেন তারা হঠাৎ হারিয়ে গেলেন। নতুনদের মধ্যে অনেকেই লেখার আগ্রহই হারিয়ে ফেলেছেন। যা একজন লেখকের জন্য একেবারেই শোভনীয় নয়। এরই মধ্যে আবির্ভাব ঘটেছে টুডে ব্লগের। নীতি অনেকটাই এস বি’র মত, দেশ ও জাতির পক্ষে। পুরাতন অনেক ব্লগারের দেখা মিললো এখানে, কিন্তু অনেকেই আসছে না। আসলেও লগইন না করে চুপে চুপে একটু আধটু ব্লগে চোখ বুলিয়ে চলে যাচ্ছেন। কারণ ঐ যে বললাম আগ্রহ হারিয়ে ফেলেছেন। যেটা উচিৎ না। আমিও অনেকটা সেরকম হয়ে গিয়েছি। এই লেখাটির মাধ্যমে হয়ত নিজেকেই আবার উজ্জীবিত করার চেষ্টা করছি ব্লগে।
খেয়াল করলে দেখা যাবে এস বি’র চেয়ে অনেক শক্ত অবস্থানে রয়েছেন টুডে ব্লগের বিজ্ঞ মডারেটরগণ। এস বি’তে যেভাবে ব্লগ মুছে দেয়া হতো এখানে সেরকম মুছে দেয়া হয় না। এমনকি জালিমদের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করলেও না। টুডের সাথেও জালিমদের ধন্ধ চলছে। তবে আল্লাহর রহমতে জালিমরা বার বার পরাজিত হয়েছে। সামনেও জালিম পরাজিত হবে ইনশা আল্লাহ্। সেই হিসেবে যেসব ব্লগার তাদের ব্লগ মুছে দেয়ার কারণে খুব রেগে যেতেন তারা এখানে ইচ্ছে মত লিখতে পারেন।
কিছুটা কারিগরি সমস্যা হয়ত এখনো আছে। তাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে আশা করি। বিশেষ করে বার্তা দেয়ার ব্যবস্থা না থাকার কারণে অনেকের সাথেই যোগাযোগ করতে পারছি না। অনেকেই হয়ত বলবেন ফেসবুকে যোগাযোগ হবে। আরে ভাই ফেসবুকে গেলে তো সহজে আর এখানে আসাই যাচ্ছে না। ঐ যে দেখেন না .... ভাই আগে ব্লগে বেশি সময় দিতেন এখন ফেসবুকে বেশি দিচ্ছেন। তবে ব্লগের মজাই আলাদা। যা ফেসবুকে নাই। আমি ইচ্ছে করলে শত খানেক প্রিয় ব্লগারের নাম নিতে পারতাম এই লেখায়। কিন্তু নিলাম না। কারণ হয়ত একজন প্রিয় ব্লগারের নাম নিতে মনে থাকলো না আর তিনি রাগ করলেন। আর কেও ভাববেন তিনি আমার প্রিয় নয় কেন। তাই কারো নাম নিলাম না। সব বন্ধু খুব ভাল ভাবেই লিখতে থাকুন। এক সময় লেখক হয়ে যাবেন ইনশা আল্লাহ্।
পুরাতন নামে অর্থাৎ বিডি টুডে নামেই ডাকলাম ব্লগকে। এখন আবার অনেকেই অন্য নামে ডাকছেন। হয়ত জালিমদের কারণে বার বার নাম পরিবর্তন করতে হচ্ছে। তারপরেও আমার কথা হলো যে নামেই লিখা হোক না কন, তবে ডাকনাম ঐ একটাই টুডে ব্লগ হওয়া উচিৎ। এই বিষয়ে আমার ধারণা নাই। এখানে ব্লগার ভাইয়েরা বা মডারেটরগণ বলে দিতে পারেন যে এখন কি নামে ডাকা উচিত ব্লগকে।
বিষয়: বিবিধ
১৫৬৪ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনশাল্লাহ আমাদের এই টুডে ব্লগ ও এগিয়ে যাবে।
আপনি হয়তো খেয়াল করেননি । ব্লগের নাম তো ব্যানারেই আছে ‘টুডে ব্লগ’ হিসেবে । সুতরাং অবস্থানের কারনে ঠিকানা পরিবর্তন হলেও টুডে ব্লগ নাম ঠিকই থাকবে। অন্তত আমার তাই ধারনা ।
এস বি ব্লগের মধ্যে অন্য রকম আকর্ষণ ছিলো যা এই ব্লগে নেই।
সহমত আপনার সাথে।
মন্তব্য করতে লগইন করুন