আরেকটি ১৫ আগষ্টের দিকে এগুচ্ছে আওয়ামী লীগ

লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:১৯:৫১ রাত



সিকিম নামে এক সময় একটা স্বাধীন রাষ্ট্র ছিল। ১৯৭৫ সালের ৬ এপ্রিল সিকিম রাষ্ট্রটির তৎকালীন প্রধানমন্ত্রী লেনদুপ দর্জি সংসদে গণভোটের মাধ্যমে ভারতের সেনাবাহিনী কে নিজ দেশে ডেকে এনে সিকিম কে ভারতের হাতে তুলে দেয়। সিকিম বর্তমানে ভারতের একটি প্রদেশ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও লেনদুপ দর্জির পথ ধরেছেন। শেখ হাসিনার ভারত প্রীতি বর্তমানে এতই তীব্র আকার ধারন করেছে যে পৃথিবীর মাঝে একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন কে ধ্বংস করে হলেও উনি ভারত সরকার কে খুশী করবেন। আর জাতির এই ক্রান্তিলগ্নে দেশের প্রধান বিরোধী দল বিএনপি আছে খালি কিভাবে সামনের বার ক্ষমতায় আসা যায়। যদিও ছোট খাট অনেক ব্যাপারেই বিএনপি হরতাল দিয়ে দেয় কিন্তু রামপাল নিয়ে এখনো কোন বলিষ্ঠ প্রতিবাদ বিএনপি করে নাই। আমি কোনদিনও খুলনার দিকে যায় নি। কিন্তু শৈশব কাল থেকেই আমার মনের ভিতর সব সময় একটা সুপ্ত ইচ্ছা কাজ করে যে জীবনে একদিন না একদিন আমি সুন্দরবনে যাব। শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়েই একটা সুপ্ত স্বপ্ন আছে যে সে তার সারা জীবনের মাঝে একবার হলেও সুন্দরবন ঘুরতে যাবে। যদি আজকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করার মাধ্যমে সুন্দরবন কে ধ্বংস করা হয় তাইলে যে শুধু সুন্দরবন ধ্বংস হবে তাই নয় বাংলাদেশের প্রত্যেকটা কিশোরের হৃদয়ের আশৈশব কাল থেকে পোষা সুন্দরবন ঘুরতে যাওয়া একটি স্বপ্নেরও পরিসমাপ্তি ঘটবে। হুমায়ন আহমদ Sir এর ময়ুরাক্ষী উপন্যাসটা যারা পড়েছেন তারা জানেন যে সেই ময়ুরাক্ষী উপন্যাসটির এক কিশোরের কল্পনায় একটা নদী ছিল। ঐ কিশোরের যখন মন খারাপ হয়ে যেত তখন সে কল্পনায় তার নদীটির কথা চিন্তা করত। ঠিক তেমনি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের হৃদয়েই সুন্দরবন আছে। আজকে যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্রে প্রতিষ্ঠা করার মাধ্যমে সুন্দরবন ধ্বংস করা হয় তাইলে আমাদের প্রত্যেকের হৃদয়ের সেই সুন্দরবনটিও ধ্বংস হবে। আর তা হলে ভবিষ্যৎ প্রজন্ম কোনদিনও শেখ হাসিনাকে ক্ষমা করবে না। পৃথিবীর কোন আইনে আছে যে একটি বনাঞ্ঝলের ১৫ কিলোমিটারের ভিতরে বিদ্যুতকেন্দ্র করা যাবে তাও আবার কয়লা দিয়ে। শেখ হাসিনার ছেলে জয় যে ফেইসবুকে এত বড় বড় কথা বলে তো এখন জয়ের সাহস থাকলে দেখি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে আমরা যারা কথা বলছি তাদের যুক্তি খন্ডন করে জয় উনার পেইজে এখন একটা status দিক। কালকেও টিভিতে দেখলাম শেখ হাসিনা নিউইয়র্কে সংবাদ সম্মেলনে বলছে যে রামপাল বিদ্যুত্‍ কেন্দ্র করলে নাকি সুন্দরবনের কোন ক্ষতি হবে না। একটা দেশের Prime Minister যদি নিজ দেশের প্রধান বন ধ্বংশ করতে নামে তাইলে আমাদের আর কি করার আছে ? এই শেখ হাসিনাই থাবা বাবা/রাজীব মরার পরপরই দৌড়িয়ে রাজীবের বাসায় চলে গিয়েছিল। আপনারা সবাই জানেন ৭৪ সালে ফারাক্কা বাধ হওয়ার কারনে পুরা জাতি শেখ মুজিবের বিরুদ্ধে চলে গিয়েছিল। মাওলানা ভাসানী যিনি শেখ মুজিব কে বঙ্গবন্ধুতে পরিনত করেছিলেন সেই মাওলানা ভাসানী ফারাক্কা বাঁধের কারনে তীব্র মুজিব বিরোধীতা শুরু করেছিলেন। ৭৫ এর ১৫ আগষ্টের ঘটনার পিছে ফারাক্কা বাঁধের একটা বড় ভুমিকা ছিল। আজকে ভারত কে খুশী করতে তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর ৫৭ জন অফিসার কে হত্যা করা, ভারতের বিএসএফ কে বাংলাদেশ সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার অনুমতি দেয়া, অনলাইন ও ব্লগে যারা প্রতিনিয়ত আল্লাহ ও তাঁর রাসূল কে গালিগালাজ করে যাচ্ছে তাদের কে দেখেও না দেখার ভান করা আর সর্বশেষ ভারত কে খুশী করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রে প্রতিষ্ঠা করার মাধ্যমে সুন্দরবন ধ্বংস করার পরিকল্পনা নেয়ার জন্য আওয়ামী লীগ দলটি আরেকটি বেদনাদায়ক ১৫ই আগষ্টের দিকে এগুচ্ছে।

ইসলামী আক্বীদা সংশোধনের জন্য আরো পড়তে পারেন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব

আল্লাহ সুবহানাতায়ালার অস্তিত্ত্বের একটি বুদ্ধিবৃত্তিক প্রমান

আল কোরআনের ব্যাকরণগত সৌন্দর্য্যের কিছু অসাধারন দিক

বনী কুরায়জা গোত্রের সকল পুরুষ ইহুদি হত্যা করা প্রসঙ্গে একটি পর্যালোচনা

ইসলামি শরীয়াহ কি কখনই দাস দাসী প্রথাকে সমর্থন করেছিল

আমাদের মুসলমানদের কেন একটি কেন্দ্রীয় খিলাফত রাষ্ট্র প্রয়োজন ?

হাতের কাছে রাখার মত কয়েকটি চমৎকার ইসলামী বই

পুরুষ জাতির বহু বিবাহ প্রথা কে ইসলামী শরীয়াহ আসলে কতটুকু সমর্থন করে

হযরত ঈসা আলাইহিস সাল্লাম ২য় পর্ব

মেসওয়াক করার ফযীলত

আমার উম্মতের মাঝে ৭৩ টি দল হবে এদের মাঝে মাত্র একটি দল জান্নাতে যাবে" এই হাদীস টির মূল ব্যাখ্যা টি কি ?

সিজদায়ে সাহু সংক্রান্ত মাসলা-মাসায়েল

সহিহ শুদ্ধ ভাবে নামায পড়ার জন্য কিছু প্রয়োজনীয় মাসলা

বিষয়: রাজনীতি

১৭৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File