বাংলার রাস্তাঘাট, উঁচা বিল্ডিং গুলি এখন সব দেশি-বিদেশী সুপার মডেলদের দখলে
লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ১৬ জানুয়ারি, ২০১৩, ০৯:১১:৪৭ রাত
সিনেমা হলের পাশ দিয়ে হাটার সময় আমরা এক সময় চোখ নিচু করে রাখতাম যেন কোন অশ্লীল দৃশ্য চোখে না পড়ে। আর এখন পুরা বাংলাদেশের রাস্তাঘাট, উঁচা বিল্ডিং গুলি এখন দেশি-বিদেশী সুপার মডেলদের দখলে। Multi National Company গুলি তাদের পণ্যের বিজ্ঞাপনের সাথে একটা করে সুপার মডেলের ছবিও ফ্রী দিচ্ছে। ব্যাপারটা এরকম দাড়াচ্ছে যে Multi National Company গুলি বলতে চাচ্ছে যে আমাদের কোম্পানির পণ্য টা তো আপনার ভোগের বস্তু ঠিক তেমনি এই নারীটাও আপনার ভোগের বস্তু ছাড়া আর কিছু না। কিন্তু Multi National Company গুলি তাদের পণ্যের বিজ্ঞাপনের সাথে এই সব দেশি বিদেশি সুপার মডেলদের ছবি না দিয়ে যদি ফুল পাখি বিড়ালের ছবি দেয় তাও কিন্তু আমরা ঠিকই তাদের পণ্য টা কিনবো। আচ্ছা Keira Neightly যদি কোন চায়না মোবাইল কোম্পানির বিজ্ঞাপন করে তাই বলে কি আপনি Galaxy, Nokia, iPhone না কিনে ঐ চায়না মোবাইল সেট টা কিনবেন ? কখনই নয়। Keira Neightly কেন হলিউঠের Angelina joli, Megan Fox, Penalup cruz, Paris Hilton উনারা সবাই যদি একসাথে চায়না মোবাইল সেট, চায়না ইলেক্ট্রনিক্স পণ্যের বিজ্ঞাপন করে তাও কিন্তু আমরা পারতপক্ষে টাকা থাকলে এইসব চায়না জিনিস কিনবো না। এর দ্বারা প্রমান হয় যে মানুষ মডেলদের সুন্দর মুখচ্ছবি দেখে নয় বরং পন্যের গুনাগুন দেখেই আমরা পন্যটি কিনে থাকি। তাইলে বিলবোর্ডে কেন এই সব সুপার মডেলদের ছবির ছড়াছড়ি। Multi National Company গুলি কি আমাদের চোখের তৃপ্তি দিতে চাচ্ছে ? কিন্তু Sir আমাদের তো এই চোখের তৃপ্তির দরকার নাই। কারন হাজার হোক আমরা মুসলমান। এইসব Multi National Company গুলি মেয়েদের কে বলছে তুমি আরো আরো বেশী সুন্দর হয়। তুমি দেখতে যত বেশী সুন্দর হবে, যত Smart হবে এই সমাজে তোমার দাম তত বাড়বে। কেন সমাজের তখাকথিত অসুন্দর মেয়েরা কি ভালবাসার যোগ্য হতে পারে না ? তাদের কি হৃদয় নেই ? শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞাপণের বিলবোর্ডে কেন খালি মুখ সুন্দর সুন্দর মেয়েদের গুনগান হবে ? আমাদের সমাজে এখন একটা মেয়ের দাম হয় যদি ঐ মেয়েটা দেখতে অনেক Nice হয় বা তার পিতার অনেক বেশী অর্থ সম্পদ থাকে।
এই বিজ্ঞাপণের বিলবোর্ডে নিয়ে আমার তাবলীগ জামাতের এক বন্ধু সেদিন আমাকে একটা মজার কথা বলল। আমেরিকা থেকে এক তাবলীগ জামাত বাংলাদেশে এসেছে ৩ চিল্লা দিবে বলে। তো উনারা উনাদের এই ৪ মাস সময় বাংলাদেশের বিভাগীয় শহর গুলিতে কাটিয়েছেন। ৪ মাস শেষ হওয়ার পর কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের শীর্ষ স্থানীয় মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব কে উনারা বলল- “ বাংলাদেশের রাস্তাঘাটে যেইভাবে বেগানা নারীদের ছবি দেখলাম তাতে মনে হয় না বাংলাদেশ কোন ৯০ ভাগ মুসলমানের দেশ। “ তখন মাওলানা জুবায়ের সাহেব উত্তরে বললেন- “ একটা চায়ের কাপে চিনি, দুধ ও লিকার আছে। কিন্তু যতক্ষন পর্যন্ত এই ৩ টা বস্তুর সংমিশ্রণ না হবে ততক্ষন পর্যন্ত কিন্তু চা হবে না। ঠিক তেমনি বাংলাদেশের ৯০ ভাগ লোক মুসলমান হওয়া সত্বেও ইসলামী আক্বীদার সাথে এখনো দেশের জনগণের সংমিশ্রণ ঘটেনি। তাই দেশের রাস্তা ঘাটে এইসব বেগানা নারীর ছবি। “ এখন আওয়ামী সরকারের সময় যেমন চলছে বিএনপির সময়েও কিন্তু বিজ্ঞাপণের বিলবোর্ড গুলি দেশি বিদেশি সুপার মডেলদের দখলে থাকবে। তাই আমাদের সাধারন মানুষের উচিত কোন রাজনৈতিক দলের আশায় না থেকে এই সব সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
ইসলামী আক্বীদা সংশোধনের জন্য আরো পড়তে পারেন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব
আল্লাহ সুবহানাতায়ালার অস্তিত্ত্বের একটি বুদ্ধিবৃত্তিক প্রমান
আল কোরআনের ব্যাকরণগত সৌন্দর্য্যের কিছু অসাধারন দিক
বনী কুরায়জা গোত্রের সকল পুরুষ ইহুদি হত্যা করা প্রসঙ্গে একটি পর্যালোচনা
ইসলামি শরীয়াহ কি কখনই দাস দাসী প্রথাকে সমর্থন করেছিল
আমাদের মুসলমানদের কেন একটি কেন্দ্রীয় খিলাফত রাষ্ট্র প্রয়োজন ?
হাতের কাছে রাখার মত কয়েকটি চমৎকার ইসলামী বই
হযরত ঈসা আলাইহিস সাল্লাম ২য় পর্ব
মেসওয়াক করার ফযীলত
আমার উম্মতের মাঝে ৭৩ টি দল হবে এদের মাঝে মাত্র একটি দল জান্নাতে যাবে" এই হাদীস টির মূল ব্যাখ্যা টি কি ?
সিজদায়ে সাহু সংক্রান্ত মাসলা-মাসায়েল
সহিহ শুদ্ধ ভাবে নামায পড়ার জন্য কিছু প্রয়োজনীয় মাসলা
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন