'' ডাল মে কুচ কালা হে ''
লিখেছেন লিখেছেন এখনো স্বপ্ন দেখি ২৯ এপ্রিল, ২০১৩, ১১:১১:৪১ রাত
উদ্ধার কাজে যুক্তরাজ্যের সহযোগিতা দেওয়ার ইচ্ছা কে আমাদের '' আতসম্মান বোধের'' উপর আঘাত হসেবে বিবেচনায় আমাদের সম্মানিত বর্তমানের ''ঘশেটি বেগম'' ও তার উজির নাজির প্রত্যাখান করেন,
ভাল কথা, আমরা কি গরিব নাকি যে অন্যের সহযোগিতা নেবো? !!!
আমরা হাজার কোটি টাকার অস্র কিনতে পারি, !!
আমরা আমাদের পাশের দেশ আমাদের তাকায় বানিয়ে রাস্তা ঘাটের উপর দিয়ে উনাদের জন্য ট্রানজিটের ব্যবস্থা করে দিতে পারি, !! বিনিময়ে কোন ফি নেই, না কারন আমাদের আতসম্মান আছে !!!
আমরা প্রয়োজনে নদী ভরাট করে রাস্তা বানিয়ে দিতে পারি বিদেশির জন্য, !!!
আমরা কোটি কোটি টাকা ব্যয় করে বিমানবন্দরের নাম পরিবর্তন করতে পারি !!
আমরা আমাদের সুন্দরবন কে কয়লাবিদ্যুৎ কেন্দ্রে পরিবর্তনের জন্য চুক্তি করতে পারি,!!
আমরা বাহিরের দেশের বিপর্যয়ে সাহায্য করতে পারি, !!!
আমাদের প্রধানমন্ত্রীর এক দ্বীনের খাবার খরচ হয় ২ লক্ষ টাকার বেশি ,আমাদেরকে গরিব বলে কে ?
তাই আমরা আমাদের আতসম্মানের জন্য কার ও সাহায্য নিতে পারবনা, !!
প্রত্যেক বছার যে শত কোটি টাকা বরাদ্ধ হয় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দূর্যোগ ব্যবস্থাপনা মন্ট্রনালয় কে, সেই টাকা গেল কই, ? এই তাআক দিয়ে কি করা হও? যদি না নিজেদের কোন যন্ত্রপাতি না কিনা হয় ?
আর কয়েক শ গরিব মরলে কি এমন হবে, ?? :'( তাদের কে তো ২০ হাজার টাকা ও দিলাম, ( যদি ও খেয়াল্য একটি সেঞ্চুরি করলে লাখ টাকা দিতে আমরা সাচ্ছন্দ বোধ করি ) মানুষের জীবনের দাম ২০ হাজার ও অনেক বেশি!!! ওদের আবার জীবন হয় নাকি !! :(
আচ্ছা যখন আমাদের ঘষেটি বেগম তিন তিন বার যুক্তরাজ্যের কাছে আবেদন করেন, যে উনার আতসম্মান ওয়ালা বাবার একটি স্ট্রাচু বানানোর জন্য জায়গা বরাদ্ধ দেওয়ার জন্য, কিন্তু অতীব দুখের বিষয় যুক্তরাজ্যের গরিব (!!) সরকার উনার আবেদন তিন বার ই রিজেক্ত করে দেয়, আচ্ছা তখন কোথায় ছিল '' আতসম্মান " নাকি নিজের পিতার জন্য ওদের পায়ে ধরলে ও সম্মান যায় না, ??
আমাদের পাশের দেশ আমাদের কে যখন ৭১ এ সহযোগিতা করে ( যদি নিজেদের প্রয়োজনে করেছিল ) তখন কোথায় ছিল আত্তসম্মান ??
আসলে ''ডাল মে কুচ কালা হে '' ওরা আসলে ঐ গরিবদের লাশ তো আর গূম করা যাবেনা, নিজেদের আসল অবস্থা জেনে যাবে, তাই আত্তসম্মানের হুজুগ তোলে নিজেদের রক্ষা করার চেষ্টা করা,
বিষয়: বিবিধ
২৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন