'ফিরে এসো....ফিরে এসো......'
লিখেছেন লিখেছেন ঝিঙেফুল ২৮ মে, ২০১৫, ১১:০৮:৫০ সকাল
ব্লগে হারানো ব্লগারের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অনেক দিন পরে এলাম।
হ্যারি নাই, আওন নাই, ইমরান ভাই নাই।
কবিতা আপা, জারা, আফরোজা হাসান, আরোহী রায়হান, গন্ধসুধা, জোছনার আলো, রোদের আলো কোথায়?
ভিশুভাই, রেহনুমা আপা, পবিত্র আপু, মিশেল, কোহেলি শুকনোপাতা হারিয়ে গেল কেন?
রুবাইয়ার খবর কি কারও কাছে আছে?
জোবাইর ভাই কই?
কোথায় আমাদের সায়েম ভাই?
নতুন নতুন অনেককে দেখে ভালো লাগছে। কিন্তু পুরনোরা সব কোথায়?
বিষয়: বিবিধ
১৫৮৬ বার পঠিত, ৫৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়ত ফিরেও আসবেন নিজের কিছু বই এর প্রপাগান্ডা করতে ,করাতে ।
কই খাওন?
রঙ চা বাকরখানি,
মনমাতানো ঘ্রানশুনি
এসো এসো আওন তুমি বস আসন পেতে,
বাকরখানি রং চা তোমায় দেব খেতে।
খাইতে খাইতে বল তুমি এখন কেমন আছ ভাই?
হ্যারিমিয়া কোথায় গেল? তাহার খবর নাই?
কোথায় আছে ইমরান ভাই? তা জান কি?
তোমরা ছাড়া ব্লগ জমে না সেটা মান কি?
দেখ আফরামণি আমি কত্ত ভালো। কেউ স্মরণ করার আগেই চলে আসলাম।
তবে অনুরোধ রাখলাম আর কখনও হারিয়ে না যাওয়ার জন্য।
ফিরে আসায় আপনাকে অনেক ধন্যবাদ ও স্বাগতম।
টুডেতে নেই টুডেতে নেই,
কোথায় হারিয়ে গেল এসবি'র আড্ডাগুলো সেই,
যা টুডেতে নেই।
দিন কিংবা রাতে অথবা খুব প্রভাতে
ঢুঁ দিতাম ব্লগের চাদরে
প্রিয়দের লেখাগুলো মজা করে পড়তাম
কি নেশা ছিল যেন সে ঘরে!
কিভাবে কেমন করে জানিনা কোথায় হায়
হঠাত করে হারাল সে মূল,
একসাথে পাইনা আর যারা ছিল একসময়
এসবি'র বুলবুল।
ওরে! কে কোথায় আছিস? নিয়ে আয় আমার কবিতা লেখার খাতা! আমি সেখানে পুথির সুরে কাব্য ছন্দ শুরু করি! তবে তাই হোক তাই হোক তাই হোক!!!!!!
কাগজ আছে কলম নাই
কেমন করে লিখবেন তাই
লেখার আর দরকার নাই
গো আপামণি
কাগজ কলমের দরকার নাই; কীবোর্ড আছে।
মন্তব্য করতে লগইন করুন