আদম সৃষ্টির কথা
লিখেছেন লিখেছেন ঝিঙেফুল ০৫ আগস্ট, ২০১৫, ০৭:৪৩:৫০ সন্ধ্যা
শোন শোন ভাই ও বোন শোন মন দিয়া,
আজ এলাম কুরআনের এক কাহিনী নিয়া।
এই কাহিনী লিখা আছে আল কুরআনে ভাই,
মেনে নিতে মোদের মনে কোন দ্বিধা নাই।
.
একদিন আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে
বললেন, 'মানুষ বানাতে চাই পচা মাটি থেকে।
পৃথিবীতে পাঠাব তাকে প্রতিনিধি করে।'
ফেরেশতাগণ বলে তখন মাথা নিচু করে,
‘প্রভু আপনি এমন কাউকে পাঠাবেন কি সেথা?
যারা করবে নষ্ট আপনার সুন্দর ব্যবস্থা!!
নিয়মিত মোরা তব তাসবিহ পাঠ করি,
প্রশংসা ও পবিত্রতায় তব নাম স্মরি।
করতে পারে তারা হয়ত সেথায় হানাহানি ।'
প্রভু বলেন,'তোমরা জান না তা যেটা আমি জানি।'
.
তারপর আদমকে তিনি বানান মাটি নিয়ে,
প্রাণ দিলেন নিজ রূহ থেকে ফুঁ দিয়ে।
আদমকে শিক্ষা দিলেন সব কিছুর জ্ঞান,
সব জ্ঞান গ্রহণ করে পূর্ণ তাহার প্রাণ।
খলিফার দায়িত্ব পালনে দরকার জ্ঞান যত,
সব কিছু শিক্ষা নিলেন আদম অবিরত।
তারপর তাহার শিক্ষা শেষ হল যখন,
ফেরেশতাদের সামনে তাকে নিয়ে এলেন তখন।
.
আল্লাহতালা জানতে চান তাহাদেরও কাছে,
আদমের যে জ্ঞান আছে তা কি তোমাদেরও আছে?
ফেরেশতাগণ জবাব দিলেন বিনয়েরও সাথে
'যে জ্ঞান দিয়েছেন আপনি,মোদের ততটুকুই আছে।
তারচেয়ে বেশি কিছু মোদের কাছে নাই,
তাই আমরা মোদের সেই অপারগতা জানাই।'
মহান আল্লাহ আদমকে আদেশ দিলেন তখন,
'যে জ্ঞান আছে তোমার কাছে প্রকাশ কর এখন'।
নির্দ্বিধায় আদম তখন প্রকাশ করল জ্ঞান
ফেরেশতাদের কাছে তার বেড়ে গেল সম্মান।
.
ফেরেশতাদের বলেন প্রভু শোন আমার কথা
আদমের সামনে তোমরা নত কর মাথা।
সাথে সাথে ফেরেশতাগণ করল মাথা নত
ইবলিস মাথা উঁচু রাখল, চরম উদ্ধত!
মহান আল্লাহ ইবলিসেরও কাছে জানতে চান,
'মানলি না ক্যান মোর কথা ওরে শয়তান?'
ইবলিস তখন জবাব দিল অহংকারী সুরে
'আমি কেন সিজদা করব মাটির আদমরে?
আপনি তারে তৈরি করলেন পচা মাটি থেকে
আগুন দ্বারা তৈরি আমি! সম্মান করব তাকে?'
.
মহান রব রেগে গিয়ে বললেন ইবলিসকে,
বের হয়ে যা এখনই তুই জান্নাত থেকে।'
ইবলিস তখন প্রভুর কাছে করে অনুনয়,
'হে রব দাও মোরে কিছুটা সময়।
কিয়ামত পর্যন্ত আমার কর আয়ু দান
আমার পথে আসবেই দেখ আদমের সন্তান।'
তাদের সামনে পিছে ডানে বামে ওঁত পেতে রব
ওদের থেকে বেশীরভাগকেই আমার দলে নেব।
তোমার সঠিক পথে চলবে যেই কয়জনা,
তারা আমার দলে এসে পথ হারাবে না।'
.
মহান আল্লাহ ইবলিসকে বললেন, 'শোন কথা,
অতি জলদি এখান থেকে বের হয়ে যা!
যারা তোর ধোঁকায় পড়ে আমার কথা ভুলবে
তোর সাথে তারাও জাহান্নামে জ্বলবে।
যারা চলবে সোজা পথে সুখবর তাদের তরে
তারা থাকবে জান্নাতের শান্তিরও ঘরে।'
.
( আদমেরও পাঁজর থেকে নিয়ে বাঁকা হাড়
হাওয়াকে তৈরি করে সাথী করলেন তার)।
এবার আল্লাহ পাক ডেকে বলেন আদমকে,
'তুমি আর তোমার স্ত্রী থাক জান্নাতে।
যা খেতে মন চায় ইচ্ছামত খাও,
যেথায় যেতে মন চায় সেইখানে যাও।'
একটি গাছ চিনিয়ে দিয়ে বললেন মহান প্রভু,
'এই গাছের নিকটেও যেয়ো না কো কভু।
যদি তোমরা এই গাছের ধারে কাছেও যাও,
জালেমদের দলে পড়বে সেকথা শুনে নাও।
.
ইবলিস তখন মনে মনে বিশাল ফন্দি করে,
মিঠা কথায় ধোঁকা দেয় আদম ও হাওয়ারে।
তাদেরকে ঠেলে দেয় সেই না গাছের নিচে,
বুঝায় তাদের, 'রবের বলা সব কথাই মিছে।
এই গাছের ফল নিয়ে তোমরা যদি খাও,
চিরদিন রবে হেথা সেই কথা শুনে নাও।'
এই কথা শুনে তারা ধোঁকায় পড়ে গেল,
গাছ থেকে ফল নিয়ে দুজনেই খেল।
সাথে সাথে ঘটল এক ঘটনা অবাক,
দুজনেরই খুলে গেল জান্নাতি পোশাক।
বুঝে গেল ইবলিস তাদের চির দুশমন,
তারা গাছের পাতা দিয়ে করল লজ্জা নিবারণ।
.
তাদের মনে এসে গেল ভীষণ অনুতাপ,
আল্লাহর কাছে কেঁদে কেঁদে চায় তারা মাফ।
মহান আল্লাহ তাদের তাওবা কবুল করে নেন,
তাদের এই ভুল তিনি মাফ করে দেন।
.
আদম ও হাওয়াকে তিনি বুঝালেন তখন,
'এই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন।
পৃথিবীতে এক সাথে বাস করতে যাও,
ইবলিসকে ভালো করে করে চিনে তোমরা নাও।
সঠিক পথে যাতে তোমার সন্তানেরা চলে,
যুগে যুগে তাই তাদের পথ দেব বলে।
তারা যদি সেই পথে চলে সঠিক ভাবে,
এই জান্নাতে তারা আবার আসতে পারবে।
যারা চলবে ভুল পথে শাস্তি পাবে তারা ,
এটাই রবের অঙ্গিকার জেনে নাও তোমরা।'
বিষয়: বিবিধ
১৯৯০ বার পঠিত, ৮৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিবি হাওয়াকে বানানোর আগে আদম (আঃ)কে নাকি ড্রাফট হিসেবে বানিয়েছিলেন আল্লাহ ?(নাউজুবিল্লাহ)
(রেফারেন্স : ব্লগার উম্মু রাইশা , এসবি ব্লগ)
অনেক ধন্যবাদ..
ধন্যবাদ
দারুণ হয়েছে m/ m/ m/
ঐ পুথি ফেরত না পেলে আমি ভরা পেতে অনশন করুম ক্ষুদা না লাগা পর্যন্ত
ধন্যবাদ ঝিঙেফুল
দুই লাইন আমিও লিখবো আসছি
ভাবলো সে কি কোরবো আদমকে দিতে ব্যাথা,
বললো সে আল্লাহর ইজজ্জতের কসম কোরে,
বিপথ গামী কোরবো আমি সব আদম সন্তানেরে।
_
তবে যারা আপনার খাঁটি বান্দা
তাদের উপর নেই আমার কোন ধান্দা।
আল্লাহ বললো তাই ঠিক আমি সত্য বলেছি,
ভরবো আমি জাহান্নামকে তোর আর তোর অনুসারি দিগ।
_
শয়তান শুধু কান্না করে যখন আদম শন্তান করে সিজদা।
শয়তান বলে হায়রে আদম হইলো সফল দিয়ে সিজদা।
আমি হইলাম হতভাগা না করে সিজদাহ।
_
তাই যদি বেশি বেশি শয়তানকে কাঁদাতে চাই।
আসুস আমরা সবাই মিলে বেশি বেশি___
সিজদা করি ভাই।
আহা বেশ বেশ বেশ _____
দরররুন হয়েছে তাই না আপপপপি
নিজ হাতে লিখা আপনারা তো সবাই আমার লেখা দেখলেই বলেন আমি কপি__
আপনি কপি করবেন নাতো কে কপি করবে
আদমেরও পাঁজর থেকে নিয়ে বাঁকা হাড়
হাওয়াকে তৈরি করে সাথী করলেন তার
আপপপপি / সিজদা করার আগে হাওয়াকে সৃষ্টি করার ব্যাপারটি দিয়েছেন কেন হাওয়া কে সৃষ্টি তো সিজদার ঘটনার পরে
আপপপি শুভেচ্ছা ভালো লাগার জন্য। আপনি লিখেছেন আমিও লিখেচি, আপনারটির চেয়েও আমারটি সুন্দর হয়নি
আমি নকল মানুষ আদমের সন্তান হলে কিভাবে নকল মানুষ হয়
আপনি নকল ছালসাবিল
আপপপি, সুরা বাকারার আদমকে সিজদা করার আয়াতের তাফসির দেখেনিন। হাওয়া সৃষ্টি আদমের সিজদার পরে। আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে দার করিয়ে সিজদা করা হয়েছিলো "ফাসাজুদু ইল্লাহ ইবলিস, ওয়া আবা ওয়া আসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন" পরে হাওয়াকে সৃষ্টি করা হয়। ফেরেশতারা আদমকে সিজদা করেছিলো হাওয়া কে নয়।
পারেন কি ভাবে ??
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন