মধুমাসের পুঁথি
লিখেছেন লিখেছেন ঝিঙেফুল ০২ জুন, ২০১৫, ১০:৪০:৪১ সকাল
চলে আসেন ভাই বোনেরা বসেন আসন পেতে,
ঝিঙেফুল এসে গেছে পুঁথি শুনাইতে।
ব্লগের যত ভাই ও বোন নতুন পুরাতন,
শোনেন সবাই আমার কথা শোনেন দিয়া মন।
.
আজকে আমি শোনাতে চাই জরুরী এক কথা,
সেই কথাটা বলতে আমার মনে আসে ব্যথা।
বাংলা সনের পরিক্রমায় এখন জ্যৈষ্ঠমাস,
বাংলার বুকে এখন কত ফলেরও আবাস।
.
আম, জাম, লিচু, কাঁঠাল কত কী যে ফল,
নাম শুনেই চলে আসে জিভে দেখ জল।
কত শত ফল ফলে এইটা মধু মাস,
কিন্তু.... এই ফলে হইতে পারে তোমার সর্বনাশ।
.
অসৎ ব্যবসায়ীরা দেয় সব ফলে বিষ,
দুঃখে বুকটা ফেটে যায় হাত নিশপিশ।
এই সব ফল খাইতে গেলে বুকে কাঁপন ধরে,
রসে ভরা ফল খেয়ে যাই কি না মরে!
.
অথবা এমনও রোগ বাঁধবে দেহে বাসা,
প্রিয়জন ছেড়ে দেবে জীবনেরও আশা।
বিপদ হবে মধুমাসের মধু ফল খেয়ে,
এই বুঝি মরণ মোদের কাছে আসে ধেয়ে।
.
অনুরোধ করি আমি সকল জনে তাই,
ফল কিনতে গিয়ে কিন্তু সাবধানতা চাই।
দেখে শুনে ভালো করে কিনে নিও ফল,
বিক্রেতা তোমার সনে করতে পারে ছল।
.
দেখেশুনে তাজা ফল কিনবে বুদ্ধি করে
ভালো যদি নাই পাও আনবে না তা ঘরে।
সবাইকে সালাম দিয়ে নিলাম বিদায় এবার,
হয়ত আবার আসর হবে সামনের মঙ্গলবার।
[হারিকেন ও ছালসাবিল আজ কয়দিন ধরে পুঁথি লিখার জন্য অনুরোধ করে আসছে। তাই তাদের স্মৃতির উদ্দ্যেশে এই পুঁথিখানা উৎসর্গ করলাম। ]
বিষয়: বিবিধ
২৮২৪ বার পঠিত, ১৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোস্ট দিবেন এর আগে আবহাওয়ার পূর্বাভাস তো দিলেই হোতো
আপনি শুধু আমার জন্য দখল লিখে রাখবেন
আমার জীবনী নিয়ে লেখে দিবেন
আপনার জীবনীতো আমি জানিনা। আপনার বাবার জীবনের ঘটনাটার কথা বলছেন?
এবার হারিকেন হাতে বসে পড়েন @সূর্যের পাশে হারিকেন ভাই *- *- *-
এবার হারিকেন হাতে বসে পড়েন @সূর্যের পাশে হারিকেন ভাই
ধন্যবাদ আপু ।
@ঝিঙেফুল আপু, যাত্রী ভাইয়া/আপু যেকোন এক্টি বললেই হলো, তাইনা ঝিঙেপু!?
@ছালসাবিল, কারো ভুল দেখে এভাবে হাসতে নেই বুঝঝেন?
দুইজনেই আমার প্রতিদ্বন্দ্বী । একজন আমার আগে দখল দিয়ে দেয়। অন্যজন ডার্লিং নীলাঞ্জনা কে বিয়ে করার প্রতিযোগিতায় ১ম আর আমি ২য়।( দুষ্টামি করলাম )
ধন্যবাদ আপু ।
তারা কিন্তু এ বিষয়ের জন্য প্রতিবাদ করেনি
পুথির আসরে এসে বেশ ভালো লাগল। পড়ছিলাম আর মনে মনে সুর দিচ্ছিলাম
এখানেও যখুনি বলছে যে পুঁথি, তখনি মনে মনে একটা সুর কাজ করছে
ঠিক বলছিনা আপপপি
সুরে সুরে আবার পড়ুন
ছালসাবিলঃ
শুনেন শুনেন ঝিঙ্গে আপু,শুনেন দিয়া মন
সবাইকে জানাতে চাই আপনি আমার বোন। এখন বলেন কেমনে করি গুনের বর্ণনা ?????
প্রশংসার ভাষা আমি খুঁজে পাচ্ছি না ।
আমার মন্তব্য কি আপনি পড়ছেন দিয়া মন ?
এখন বলেন আমি কি হতে পারি আপনার বোন ????
শুনেন আলোর কথা মন দিয়া ঝিঙেফুলের বানী,
গুনগুনিয়ে পুঁথির সুরে পড়লাম মন্তব্যখানি।
এইবার কান পেতে শুনে নিন বলে আমি যাই,
বোন হিসেবে মেনে নিতে আমার বাধা নাই।
দুই বোনে পুঁথিপাঠে করব মনোনিবেশ,
সবাই শুনে বলবে আহা বেশ! বেশ!! বেশ!!!
বড়দের মাঝে ছোট্ট মাইনষের কোন চান্স নাই
আপনার লেখাটি খু...উ....ব ভালো লেগেছে।
আর এটা এগুলো আসল ঝিঙে!
ঝিঙে ফুল পাইনি তাই ঝিঙে ও ফুল নিনন। ১ এর ভিতর ২
াবার ফলাও করে প্রচার করা হচ্ছে একের ভিতর দুই?
অরিজিনাল ঝিঙেপুল
নো চান্স টু ডুপ্লিকেট
খেয়াল রাখা ভালো যে, ঝিঙে বয়স্ক হলে তার ছাল দিয়ে গা মাজার রিতি বাংলাদেশের ঐতিয্য
গোপনে বলি: সূযিমামার ছবিগুলো অরিজিনাল ঝিঙেকুল আমি তো একটু সন্দেহ লাগানোর জন্য বলেছিলাম
আরোও দরকার পরলে এখানে গিয়ে তুলে আনুন নিজের হাতে
লিখাটি যাদের নামে উৎসর্গ করেছেন এটি পড়ে ভালোলাগার মাত্রা শত গুণে বেড়ে গেল।
ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য। সেইসাথে বোনের জন্যও দোয়ার আবেদন রইলো।
উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
আওণ আওণ ডাক পাড়ি
আওণ গেল কার বাড়ি?
মন্তব্য করতে লগইন করুন