নাবিকের অপেক্ষায় আছি বসে...
লিখেছেন লিখেছেন এখনো স্বপ্ন দেখি ২৪ জুলাই, ২০১৩, ০৫:৫৭:৪২ বিকাল
দরবেশ দরবেশে আজ চেয়ে গেছে দেশ,
হতুম পেছারা আজ গাছেন পাতায় পাতায়,
লোলপ দৃষ্টি আজ দিয়েছে চারি দিকে,
কি হবে ? কিভাবে ? বাঁচবে বলো এই মায়ের দেশ,
বলো দেখি কিভাবে পাবে নিস্তার
এই দরবেশ আর হতুমের কাছ থেকে ?
আজ যেদিকে তাকাও , পাবে হকুনের হাতসানি
যেন ৩৮ বছর উপোশ ছিল শুদু একটিবার
জীর্ন শীর্ন এই বদন খানি করিবে রক্ত ভক্ষন,
সার্থের কাছে বলি হয়ে, হুস বুদ্ধি সব বন্দক দিয়ে
ল অব জাষ্টিক( ইনসাফ) না বলে ল অব রুল' নব রুপে
তা দেখে শয়তান ও হেসে উঠে, আদল সন্তানের শয়তানি দেখে,
মানবতা আজ ডুকরে কাঁদে, নাই তার কোন ঠিকানা,
মানবতার শেষ আশ্রয়ে আজ রক্তাক্ত প্রান্তর,
মুরালিটি আর সত্য, ন্যায়ের যেন হচ্ছে কবর,
এমন তো হবার কথা ছিলনা, এমন কেন হলো?
কেউ কি জিজ্ঞাসা করেছে কোন কালে?
হবার কথা ছিল বিশ্বাসী এক জাতি , আর হয়েছে সবাই সার্থের বলি,
ভয়ের কিছু নাই, বাগানের সব গাছে ফুটে না সু-স্বাধু ফল আর সুমিষ্ট ফুল,
কিছু থাকবে আগাছা আর কিছু অচ্ছুত লতাপাতা,
শিকর সহ ফেলে দিতে হবে উফরে, তবে ই বাগান পাবে সুরক্ষা,
সাহসী নাবিক আসতে হবে এগিয়ে, ডিঙ্গিয়ে সকল বাধা
যুগের বীনা হাতে নিয়ে আর তেজী ঘোড়ায় চড়ে,
আনিতে নতুন দিনের একটি বিশ্বাসী সকাল,গঠিত হবে একটি সুন্দর জাতি,
সেই নাবিকের অপেক্ষায় আছি বসে ......
বিষয়: বিবিধ
১৪৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন