ফান পোস্ট নিয়ে কেন এত মাখামাখি, ?? আমাদের মানসিকতার উন্নতি কবে হবে?
লিখেছেন লিখেছেন এখনো স্বপ্ন দেখি ১৪ জানুয়ারি, ২০১৩, ০৯:১৭:১৩ রাত
আমাদের অভ্যাস এমন হইছে যে সব কিছুতেঁ দূর্গন্ধের আভাস পাই, ভেজাল খাইতে খাইতে মনে হয় সব ই ক্যাছাল, কেউ কিছু লিখলে ও সমস্যা আবার কিছু না বুজে সব কিছু নিজেদের উপর নিয়ে আসতে ও আমরা পটু। আসলে আমাদের মানুষিকটা এত ই শক্তিশালী হয়েছে যে সব কিছুতে ছিদ্রু অনেশ্যন করার খারাফ অভ্যাস হয়ে গেছে, আচ্চা একজন ব্লগার বা লেখক যদি রুপক অর্থে আবার ফান পোষ্ট বলে লিখেন তাহলে আমি কেনো ভাবব এটা আমাকে নিয়ে লেখা (!!) যেখানে লেখক নিজে বলছেন এটা ফান পোষ্ট, আবার আমি কেন অন্যার জন্য নিজেকে হাসির খোরাক বানাব??
বুজলাম না আমাদের একজন সম্মানিত ব্লগারের লেখাকে নিজের উপর নিয়ে আর একজন সম্মানিত ব্লগার সবার কাছে বার্তা দিচ্ছেন এটা নাকি উনাকে নিয়ে লেখা, এই দেখুন ,
ইক্লিপ্স লিখেছেন : আবু জারীর ভাইয়া http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/1672/nilshalu/807 এই দেখুন। এই ব্লগে আমি এসেছি দু দিনও হয়নি তার মধ্যে সালু নাম ইভটিজারের নোংরামি! এই ব্লগটি শিশু ব্লগ। এর মধ্যে এর পরিবেশ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এই কীট।
রিপোর্ট করুন | জবাব দিন
১৪ জানুয়ারি ২০১৩ দুপুর ০২:৪৪
2537
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : প্রতিবাদ করছি ও নিন্দা জানাচ্ছি।
বাট সেখানে আপনার নামতো ছিলনা। জরিনা কে একজন জরিনা হিসেবেই দেখুননা। নিজেকে তাঁর সাথে মিলিয়ে কেন নিজের ব্যক্তিত্ব নষ্ট করছেন? এড়িয়ে যাওয়াটাই কি বুদ্ধিমানের কাজ নয়? অনেক কথা বলার ছিল। তবে এর বেশি বললে আপনি আবার মাইন্ড খাইবেন, তাই কইলামনা।
রিপোর্ট করুন |
১৪ জানুয়ারি ২০১৩ দুপুর ০২:৪৬
2541
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার জন্য আর একটা কথা। মেনে চললে সুফল পাবেন-
তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইবোনা কেন?Love Struck Love Struck Happy
রিপোর্ট করুন |
১৪ জানুয়ারি ২০১৩ দুপুর ০৩:২২
2547
আবু জারীর লিখেছেন : [b]সরাসরি নাম না ব্যবহার করলে ইগনোর করার পরামর্শ দিচ্ছি। আর মডু ভাইদের কাছে জোড় দাবী জানাচ্ছি যারা ব্লগের পরিবেশ নষ্ট করার পায়তারা করে তাদের দিকে কড়া দৃষ্টি রাখতে।
রিপোর্ট করুন |
১৪ জানুয়ারি ২০১৩ দুপুর ০৩:২৫
2549
ইক্লিপ্স লিখেছেন : ধন্যবাদ প্রিয় আবু জারীর ভাইয়া।Good Luck Good Luck[/b]
আবার আর একজন সম্মানিত ব্লগার পাল্টা পোস্ট হিসেবে আর একটি পোষ্ট দিছেন, যেখানে ফান পোস্ট বলা হয়েছে তাকে কেন ক্যাছাল হিসেবে দেখে আবার তার বিপরীতে পোস্ট এটা কেমন মানসিকতা !! যদি আমাদের কাছে তথ্যের সন্নিবেশ থাকে যে কেউ উদ্দেশ্য করে ব্লগের পরিবেশ নষ্ট করছে, তাহলে ই আমরা কারু বিরুদ্ধে বলতে পারি যে উনি অন্যায় করছেন, তার এই কাজ করা উচিত না , এবং মডারেটর যেন নজর রাখেন, তা না হলে আমাদের পাল্টা পাল্টি পোষ্ট বা কমেন্ট করে ব্লগের পরিবেশ নষ্ট করার মত কাজ না করা উচিত, যদি কোন লেখায় কারো নাম না থাকে বা কারো সম্পর্কেই স্পষ্ট ভাষায় কিছু লেখা না থাকলে তা আমরা কখন ও নিজেদের উপর নিতে পারিনা, তাই এই দিকে ও খেয়াল রাখা উচিত, আশা করি ব্লগের পরিবেশ সুন্দর ও ভাল রাখার দায়িত্ব্য আমাদের , তাই আমরা সবাই এই দিখে নজর দেব,
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন