তাবলিগ, বিশ্বব্যাপী কার্যকর এক ইসলামি আন্দোলন

লিখেছেন লিখেছেন হাবিবুল্লাহ ২৬ জানুয়ারি, ২০১৪, ০২:৩৬:৩১ দুপুর



আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দীনের দাওয়াতের গুরুদায়িত্ব স্বাভাবিকভাবেই এসে পড়ে উম্মতের ওপর। দাওয়াতের কাজ করার কারণেই আল্লাহতালা এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেন।

তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সত্কাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে (সুরা আলে ইমরান, ১১০)

অন্য আয়াতে বলা হয়েছে—

যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? (সুরা ফুসসিলাত, ৩৩)

যুগে যুগে মুসলমানদের মধ্যে দীনদার পরহেজগার আলেম-ওলামা, আওলিয়ায়ে কেরাম, তাবলিগের দায়িত্ব পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় ১৯১০ সালে ভারতের রাজস্থানের মেওয়া নামক স্থান থেকে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুসলিহে মিল্লাত মাওলানা ইলিয়াস কান্দলভী (রহ.) তাবলিগ জামাতের কার্যক্রম শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিজেই এ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। তাঁর জীবদ্দশাতেই এ মহত্ কার্যক্রম ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। ১৯৪৪ সালে মাওলানা ইলিয়াসের (রহ.) মৃত্যুর পর তাঁর পুত্র মাওলানা ইউসুফ কান্দলভী (রহ.) তাবলিগ জামাতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলভীও এ কার্যক্রমের প্রাণপুরুষ ছিলেন। মাওলানা এনামুল হাসান (রহ.) পরবর্তী সময়ে তাবলীগ জামাতের অন্যতম আমির বা নেতা ছিলেন। বাংলাদেশে তাবলিগ জামাতের আজীবন আমির ছিলেন মাওলানা আবদুল আজিজ (রহ.)। তিন-চার দশকের মধ্যেই তাবলিগের কার্যক্রম সারা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করে এবং ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

৬টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশেষ তাগিদসহকারে আমল করার প্রতি গুরুত্বারোপ করা হলেও জীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণ দীনের ওপর আমল করার প্রতি উত্সাহিত করা হয়। জোর নয়, নরম স্বভাব, উন্নত চরিত্র, মার্জিত আচরণের মাধ্যমে হিকমতের সঙ্গে মানুষকে দীনের প্রতি ডাকা, সর্বোপরি সুন্নাতের ওপর আমল করার মাধ্যমে আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করাই তাদের একমাত্র উদ্দেশ্য।

আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন, জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সঙ্গে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছেন, যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনিই ভালো জানেন তাদেরকে, যারা সঠিক পথে আছে (সুরা নাহাল, ১২৫)

তাবলিগ জামাতের বিশেষ একটি গুণ হলো, তারা নিজের পকেটের পয়সা খরচ করে দীনের দাওয়াতের কাজ করে। কারও কাছ থেকে টাকা-পয়সা নেয় না। কারও কাছে কিছু চায় না এবং চাওয়ার ভানও করে না। কোরআনের এই আয়াতের সঙ্গে হুবহু মিলে যায় তাদের এই গুণটি। আল্লাহ তা‘য়ালা বলেন—

অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথপ্রাপ্ত। (সুরা ইয়াছীন, ২১)

পরিবেশ অনুকূল হোক আর প্রতিকূল হোক, বিশ্বের প্রায় সব কটি দেশেই তাবলিগের দাওয়াতি কাজ চলছে আলহামদুলিল্লাহ। এটা নিশ্চয় তাদের নিষ্ঠা ও ইখলাছের কারণে আল্লাহর বিশেষ রহমতে সম্ভব হচ্ছে। এবং তাবলিগের দাওয়াতি কাজের ফলে অমুসলিম মুসলমান হচ্ছে আর মুসলমানরা দীনের প্রতি আরও বেশি আগ্রহী হচ্ছে। সুন্নাত মতে আমল করা শিখছে।

যে গুণের ওপর তাঁরা বিশেষভাবে গুরুত্বারোপ করে থাকে। তা হলো যথাক্রমে—১. কালেমা ২. নামাজ ৩. ইলম ও জিকির ৪. ইকরামুল মুসলিমীন ৫. তাসহীহে নিয়ত ৬. তাবলিগ।

এই বিষয়গুলোর প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ।

১. কালেমা : লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

অর্থাত্ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল।

কালেমা থেকে পরিপূর্ণ ঈমান বোঝানো হয়ে থাকে। তাবলিগি ভাইয়েরা এর সংক্ষিপ্ত ব্যাখ্যায় বলে থাকেন, আল্লাহতাআলা ছাড়া অন্য যা কিছু আমরা দেখি বা না দেখি সব জিনিসই মাখলুক বা সৃষ্টি। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। আর আল্লাহতাআলা সব কিছুই করতে পারেন মাখলুকের সাহায্য ছাড়া।

ঈমানে মুফাসসালের ঘোষণা অনুযায়ী ৭টি জিনিসের প্রতি ঈমান আনতে হয়। (১) আল্লাহ (২) ফেরেশতাগণ (৩) কিতাবসমূহ (৪) রাসূলগণ (৫) আখেরাত (৬) ভাগ্যে ভালোমন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে আসে অর্থাত্ তাকদির ও (৭) মৃত্যুর পরে পুনরুত্থান। ঈমান অর্থ শুধু বিশ্বাস নয়, বরং অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণা এবং বাস্তবে কাজে পরিণত করার নামই হচ্ছে ঈমান।

ঈমান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে , কারও কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মনে-প্রাণে মেনে নেয়া। অপরদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংবাদ কেবলমাত্র রাসুলের ওপর বিশ্বাসবশত মেনে নেয়াকে শরীয়তের পরিভাষায় ঈমান বলে। যুহাইর ইবনে হরব (রা.) আবু হোরায়রা থেকে রেওয়ায়ত করেছেন, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ঈমানের শাখা সত্তরটিরও বেশি অথবা ষাটটির কিছু বেশি। এর সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ (অর্থাত্ আল্লাহ ব্যতীত মাবুদ নাই) এই কথা স্বীকার করা আর সর্বনিম্ন শাখা হলো পথের ওপর থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা হলো ঈমানের বিশেষ শাখাগুলোর অন্যতম। (মুসলিম)

ঈমানের শাখাগুলোর বর্ণনা : আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহপাক ব্যতিরেকে বাকি সব আল্লাহর সৃষ্ট (মাখলুক) ও ধ্বংসশীলে বিশ্বাস করা, সব পয়গম্বরের প্রতি ঈমান আনয়ন, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন, আল্লাহর নাজিলকৃত সব কিতাবের প্রতি ঈমান আনয়ন, কিয়ামত-দিবসের প্রতি ঈমান আনয়ন, তাকদিরের প্রতি ঈমান আনয়ন, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ওপর বিশ্বাস, জান্নাতকে বিশ্বাস করা, জাহান্নামকে বিশ্বাস করা, আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখা, আল্লাহর সন্তুষ্টিকল্পে কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টিকল্পে কারও ওপর অসন্তুষ্ট হওয়া, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা রাখা, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর ওপর আশা রাখা, লজ্জাশীলতা, আল্লাহর শোকরিয়া আদায় করা, অঙ্গীকার পূরণ করা, ধৈর্য ধারণ করা, বিনয়ী হওয়া, আল্লাহর সৃষ্ট সব মাখলুকের ওপর স্নেহ ও দয়া, আল্লাহর ফয়সালার ওপর রাজি হওয়া, আল্লাহর ওপর ভরসা করা, স্বৈরনীতি বর্জন করা, রাগ-ক্রোধ পরিহার করা, কুঅভ্যাস পরিত্যাগ করা, দুনিয়ার ভালোবাসা পরিহার করা। কালিমায়ে তাওহিদ পাঠ করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা দেয়া, দুয়া করা, জিকির করা, বেহুদা ও নিষিদ্ধ কথাবার্তা থেকে বিরত থাকা, পবিত্রতা অর্জন করা, নামাজ কায়েম করা, সদকা আদায় করা, নিজের দ্বীন রক্ষার্থে হিজরত বা দেশত্যাগ করা, ইতিকাফ করা, হজ করা, মানত পূরণ করা, শপথের ব্যাপারে সতর্ক থাকা, কাফফারা আদায় করা, সতর ঢেকে রাখা, কোরবানি করা, ঋণ পরিশোধ করা, লেনদেনে ন্যায়-নীতি বজায় রাখা, শরীয়তবিরোধী কাজ থেকে দূরে থাকা, সত্য সাক্ষ্য দেয়া, কাফন-দাফনের ব্যবস্থা করা, বিবাহ করে চারিত্রিক পবিত্রতা সংরক্ষণ করা, পরিবার-পরিজনের হক আদায় করা, মাতা-পিতার খিদমত করা ও তাদের কষ্ট না দেয়া, মনিবের অনুগত হওয়া, বিচারে ন্যায়নীতি অবলম্বন করা, মুসলিম জামাতের অনুসরণ করা, শাসকের অনুসরণ করা, মানুষের মাঝে সংশোধন করে দেয়া, ভালো কাজে সাহায্য করা ও মন্দ কাজে সাহায্য না করা, সত্য কথা বলা, মন্দ কথা থেকে নিষেধ করা, দণ্ডবিধি প্রতিষ্ঠা করা, আমানত আদায় করা, অভাবী বা বিপদের সম্মুখীনকে ধার দেয়া, সন্তোষজনক লেনদেন করা, প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করা, অর্থসম্পদ যথাস্থানে খরচ করা, সালামের জবাব দেয়া, হাঁচিদাতার জবাবে ইয়ার হামু কাল্লাহ বলা, বেহুদা খেল-তামাশা থেকে দূরে থাকা, মানুষের ক্ষতি না করা।

লেখক : কাতার প্রবাসী

দৈনিক আমারদেশ ২৬ শে জানুয়ারি ২০১৪

বিষয়: বিবিধ

২৫১৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167890
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৯
বেআক্কেল লিখেছেন : আপনি তো হেডিং য়ের মাঝে ভুল কইরা ফেলাইলেন।

তবলীগ যে ইসলামী আন্দোলন এই আশ্চর্য্য কথা আজ আপনার মুখে প্রথম শুনিলাম! ইসলামের যে দাওয়াতকে রাষ্ট্রশক্তি শক্তি যোগায়, রাষ্ট্রের সকল কর্ণধার অনৈতিক হবার পরেও যখন সেখানে মুনাজাত ধরতে যায়। সেটাকে আর যাই বলুক ইসলামী আন্দোলন বলা যায়না।

কেননা সেখানে এমন দোয়া করা হয়না,
যা এসব পাপী নেতাদের মনোক্ষুন্ন করে! এমন দোয়া করা হয়না যাতে মানুষ জন কমে যাবে! এমন দোয়া করা হয়না যাতে পাপিষ্ট রাষ্ট্রনায়কদের মুখের আবরণ খুলে যায়! অথবা
সেখানে এমন ভাষায় দোয়া করা হয় যাথে তার কোন অর্থই যাতে পাপী নেতারা না বুঝে!

বে আকল বলে মাপ কইরা দিয়েন, কথা একটা মাথায় আসিল তাই বাঙ্গাল নেন্ত্রী হাসিনা আপার মত বটর করিয়া বলে ফেললাম।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৫
121810
হাবিবুল্লাহ লিখেছেন : দাওয়াত ও তাবলীগের কাজ সবাইকে একই পদ্ধতিতে করতে হবে তাতো না। সবাই কোরান হাদিসের আলোকে বিভিন্ন পদ্ধতিতে দাওয়াতের কাজ করছে বলে আমি মনে করি। আল্লাহ্‌ তালা সবার কাজ কবুল করুন আমীন।
167900
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১০
ইবনে আহমাদ লিখেছেন : মুসলিহে মিল্লাত মাওলানা ইলিয়াস কান্দলভী (রহ.) তাবলিগ জামাতের কার্যক্রম শুরু করেন।
মুসলিহে মিল্লাত শব্দের অর্থটা জানা প্রয়োজন।তার পর কাইকে লিখা যায়। আমার মনে হয় বিষয়টা আপনার জানা প্রয়োজন।
২য় বিষয় হল - ইসলামী আন্দোলন বলতে কি বুঝায়? আন্দোলন শব্দের সাথে পরিচয় আছে কি তাবলীগের মুরুব্বীদের।আপনি জুড়ে দিলেন?
যারা নিজেদেরকে দুনিয়ায় চলা ফেরা করা মাটির নিচের দল মনে করে তাদরেকে ইসলামী আন্দোলন বানিয়ে দিলেন।
ভাই একটু চিন্তা করুন তো?
মাফ করবেন।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
121815
হাবিবুল্লাহ লিখেছেন : বিশ্বের অধিকাংশ মুসলমান কোরান হাদিসতো জানেই না নামাজ পর্যন্ত জানে না অনেকে। এদের মধ্যে নামাজ রোজা সহ শরিয়তের বিভিন্ন আমল শিক্ষার কাজ করছে তাবলিগ জামাত। যেভাবে আপনিও দীনের কাজ করছেন বা চেষ্টা করছেন। সবাই আমরা মুসলমান। কোরান হাদিসের আলোকে বিভিন্ন পদ্ধতিতে সবাই কাজ করছেন বলে আমি মনে করি। আল্লাহ্‌ সবাইকে কবুল করুন।
167901
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই ফাজায়েলে আমল বইয়ে অনেক শিরক জড়িত সুস্পষ্টভাবে। আর তাবলীগ জামাতকে যদি ইসলামি আন্দোলন বলেন তাহলে আমাদের কে আগে জানতে হবে আন্দোলনের সংজ্ঞা কি ?
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
121817
হাবিবুল্লাহ লিখেছেন : ফাজায়েলে আমল অনেকেই বুঝেন না। আবার অনেকেই মিথ্যা কথা বলেন আবার অনেকে অন্য একটি বই ফাযায়েলে আমালের নামে ছেপেছে।
আন্দোলন সবাই করছি আমরা। কেও তাবলিগের মাধ্যমে আর কেও অন্য ভাবে। সবাইকে আল্লাহ্‌ কবুল করুন।
167909
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সত্কাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে (সুরা আলে ইমরান, ১১০) সত্কাজের নির্দেশ দান ও অন্যায় কাজে বাধা
যদি দিয়ে থাকে তাহলে ইহা যে ইসলামী আন্দোলন তাতে সন্দেহ নেই। খুব ভাল করে যাচাই করে দেখুন এসব কাজ তারা করেন কি না।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৬
121820
বেআক্কেল লিখেছেন : তাবলীগ ভাইয়েরা সৎ কাজের কথা বলে তবে সৎ কাজের আদেশ দেয়না। অন্যায় কাজে বাধা দান! তওবা আসতাগ ফেরুল্লাহ! এই কাজে তাবলীগ ভাইয়েরা কয়েক কোটি মাইল দূরে।

আচ্ছা বলুন তো, তাবলীগেরা যদি অন্যায় কাজে বাধা দিত তাহলে,
বাঙ্গাল নেত্রী হাসিনা কোনদিন সেখানকার মোনাজাতে যেত?
গালি নেত্রী মুতিয়া কোনদিন যাইত?
চোরের মা সাজেদা কোনদিন সেই মাঠে যাইত?
লম্পট সর্দার এরশাদ কোনদিন সেখানে যাইত?
জটনেত্রী খালেদা সেখানে যাইত?

আসলে তাবলীগ ভাইয়েরা ইসলামের কথা বলে, তবে বাস্তবায়ন করে গৌতম বুদ্ধের মত। ঠ্যঙ্গের উপর পাও তুলে, খালি ভাল কথা বলবে, খালি উপদেশ দিবে, খালি সৎ কথা বলবে। এটা খুবই সহজ অসৎ কাছে বাধা দেবার চেয়ে।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৮
121821
হাবিবুল্লাহ লিখেছেন : হ্যাঁ ভাই। করেন। তবে হেকমতের সাথে। পদ্ধতিতে একটু ভিন্নতা আছে। আপনি খেয়াল করেছেন হয়ত আমরা যেটাকে আন্দোলন মনে করি সেটা করে যতটা ফল পাচ্ছি তার চেয়ে হাজার গুন বেশি ফলা দেখা যাচ্ছে তাবলীগে। আসলে ভাই তাবলীগের মানুষগুলোইতো অন্য ভাবে অন্য সময় অন্য আন্দোলনে শরিক হচ্ছে। তবুও আমাদের অনেক ভাই না বুঝে তাদেরকে বিভিন্ন কথা বলেন। ধন্যবাদ আপনাকে।
167917
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৫
হলুদ রঙ মেঘ লিখেছেন : ভাল লিখেছেন অনেক ধন্যবাদ।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৮
121826
হাবিবুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ।
167934
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
শিহাব আল মাহমুদ লিখেছেন : ধন্যবাদ আপনানাকে। খুব সুন্দর লেখছেন।
তাবলিগ নিয়ে কিছু মানুষের ছুলকানি থাকবেই। তাবলীগ যদি জামাতের এই সঙ্গে আন্দোলন করতো তাহলে চুলকানি কমে যাবে। এরাই হেফাজত ইসলামকে সমর্থন করে আবার এরাই তাবলিগের বিরুদ্ধে লেগে আছে। আবারো আপনাকে ধন্যবাদ
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৭
121825
হাবিবুল্লাহ লিখেছেন : আসলে অনেক ভাই মনে করছেন যে সবাইকে একই পদ্ধতিতে আসতে হবে। সেটা তাদের ভুল। কোরান হাদিসের আলোকে বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে দাওয়াতের কাজ করবেন এটাই স্বাভাবিক।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১০
121883
মোহাম্মদ লোকমান লিখেছেন : @শিহাব আল মাহমুদ : এখানে আলোচনা হচ্ছে। কোন বিষয় একজনের বুঝে না আসলে আরেকজন বুঝিয়ে দিচ্ছেন- এই যা। তাহলে আপনি ‘চুরকানি’ শব্দটির আমদানী করলেন কেন? আমাদের এসব আওয়ামী খাসলতের জন্যইতো লোকেরা লীগের সাথে তাবলীগের মিল খোঁজার চেষ্টা করে।
২৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
121896
শিহাব আল মাহমুদ লিখেছেন : মোহাম্মাদ লোকমান@তাবলিগ কে লীগের সাথে কেন মিল খোঝবেন?
কেন এতো সুন্দর মুসলিম ভাতৃত্বের বন্ধনকে আপনি অযথাই আলোচনার নামে ঘৃন্য মন্তব্য করবেন? কোন যুক্তিতে? আপনি কি কোন মানুষ নামাজি বানিয়েছেন? আপনি কি কোন মানুষ মসজিতে নিয়েছেন?
167939
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।Good Luck Good Luck Good Luck Good Luck
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১২
121843
হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকেও আল্লাহ্‌ উত্তম বিনিময় প্রদান করুন।
167992
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩২
প্রবাসী আশরাফ লিখেছেন : হাবিবুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য। আমি নিজেও তাবলীগের দাওয়াতের কাজটি পছন্দ করি কারন আমি দেখেছি অনেক বেনামাজী-বদ লোক নামাজী-ভাল লোক হয়ে গেছে দাওয়াতের মাধ্যেমে...তবে তাবলীগের দাওয়াতী কার্যক্রমে ও দাওয়াতী বইগুলোতে কোন ভুল থাকলে তা সংস্কার করে নিলেই ভাল হয়।
২৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০০
121895
হাবিবুল্লাহ লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File