আসিফ মহিউদ্দীনের মিথ্যাচার জানুন
লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ১১:১৫:৪৪ রাত
আসিফ মহিউদ্দীন তার পরিচালিত পেইজ “আসিফ মহিউদ্দীনের কলাম” এ পেইজটিতে আগস্টের ১৬ তারিখে আমার নামে কিছু চরম মিথ্যাচার করেছে। আসিফ মহিউদ্দীন তার পরিচালিত পেইজ “আসিফ মহিউদ্দীনের কলাম” এ আগস্টের ১৬ তারিখে বলেছে যে – “ আমাকে যখন ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লার রুমে নিয়ে যাওয়া হয় তখন নাকি আমি ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লার রুমে একজন আসামী কে নির্যাতন করতে দেখি। ঐ আসামীর নির্যাতন দেখে নাকি আমি ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লার কাছে ক্ষমা চাই আর তখন নাকি ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লা আমাকে বলে বলি আমি আর কোনদিন ফেইসবুক আর ব্লগে নাস্তিকতা বিরোধী কোন কিছু লিখব না এই শর্তে মুচলেকা দিলে ডিবি পুলিশ আমাকে ছেড়ে দিবে। এরপর নাকি আমি ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লার কাছে মুচলেকা দেই তারপর ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লা নাকি আমাকে ছেড়ে দেয়। ”
আমাকে নিয়ে গত আগস্টের ১৬ তারিখে “আসিফ মহিউদ্দীনের কলাম” এই পেইজে লেখাটির লিংক হল এটা https://www.facebook.com/photo.php?fbid=419112844875318&set=a.401925873260682.1073741827.401919943261275&type=1&theater
আসিফ মহিউদ্দীন সে যে কি পরিমান একটা মিথ্যুক এখন তার প্রত্যেকটা মিথ্যা কথার প্রমান আমি দেব। ৫ই জুন ইত্তেফাক পত্রিকায় আমাকে নিয়ে একটা News ছাপায় যে “ রাজীবের জানাজার ইমামকে হত্যার হুমকিদাতার বিরুদ্ধে চার্জ গঠন” ৫ই জুন আমাকে নিয়ে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত ঐ খবরের লিংকটা হল এটা http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDZfMDVfMTNfMV8xXzFfNDYyNjA%3D
এখন “আসিফ মহিউদ্দীনের কথা মত ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লা যদি আমার মুচলেকা নিয়ে ছেড়েই দেয় তাইলে ৫ই জুন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক কিভাবে আমার নামে চার্জ গঠন করে। আপনারা জানেন যে কারো নামে যখন চার্জ গঠন করা হয় তখন তাকে আদালতে উপস্থিত করা হয়। ৫ই জুন আমাকে কিন্তু ঠিকই গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ডান্ডাবেড়ি পড়িয়ে ঢাকার জর্জকোর্টে উপস্থিত করা হয়। কিন্তু আসিফ মহিউদ্দীন তো বলেছে যে আমাকে ডিবি পুলিশ সাথে সাথে ছেড়ে দিয়েছে। কিন্তু ২৪ ফেব্রুয়ারী আমাকে গ্রেফতার করার পর ২৬ ফেব্রুয়ারী আমাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর আমাকে দুই দফায় মোট ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। এরপর আমাকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। ইত্তেফাক পত্রিকার রিপোর্ট টি যদি আপনার পড়া হয় তাইলে ঐখানে দেখবেন যে ঢাকার জর্জকোর্ট পরবর্তী ১৬ জুলাই আমার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিল। এখন আপনাদের কে আমি Daily Star পত্রিকার একটা লিংক দিব। July এর ১৭ তারিখ Daily Star পত্রিকা আমাকে নিয়ে একটা প্রতিবেদন ছাপায় যে আমার উকিল জুলাই এর ১৬ তারিখে ঢাকার জর্জকোর্টে আমার জামিনের আবেদন করলেও ঢাকার জর্জকোর্ট আমার জামিনের আবেদন Reject/denied করে। আচ্ছা আপনারাই বলুন জুলাই মাসের ১৬ তারিখে যদি আমি জেলেই না থাকি তাইলে আমার পরিবার কিভাবে আমার জামিনের আবেদন করবে ? কোন স্বাধীন ব্যক্তি কি কখন কোর্টে জামিনের আবেদন করে ? July এর ১৭ তারিখ Daily Star পত্রিকায় আমাকে নিয়ে ছাপানো প্রতিবেদনটির লিংকটা হল এটা http://www.thedailystar.net/beta2/news/farabi-denied-bail-again/
July এর ১৭ তারিখ Daily Star পত্রিকায় আমাকে নিয়ে এই প্রতিবেদনটিতে এও লেখা আছে যে মার্চের ১৩ তারিখ আমার মামলার IO/investigation Officer বা তদন্ত কর্মকর্তা ঢাকার Chief Metropolitan Magistrate’s Court এ আমার নামে চার্জশীট জমা দেয়। তাইলে এখন আসিফ মহিউদ্দীনের কথা মত ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লা যদি মুচলেকা নিয়ে আমাকে ছেড়েই দেয় তাইলে জুলাই মাসের ১৬ তারিখে আমার পরিবার কিভাবে আমার জামিনের আবেদন করে আর আমার মামলার IO/investigation Officer বা তদন্ত কর্মকর্তা ঢাকার Chief Metropolitan Magistrate’s Court এ আমার নামে চার্জশীট জমা দেয় কিভাবে ? আসিফ মহিউদ্দীন তো গাঞ্জা খেয়ে আবোল তাবোল বকতে পারে কিন্তু ইত্তেফাক পত্রিকা আর Daily Star পত্রিকা তো আর গাঞ্জা খেয়ে আমার নামে ভুল তথ্য ছাপাবে না। আচ্ছা এরপর দেখি আসিফ মহিউদ্দীন আমার সম্পর্কে বলেছে যে আমি নাকি ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লার কাছে মুচলেকা দিয়েছি আমি আর কোনদিন ফেইসবুক আর ব্লগে নাস্তিকতা বিরোধী কোন কিছু লিখব না। আচ্ছা এখন দেখি আমার সম্পর্কে আসিফ মহিউদ্দীনের দেয়া এই কথাটা কতটুকু সত্য ? ২৬ আগষ্ট আমার ঢাকার জর্জ কোর্টে হাজিরা দেয়ার পর নাস্তিকদের পোকামাকড় উল্লেখ করে আমি যেই ফেইসবুক Status টা দিয়েছিলাম সেটা নিয়ে bdnews24.com 26 আগষ্টে ‘‘সেই ফারাবী আবার’’ শিরোনামে তাদের শীর্ষ খবরে আমাকে নিয়ে News ছাপিয়েছিল। ২৬ তারিখে দেয়া আমার সেই ফেইসবুক Status টির লিংক টা হল এটা https://www.facebook.com/shafiur2012/posts/725888577437929 আর আমার সেই ফেইসবুক Status টিকে উল্লেখ করে bdnews24.com এর প্রতিবেদনটির লিংকটা হল এটা http://bangla.bdnews24.com/bangladesh/article664076.bdnews
J শুধু bdnews24.com ই নয় ২৭ আগস্ট কালের কন্ঠ পত্রিকাও তাদেরে প্রিন্ট ভার্সনে আমার ছবি সহ আবার আমাকে নিয়ে প্রতিবেদন ছাপায়। ২৭ আগষ্টে কালের কন্ঠ পত্রিকার ২য় পৃষ্ঠায় আমাকে নিয়ে লেখা কালের কন্ঠ পত্রিকার লিংকটা হল এটা http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=Download&pub_no=1345&cat_id=1&menu_id=43&news_type_id=1&news_id=373540#.UhzMPhDC5co এরপর পরপর ৩ বার কালের কন্ঠ, সমকাল আর bdnews24.com আমার বিভিন্ন ফেইসবুক Sttatus কে উল্লেখ করে আমাকে নিয়ে শীর্ষ খবর ছাপে। ইচ্ছা হলে আপনারা এই লিংক গুলি দেখতে পারেন http://www.samakal.net/print_edition/details.php?news=14&action=main&option=single&news_id=365820&pub_no=1520
http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=news&pub_no=1356&cat_id=1&menu_id=43&news_type_id=1&index=5#.Uis8etJHKNc
http://bangla.bdnews24.com/bangladesh/article668321.bdnews
http://bangla.bdnews24.com/bangladesh/article668053.bdnews
আমি জেল থেকে বের হয়ে আবার নাস্তিকতাবিরোধী লেখালেখি করেছি এবং সেই কারনে আবার বামপন্থী মিডিয়া গুলি আমাকে নিয়ে একটার পর একটা News ছাপিয়ে গেছে। আমার দেয়া বিভিন্ন পত্রিকার এই লিংক গুলি পড়লে আপনারা ঠিকই বুঝতে পারবেন যে ডিবি পুলিশ আমার নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(১) ধারা ও পেনাল কোড ৫০৬ ধারা মোতাবেক মামলা করেছিল, আমি ৬ মাস ডান্ডাবেড়ি সহ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলাম এবং জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবার নাস্তিকতা বিরোধী লেখালেখি শুরু করেছি। এখন আপনারাই বলেন যে আসিফ মহিউদ্দীন কি পরিমান মিথ্যাবাদী ? আসলে এই আসিফ মহিউদ্দীন, আল্লামা শয়তানদের জন্মই তো হয়েছে মিথ্যার উপর। তাই এদের মুখ থেকে মিথ্যা ছাড়া কখনই সত্যি কথা বের হয় না। খুব কষ্ট লাগে যখন দেখি বাংলাদেশের নাস্তিকরা এই আসিফ মহিউদ্দীনকেই তাদের নেতা হিসাবে গন্য করে। আসিফ মহিউদ্দীনের মত এত বড় একটা মিথ্যুকের মুখে এখন আমার থুথু ফেলতেও ঘিন্না হয়।
ইসলামী আক্বীদা সংশোধনের জন্য আরো পড়তে পারেন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব
আল্লাহ সুবহানাতায়ালার অস্তিত্ত্বের একটি বুদ্ধিবৃত্তিক প্রমান
আল কোরআনের ব্যাকরণগত সৌন্দর্য্যের কিছু অসাধারন দিক
বনী কুরায়জা গোত্রের সকল পুরুষ ইহুদি হত্যা করা প্রসঙ্গে একটি পর্যালোচনা
ইসলামি শরীয়াহ কি কখনই দাস দাসী প্রথাকে সমর্থন করেছিল
আমাদের মুসলমানদের কেন একটি কেন্দ্রীয় খিলাফত রাষ্ট্র প্রয়োজন ?
হাতের কাছে রাখার মত কয়েকটি চমৎকার ইসলামী বই
পুরুষ জাতির বহু বিবাহ প্রথা কে ইসলামী শরীয়াহ আসলে কতটুকু সমর্থন করে
হযরত ঈসা আলাইহিস সাল্লাম ২য় পর্ব
মেসওয়াক করার ফযীলত
আমার উম্মতের মাঝে ৭৩ টি দল হবে এদের মাঝে মাত্র একটি দল জান্নাতে যাবে" এই হাদীস টির মূল ব্যাখ্যা টি কি ?
সিজদায়ে সাহু সংক্রান্ত মাসলা-মাসায়েল
সহিহ শুদ্ধ ভাবে নামায পড়ার জন্য কিছু প্রয়োজনীয় মাসলা
বিষয়: বিবিধ
১৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন