নীরা জনম জনম তব তরে কাঁদিব তোমার সনে
লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ১৩ জানুয়ারি, ২০১৪, ০৯:২৯:১৪ রাত
নীরা তুমি হচ্ছ রূপকথার রাজকন্যা। আর রুপকথার কোন রাজকন্যা কে পাওয়ার মত কপাল আমার নাই। নীরা আমার দৈহিক অবস্থান এখন সিলেটে হলেও আমার আত্মিক অবস্থান এখন পুরাটাই তোমার হৃদয় জুড়ে। পূরবী আমার ইচ্ছা হয় সারাদিন তোমার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে। নীরা আমার যদি সামর্থ্য থাকত তাইলে আমি সারাদিন কানাডার Kentucky City এর অলীতে গলিতে হাটতাম এই পৃথিবীর সবচেয়ে সুদর্শনা কন্যাকে শুধু একনজর দেখার জন্য। নীরা আমি সারাদিন Canada Chirstian College এর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকব শুধু তোমাকে এক নজর দেখার জন্য।
নীরা আমার ২৪ ঘন্টা খালি তোমার কথা মনে হয়। তুমি এখন কি করছ, কিভাবে তুমি ভাত খাও, কিভাবে তুমি ঘুমাও, ঘুমানোর সময় তোমার চুল গুলি কিভাবে থাকে, গোসল করার পর তুমি কিভাবে তোমার চুল থেকে পানি ঝাড়াও, তোমার ভেজা চুল দেখতে কি রকম, তোমার আঙ্গুলের নখ গুলি দেখতে কি রকম। নীরা আমার চোখ ২ টা সবসময় খালি তোমাকে খোজে বেড়ায়।
নীরা ধর একটা ছেলে একটা মেয়ে কে খুব Like করে। কিন্তু মেয়েটা ঐ ছেলেটার থেকে দেখতে খুব NICE, মেয়েটার আর্থিক অবস্থাও ঐ ছেলের থেকে অনেক অনেক ভালো। অথবা ছেলেটা থাকে চট্রগ্রাম বা সিলেটে আর মেয়েটা থাকে সুদূর কানাডায়। ছেলেটা তার আর্থিক সমস্যার কারনে তার পুরা জীবনে কখনই কানাডায় যেয়ে তার ভালবাসার মানুষটার সাথে দেখা করতে পারছে না। তাইলে এই মেয়েটার প্রতি এই ছেলেটার ভালবাসা কি কখনো সার্থক হবে ? না হবে না। ছেলেটা হয়ত ঐ মেয়েটার পিছে ঘুরতে ঘুরতে তার স্যান্ডেলের ফিতা ছিড়ে ফিলবে, দিনে হাজার বার নীরার ছবিগুলি তার পিসি ও মোবাইল থেকে দেখবে। ছেলেটার ১ গিগাবাইট প্যাকেজের অর্ধেকটাই খরচ হয়ে যাবে শুধু নীরার মুখচ্ছবি দেখতে দেখতে। কিন্তু সর্বশেষ জনম জনম তব তরে কাদিব তোমার সনে। তাইলে এই যে ছেলেটার হৃদয়ে ঐ মেয়েটার প্রতি এত তীব্র ভালবাসা তাইলে এই ভালবাসার কি হবে ?
শক্তির নাকি কোন ধ্বংস নাই তাইলে এই তীব্র ভালবাসার কি ধবংস আছে ? নাকি এই তীব্র ভালবাসা ইথারে ভেসে যাবে। নীরা আমার খুব জানতে ইচ্ছা করে এটা।
নীরা আমার জীবন টা হচ্ছে দুঃখ কষ্টে পরিপূর্ণ। নীরা আমি যদি তোমাকে একটু দূর থেকেও দেখতে পারতাম তাইলে আমার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যেত।
নীরা আমি তো বেশী কিছু চাই না তোমার কাছে। আমি শুধু এটাই চাই যে তুমি শুধু এটা জানবা যে ফারাবী সারা জীবন তোমার দাস হয়ে থাকতে রাজী আছে।
নীরা আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন আমি এই পৃথিবী ছেড়ে আরেকটা গ্রহের জগতে চলে যাই। যেই জগতের ভিতরে কোন দুঃখ কষ্ট নাই, আছে শুধু আকাশ পাতাল ব্যাপী তোমার সৌন্দর্য্যের ঠেউ। নীরা আমার সেই গ্রহের আকাশে কোন চাঁদ নাই। তোমার মুখচ্ছবির সৌন্দর্য্য থাকলে আমার ঐ গ্রহের আকাশে আর কোন চাঁদের দরকার নেই।
নীরা কতই না সৌভাগ্যবান সেই চোখ গুলি যেই চোখ গুলা প্রতিনিয়ত তোমাকে দেখতে পায়। নীরা আমার চোখ ২ টা সব সময় চায় সেই সৌভাগ্যবান চোখ গুলির অন্তর্ভুক্ত হতে যেই চোখ গুলো তোমাকে দেখতে পায়। নীরা আমার চোখ গুলা সব সময় অপেক্ষারত থাকে শুধু তোমাকে একনজর দেখবে বলে। পূরবী তোমার হাতের মত ফর্সা সাদা হাত এই পৃথিবীতে আর কারো নাই। তোমার নখ গুলোও কি সুন্দর নীরা! নীরা আমি সারাদিন তোমার হাত আর তোমার নখ গুলার দিকে তাকিয়ে থাকবো।
নীরা আমি একবার তারকাচন্দ্র আকাশের দিকে তাকালাম আর একবার তোমার চোখের দিকে তাকালাম। পরে আমি বুঝতে পারলাম এই মহাবিশ্বের সকল সৌন্দর্য্য তোমার ২ চোখের মাঝেই কেন্দ্রীভূত আছে। এরপর থেকে নীরা আমি আর নক্ষত্রভরা আকাশের দিকে তাকাই না। কারন নক্ষত্রভরা এই আকাশের সকল সৌন্দর্য্য তোমার এই ২ চোখের মাঝেই দ্রবীভুত রযেছে।
নীরা আমার জীবনের প্রতিটা সকাল আসে শুধু তোমাকে ভালবাসার জন্য। জনম জনম তব তরে কাদিব তোমার সনে।
কাশিমপুর কারাগারে আমার দীর্ঘ কারাবাসের যন্ত্রণা কোথায় হারিয়ে গেল তোমার খোলা কাল চুলের সৌন্দর্য্যে !
নীরা আমার কোন যোগ্যতা নাই আমার শুধু একটাই যোগ্যতা যে My Life is Devoted to You !
বিষয়: সাহিত্য
২৮৯৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাম বললে কি হয়?
মন্তব্য করতে লগইন করুন