চিন্তাই সব .।.।.।.।.।

লিখেছেন লিখেছেন এখনো স্বপ্ন দেখি ০৮ জানুয়ারি, ২০১৩, ১০:২৮:২৯ রাত

পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী , প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অধিকাংশ সময় মানুষ কারন গুলিকে অপরিবর্তন রেখে কর্মফলগুলিকে পরিবর্তন করতে চায়, যদি আমাদের মনকে সব সময় ইতিবাচক চিন্তায় ব্যাপৃত না রাখি, তাহলে নেতিবাচক চিন্তা মনের শূন্যতা স্বাভাবিকভাবে পূরণ করবে, মানুষের মন বাগানের মত, ভালো গাছের বীজ লাগালে ভাল বাগান হবে, যদি কিছু ই না লাগান তাহলে আগাছা জন্মাবে, এটিই প্রাকৃতিক নিয়ম।

কথা মানুষের জীবনে ও সত্য, আর একটু এগিয়ে বলব, ভাল বীজ লাগালে ও আগাছা জন্মাবে, আগাছা নিড়ানোর কাজ সব সময় ই চলতে থাকা চাই,

শুন্যের নীচে তাপমাত্রা চলে গেলে, গ্লাসে পানি দিলে তা জমে বরফে রুপান্তরিত হবে, আসচর্যের কিছু না, এটা ই প্রাকৃতিক নিয়ম, বস্তুত পক্ষে আর কোন অন্যতা হয়না,

আমাদের চিন্তাই সব কিছুর মূল,

চিন্তার বীজ বপন করুন, আপনি কর্মের ফসল তুলবেন,

কর্মের বীজ বপন করুন, অভ্যাসের ফসল তুলবেন,

অভ্যাসের বীজ বুনলে পাবেন চরিত্র রুপ ফসল,

আর চরিত্র রূপ বীজ বপন করলে সৌভাগ্যের ফসল পাবেন,

সবকিছুই চিন্তা থেকে শুরু





বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File