সব কিছুর উপরে দ্বীনের পথে অটল থাকতে হবে,
লিখেছেন লিখেছেন এখনো স্বপ্ন দেখি ১৪ জানুয়ারি, ২০১৩, ০৭:৫৬:৫৮ সকাল
মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহুআনহু থেকে বর্ণিত,তিনি বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম বলেছেনঃ উপঢৌকন গ্রহণ করো যতক্ষণ তা উপঢৌকনের পর্যায়ে থাকে। কিন্তু দীনের ব্যাপারে তা যখন ঘুষে পরিণত হবে তখন তা গ্রহণ করোনা। অবশ্য তোমরা তা বর্জন করতে পারবেনা, দারিদ্র্য ও প্রয়োজন তোমাদেরকে তা বর্জন থেকে বিরত রাখবে। সাবধান! ইসলামের যাঁতা অবিরত ঘুরছে।অতএব, কুরআন তোমাদেরকে যতদূর আবর্তিত করে ততদূর আবর্তিত হও। জেনে রাখো, অচিরেই কুরআন ও রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়বে। কিন্তু সাবধান! তোমরা কুরআন থেকে বিচ্ছিন্ন হয়োনা। সাবধান! অচিরেই এমন শাসক ক্ষমতাসীন হবে যারা তোমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসবে। যদি তোমরা তাদের আনুগত্য কর তবে তারা তোমাদের পথভ্রষ্ট করবে, আর যদি তাদের অবাধ্য হও তাহলে তোমাদের হত্যা করবে। হাদিসের রাবী জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহর রাসুল! তখন আমরা কী করবো? তিনি বললেনঃ তাই করবে যা ঈসা আলাইহিসসালামের সাহাবীগণ করেছিলেন।তাঁদেরকে করাত দিয়ে চেরা হয়েছে, ফাঁসীকাষ্ঠে ঝুলানো হয়েছে। মহান আল্লাহর নাফরমানী করে বেঁচে থাকার চেয়ে তাঁর আনুগত্য করে মৃত্যুবরণ করা শ্রেয়তর। (তাবারানীর আল-মুজামুস সগীর)
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন