যে লোক মাটি, পাথর আর ইট খায়

লিখেছেন লিখেছেন পরিসংখ্যানবিদ ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৯:০১ সকাল

তার নাম পাকিরাপা হুনাগুন্ডি। বয়স ৩০। সাবাড় করেছেন টনখানেক ইট। বাড়ি ভারতের কর্নাটকে। তিনি প্রতি দিন এই ধরণের আবর্জনা তিন কেজি করে খান! ডেইলি মেইল। খবরটি ২ এপ্রিল, ২০১৪ তারিখের।[নিচে ভিডিও দেখুন]



এটা আসলে একটা রোগ। নাম, পিকা। এই রোগে আসক্ত ব্যক্তি খাবার অযোগ্য জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ে।



দশ বছর বয়সে এই বাতিকে আক্রান্ত হন তিনি। তার পর থেকে খাবার বা নাস্তার সময় হলেই ছুটে যান মাটির, ইটের বা পাথরের দেয়াল বা স্তুপের কাছে।

তার দাবী, এসব জিনিস খেয়েও তিনি দিব্যি বহাল তবিয়তে আছেন।



তিনি বলে, "আমি ২০ বছর ধরে ইট, মাটি, পাথর খাচ্ছি। আমার এগুলো খেতে দারুণ লাগে। এটা আমার জীবনের অংশ হয়ে গেছে। শুর করেছিলাম ১০ বছর বয়সে। কিন্তু এখন এটা আমার জন্য অবিচ্ছেদ্য হয়ে গেছে। আমি অন্য খাবার ছাড়তে পারি কিন্তু ইট, মাটি নয়।"

"আমার কোন বিরূপ প্রতিক্রিয়া হয়নি। আমি নির্বিঘ্নে সবচেয়ে শক্ত পাথরে দাঁত বসাতে পারি।"

তিনি বাড়ির একটা অংশ সাবাড় করে দিয়েছেন। তার মা তাকে এ অভ্যাস থেকে ফিরাতে পারেননি। হুনাগুন্ডির মতে নির্মাণ সামগ্রীই হচ্ছে A1 (সবচেয়ে ভালো) মানের স্বাদ। তিনি বলেন, "আমাকে ইট, মাটি, পাথরের বদলে মধু দিলেও নেবো না।"

একজন গ্রামবাসী বলেন,"আমি তাকে ছোট বেলা থেকে চিনি। সে সব সময়ই মাটি, পাথর খেয়ে এসেছে। এক খণ্ড ছোট পাথরও মুখে বিষম আঘাত দেয়। অথচ সে সাবলীলভাবে খেয়ে যাচ্ছে"

এই অদ্ভুত কাণ্ডের খবর শুনে দূর দূরান্ত থেকে মানুষ তাকে দেখতে ভীড় করে।

তার এক বন্ধু বলনে, "সে কেউকেটা হয়ে গেছে, কিন্তু, বেচারা খুব গরীব। তাকে দেখলে আমাদের দুঃখ হয়। বোঝানোর চেষ্টা করেছি, কাজ হয়নি। এখন আর বোঝাই না।"

জনাব হুনাগুন্ডি, গ্রামের এক সাধারণ শ্রমিক যার নূন আনতে পান্তা ফুরোয়। এখন তিনি ঘুরে তার বিচিত্র কাজ মানুষকে দেখাবেন বলে ভাবছেন।

তবে তিনি মায়ের প্রতি যত্নশীল।

তিনি বলেন,"বাবা মারা গেছেন ৪ বছর আগে। আমাকে মায়ের দেখাশোনা করতে হয়। আমার আয় রোজগার বেশি না, তাই এবার মেধা কাজে লাগাতে চাই।"

"আমি মানুষকে দেখাতে চাই আমার দক্ষতা,চাই কিছু অর্থ কামাতে"

আরো ছবি ও ভিডিও দেখতে নিচের লিঙ্কে যান

সূত্রঃ

http://bn.skyphoton.com/2014/09/mud-eating-man.html

বিষয়: বিবিধ

১৩৫৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265308
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪০
কাহাফ লিখেছেন : আ:করিম নামে বাংলাদেশী এক লোকও পাথর-মাটি খেয়ে অনেক বছর পার করে দিয়েছিল। জন প্রিয় অনুষ্ঠান 'ইত্যাদি'তে দেখিয়েছিলেন হানিফ সংকেত।বর্তমানে আল বারাকা ব্যাংকের দারোয়ান।
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
208981
পরিসংখ্যানবিদ লিখেছেন : জানানোর জন্যে ধন্যবাদ
265309
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪২
মাজহারুল ইসলাম লিখেছেন : ওরে খাইছেরে Time Out Time Out
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০০
208982
পরিসংখ্যানবিদ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
265423
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
বুড়া মিয়া লিখেছেন : মুতাসিম বিল্লাহ অথবা এরকম নামে আমাদের দেশের একজন পরিসংখ্যানের শিক্ষকের সাথে পরিচয় হয়েছিলো; অত্যন্ত অমায়িক লোক। আশা করি বিভিন্ন বিষয়ের উপর পরিসংখ্যান নিয়ে আপনার মূল্যবান আলোচনা পাবো ব্লগে।

আজব-কিসিমের মানুষের ব্যাপার জানানোয় ভালো লাগলো।
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
209219
পরিসংখ্যানবিদ লিখেছেন : হ্যাঁ, উনি ঢাবির টিচার।
265556
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
পরিসংখ্যানবিদ লিখেছেন : হ্যাঁ, উনি ঢাবির টিচার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File