শাহবাগের চলমান আন্দোলন সম্পর্কে আমার অভিমত

লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩০:৪৮ রাত

শাহবাগের চলমান আন্দোলন সম্পর্কে অনেকেই আমার কাছে মতামত জানতে চেয়েছেন। শাহবাগের চলমান আন্দোলন সম্পর্কে কিছু বলার জন্যই আমি গত ২ দিন ধরে আমাদের মহান মুক্তিযুদ্ধে আলেম সমাজে ভূমিকা নিয়ে Facebook এ পরপর ২ দিন ১ টা করে Status দিয়েছি। আমার ফেইসবুক আইডি এটা https://www.facebook.com/shafiur2012

আমি অবশ্যই রাজাকার আল বদর আল শামসের বিচার চাই। কিন্তু শাহবাগের আন্দোলনটা যারা নেতৃত্ব দিচ্ছে তারা দীর্ঘদিন ধরে Facebook ও ব্লগে আল্লাহ ও তাঁর রাসূল সম্পর্কে কুৎসা রটিয়েছে। যেমন ধরেন স্যামহোয়ার ইন ব্লগের ব্লগার আসিফ মহীউদ্দীন কে তো আপনারা সবাই চিনেন। বর্তমানে শাহবাগের আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছে স্যামহোয়ার ইন ব্লগের ব্লগার আসিফ মহীউদ্দীন। এই আসিফ মহীউদ্দীন Facebook এ “মহাপবিত্র আহম্মোকপিডিয়া ও একটি শান্তির ধর্ম” এই নাম দিয়ে একটা NOTE ও লিখেছে। সেই NOTE এ আসিফ মহিউদ্দিইন চরম অশ্লীল ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আয়েশা রাযিয়াল্লাহু আনহাকে গালিগালাজ করেছে। গত বছর এপ্রিল মাসে আসিফ মহীউদ্দীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মহাপেট হিসাবে সম্বোধন করে Facebook এ একটা Status দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে তীব্র ভাষায় গালিগালাজ করে আসিফ মহিউদ্দীনের সেই Facebook Status এর লিংকটা হল এটা http://www.facebook.com/atheist.asif/posts/354851834562251 আপনারা এখন ঐ লিংকে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আসিফ মহিউদ্দীন এর গালিগালাজ গুলি পড়ে আমাকে বলেন যে এরকম কোন ব্যক্তির নেতৃত্বে কি কোন মুসলমান শাহবাগ আন্দোলনে অংশগ্রহন করতে পারে ?

কালকে Ashraful islam Ratul নামের এক শাহবাগ আন্দোলন কারী জামাতের আমীর নিজামীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জড়িয়ে ফেইসবুকে একটা চরম অশ্লীল comment করেছে। আর সচলায়তন ব্লগের এডমিন রা ১ সপ্তাহ ধরে বিভিন্ন সাহাবীর নাম রাজাকারের নাম হিসাবে ব্যবহার করে সচলায়তন ব্লগে চরম অশ্লীল পোস্ট দিচ্ছে।

ইউরোপ আমেরিকার বড় বড় দার্শনিক সাহিত্যিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে তাদের মাথার মনি করে রাখে। লিও তলস্তয়ের মৃত্যুর পরে তাঁর ওভারকোটের পকেটে The Sayings of Prophet Muhammad এই বইটা পাওয়া গিয়েছে আর সেইখানে শাহবাগের আন্দোলনের নেতৃত্ব দানকারীরা দিনের পর দিন ভার্চুয়াল জগতে আল্লাহ ও তাঁর রাসূল কে গালিগালাজ করেছে। কোন মুসলমান কখনই এরকম কোন ব্যক্তির নেতৃত্বে কোন আন্দোলনে অংশ গ্রহন করতে পারে না যারা উঠতে বসতে আল্লাহ ও তাঁর রাসূল কে গালিগালাজ করে। আমার কাছে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান বড় তারপর শাহবাগের আন্দোলনে অংশ নেওয়া। বাংলাদেশের মাননীয় প্রধান্ মন্ত্রী শেখ হাসিনার উচিত রাজাকারদের বিচার করার সাথে সাথে এইসব কুলাঙ্গার নাস্তিকদের কে ফাসিতে ঝুলানো যারা দিনের পর দিন ভার্চুয়াল জগতে আল্লাহ ও তাঁর রাসূল কে গালিগালাজ করে যাচ্ছে।

ইসলামী আক্বীদা সংশোধনের জন্য আরো পড়তে পারেন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব

আল্লাহ সুবহানাতায়ালার অস্তিত্ত্বের একটি বুদ্ধিবৃত্তিক প্রমান

আল কোরআনের ব্যাকরণগত সৌন্দর্য্যের কিছু অসাধারন দিক

বনী কুরায়জা গোত্রের সকল পুরুষ ইহুদি হত্যা করা প্রসঙ্গে একটি পর্যালোচনা

ইসলামি শরীয়াহ কি কখনই দাস দাসী প্রথাকে সমর্থন করেছিল

আমাদের মুসলমানদের কেন একটি কেন্দ্রীয় খিলাফত রাষ্ট্র প্রয়োজন ?

হাতের কাছে রাখার মত কয়েকটি চমৎকার ইসলামী বই

হযরত ঈসা আলাইহিস সাল্লাম ২য় পর্ব

মেসওয়াক করার ফযীলত

আমার উম্মতের মাঝে ৭৩ টি দল হবে এদের মাঝে মাত্র একটি দল জান্নাতে যাবে" এই হাদীস টির মূল ব্যাখ্যা টি কি ?

সিজদায়ে সাহু সংক্রান্ত মাসলা-মাসায়েল

সহিহ শুদ্ধ ভাবে নামায পড়ার জন্য কিছু প্রয়োজনীয় মাসলা

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File