প্রীতম কে লেখা ম্যাসাজের উত্তর , প্রীতম তুমি শিল্পী, তুমি সবার, তোমার বিবেক কে একবারের জন্য জিজ্ঞেস করো,
লিখেছেন লিখেছেন এখনো স্বপ্ন দেখি ২১ মার্চ, ২০১৩, ০৮:২৯:২৮ সকাল
প্রীতম জবাবে লিখেছে ঃ
" দুঃখিত আমি কারো ফরমায়েশে আমার গান গাইনা। দেশ প্রেম ও বিবেক থেকে যা আসে তাই ইতিহাসের আলোকে নিরপেক্ষ থেকে লেখার ও গাওয়ার চেষ্টা করি। আমার যা বলার তা আমি আমার গানে বলেছি। আপনার যা বলার আপনি আপনার মতো করে বলতেই পারেন। সময় এবং সাধারণ জনতা তাদের নিজেদের বিবেক ও বুদ্ধি দিয়ে আমাদের গ্রহন করবে। ভালো থাকবেন।"
প্রীতম - তোমাকে ঃ
তোমার জবাব পাওয়ার আশা করি নাই প্রীতম।
ধন্যবাদ জবাব দেয়ার জন্য।
এই গান তুমি গাইবে এটাও আশা করি নাই।
লিখেছি শুধু তোমাকে প্রশ্ন করার জন্য।
আমি শধু বিস্মিত !!!
এতোগুলো তরুনের জীবন নাশ হোল বিশ্যজিতের মতো
এদের রক্ত একই রকম লাল বিশ্যজিতের মতো
এদের মা বাবা ভাই বোন আজ কাঁদে বিশ্যজিতের মতো
শুধু বিশ্যজিতের মতো এদের সংখ্যা এক নহে উর্ধে এক শত।
তোমার হৃদয় কেন ব্যাথিত হোল না বিশ্যজিতের মতো?
জনতার বিবেকে জনতা বলবে
তোমার বিবেক দিয়ে তুমি গাইবে ... সবার তরে
ভালবাসা ভরে।
অনেকেরই এই আশা ছিল তোমার কাছে বিশ্যজিতের মতো।
তুমি শিল্পী, তুমি সবার।
তোমার গান জাগ্রত করুক, সঞ্চার করুক ভালবাসার।
দেশকে এরাও ভালোবাসে তোমার মতো অন্য রকম করে
তবে কেন সংলাপ ছেড়ে রাজ পথে আজ তরুন রক্ত ঝরে।
গায়ক তোমার গানে থাকুক সকল রক্ত ঝড়ার কথা
তুমি শিল্পী তুমি নির্ভয়ে গাও নিবেদিত প্রানের গাঁথা।
বিষয়: বিবিধ
১৬৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন