দ্বিতীয় বাসর

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৩ আগস্ট, ২০১৬, ১২:০৩:৩৬ দুপুর

প্রিয়তমা! মনে পড়ে কি প্রথম রাতের কথা?

চুপিচুপি ফিসফিস বলেছি মোরা হৃদয়ের কথা।

সবকথা হয় নি সেদিন বলা

তোমার লাজরাঙ্গা মুখে ছিল জড়তা, কিছুটা হয়তো আমারও

গুছিয়ে বলতে পারি নি সব, না তুমি না আমি।



এরপর পেরিয়ে গেল কত দিন মাস বছর,

ফিরে আর আসেনি তো সেই রাত সেই বাসর।

জীবনের নিয়মে একসাথে থেকেছি

করেছি হাজারো রজনী পার,

না বলা কথাগুলি যে বলা হয় নি আর।

কত সুর কত গান কত মধুলগন এসেছে বারবার

আসে নি শুধু সেই রাত সেই বাসর।

শ্রান্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম মাঝরাতে

দুজনেই - তুমি আর আমি।

প্রিয়তমা! আবারও রচিব মোরা বাসর

কী বললে? ঢঙ! ভিমরিত!!

হাহাহা, সত্যি বলছি নয়তো ঢঙে

অনাগত জীবনের স্বপ্নগুলি সাজাবো নতুন রঙে।

দ্বিতীয় বাসর কোন গৃহে নয়, হবে সমুদ্র সৈকতে,

কোন অন্ধকার রজনী নয়, পূর্ণিমা রাতে।

নীল আকাশের মিটিমিটি তারা, পূর্ণিমার চাঁদ

আর সমুদ্রের ফেনীল শোঁ শোঁ ঢেউ,

তারাই মোদের সঙ্গী হবে শুধু

থাকবে না আর কেউ।

চান্নিপসর সেই রাতে

সৈকতে শতশত লাল গোলাপের শয্যা পেতে,

আমি শুনবো তুমি বলবে, আমি বলবো তুমি শুনবে।

আমি কাব্য লিখবো, গান লিখবো

সুর দিয়ে তুমি গাইবে।

গিনেস বুকে উঠবে না মোদের নাম,

পাপারাজ্জির দল ক্যামেরা নিয়ে ছুটবে না পিছু পিছু।

সত্যিটা জানবে শুধু তুমি আর আমি

আর সাক্ষী রবে নীল আকাশের তারা পূর্ণিমার চাঁদ,

আর সমুদ্রে গর্জনতোলা শোঁ শোঁ ঢেউ।

প্রিয়তমা! রোমান্সভরা সেই রাতি

আমরা রোমাঞ্চিত হবো শিহরণে শিহরণে

আমরা হবো সেদিন পৃথিবীর সেরা রোমান্টিক জুটি।

বিষয়: সাহিত্য

১৩৩২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376683
২৩ আগস্ট ২০১৬ দুপুর ১২:৩৯
অন্য চোখে লিখেছেন : সেই দিন, সেই রাতে
স্বর্গ নেমে আসুক
দু'জন দু'জনাতে।
২৩ আগস্ট ২০১৬ দুপুর ১২:৫৩
312304
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
376684
২৩ আগস্ট ২০১৬ দুপুর ১২:৪৩
হতভাগা লিখেছেন : নিজেই নিজেকে ছিল্‌ মারতে চাচ্ছেন !

তো কোথায় - মরিশাস না মালদ্বীপ ?
২৩ আগস্ট ২০১৬ দুপুর ১২:৫২
312303
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এটাতো জাস্ট কবিতা, আমাকে টানছেন কেন ব্রাদার। আমার কবিতার মতো করে আপনি পালন করুন। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Love Struck Love Struck Love Struck
২৩ আগস্ট ২০১৬ দুপুর ০১:১০
312306
অন্য চোখে লিখেছেন : হতভাগা লিখেছেন : নিজেই নিজেকে ছিল্‌ মারতে চাচ্ছেন ! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৩ আগস্ট ২০১৬ দুপুর ০২:০৪
312309
হতভাগা লিখেছেন : এইসব কবিতা/পদ্য দিয়ে কি পার পেয়ে যান ?
২৩ আগস্ট ২০১৬ দুপুর ০২:২৪
312311
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাহাহা। মুফতে বউকে খুশি করার এটাও একটা টেকনিক বটে!
376703
২৩ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি বিরহ না বিবাহ রোগে আক্রান্ত হয়েছেন বুঝলাম না!!!

তবে ভাল লাগল কবিতাটি।
২৩ আগস্ট ২০১৬ রাত ০৯:৫৯
312336
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Personally nen keno? Etato just kobita।
২৪ আগস্ট ২০১৬ রাত ১০:৫৬
312365
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবির মনের ভাবই তো কবিতা!! তবে কবি কি কোন পারসন নন???
376752
২৪ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
কুয়েত থেকে লিখেছেন : সবকথা হয় নি সেদিন বলা তার মুখে ছিল জড়তা কিছুটা হয়তো...!সেই দিনটি কি আর ফিরে আসবে..? ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৪৪
312694
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck
377217
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:৫৫
ফখরুল লিখেছেন : কবিতা পড়ে মনে হলো যেন আকাশে উড়তেছি।
অনেক ভালো লেগেছে।
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৪৪
312695
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক ধন্যবাদ জানবেন প্রিয় ফখরুল ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File