গরু চুরির অভিযোগে জামাইসহ আ’লীগ নেতা শ্রীঘরে
লিখেছেন লিখেছেন তিতা করল্লা ১০ জানুয়ারি, ২০১৩, ১১:২৮:৫০ সকাল
গোলাম রব্বানী নাদিম, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জামালপুর: গরু চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে জামাইসহ আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাদের সঙ্গে ওই আওয়ামী লীগ নেতার ভাইকেও বরণ করতে হয়েছে একই পরিণতি।
বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- মেরুরচর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছামিউল হক, তার চাচাতো ভাই মোস্তফা মিয়া ও ছামিউলের জামাই রাশেদ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) নুরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, ৭ জানুয়ারি মাদারেরচর গ্রামের আবুল হোসেনের ২টি গরু চুরি হয়। এ ঘটনায় স্থানীয় জনতা জামাই রাশেদকে গণপিটুনি দিলে তিনি গরু চুরির বিষয়টি স্বীকার করেন।
পরে রাশেদের স্বীকারোক্তির ভিত্তিতে গরু চুরিতে সহায়তা করার জন্য তার শ্বশুর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছামিউল হক ও তার চাচাতো ভাই মোস্তুফাকে আটক করা হয়।
তবে গরুচুরির বিষয়টি অস্বীকার করে ছামিউল বলেন, “শত্রুতাবশত জামাই আমাকে গরু চুরির ঘটনায় জড়িয়েছে। মাঝেমধ্যেই যৌতুক দাবি করে সে।”
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২
বিষয়: রাজনীতি
১০৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন