খৈয়াছড়া ঝর্ণা

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২০ আগস্ট, ২০১৬, ০৩:৪৮:৪৩ দুপুর

ঝর্ণা! ঝর্ণা! খৈয়াছড়া ঝর্ণা!

তুমি সুন্দরী, তুমি অনন্যা।

মহাস্রষ্টার এক বিশেষ সৃষ্টি,

তোমার রূপে বিমোহিত দৃষ্টি!



উচ্ছল তরুণী, চপলা কিশোরী

কী দেব উপমা আহা মরি মরি!

তোমার রূপসূধা করেছি পান আকন্ঠ

মিটিয়েছি তৃষ্ঞা।

নিরন্তর গতিশীল কলকল ছলছল ছন্দে

উঁচু উঁচু গিরি বেয়ে উচ্ছল আনন্দে।

চোখেমুঝে ঝরছে আনন্দের বন্যা,

না কি তুমি বইছো পাহাড়ের কান্না?

ঝর্ণা! ঝর্ণা! খৈয়াছড়া ঝর্ণা!

স্বপ্নের সখী বিদ্যুৎপর্ণা

মর্ত্যলোকে আনো স্বর্গের সুধা সুপর্ণা!

শতলোক তোমার তরে দেয় রোজ ধর্ণা।

পূর্ণিমার জ্যোৎস্না, নীল সাগরের ঢেউ,

তোমার তুলনায় নাহি আর কেউ।

তবু আছে অতৃপ্তি, আফসোস,

প্রিয়তমা দেখে নি তোমার রূপ।

তবু প্রিয়াকে দেখাতে চাই না,

কারণ তুমি দুর্গম, দুর্জয়, বন্ধুর,

প্রিয়া আমার রক্তাক্ত হবে,

হোঁচট খাবে তোমার দুর্গম পথে

চলতে গিয়ে আহত হবে।

তোমার রূপে আমি মুগ্ধ বলে

ঈর্ষায় সে জ্বলবে বলে।



দুর্গমপথ পাড়ি দিয়ে এসে

চুমু এঁকে যায়, ভালবেসে যায়,

প্রতিদিন তোমার শত শত প্রেমিককবি।

তুমি কি হৃদয়ে ধারণ করো তাদের ছবি?

তুমি দুর্গম, ভয়ংকর সুন্দর তোমার রূপ

তবু তোমার নিকট এসে

ভুলে থাকা যায় সব জাগতিক দুখ,

নাগরিক যন্ত্রণা ভুলে দু’দন্ড মিলে সুখ।

বিষয়: সাহিত্য

১১৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376519
২০ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৫১
নেহায়েৎ লিখেছেন : অসাধারণ! অতুলনীয়!! এরকমই কথা ছিল। আবার অন্য কোথাও গেলে অন্য কবিতা হবে।
২০ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৫৮
312126
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : কবিতার চেয়েও সুন্দর খৈয়াছড়া ঝর্ণা। ইনশাল্লাহ আবার হবে। তখন আরো অনেক কাব্য অনেক উপমা মনে এসেছিল। নোট করিনাই বিধায় ভুলে গিয়েছি।
376527
২০ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Surprised Surprised Surprised
চমৎকার!!
২১ আগস্ট ২০১৬ সকাল ০৯:৫২
312157
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক ধন্যবাদ জানবেন।
376530
২০ আগস্ট ২০১৬ রাত ০৮:০৩
কুয়েত থেকে লিখেছেন : পূর্ণিমার জ্যোৎস্না নীল সাগরের ঢেউ তোমার তুলনায় নাহি আর কেউ। খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ আগস্ট ২০১৬ সকাল ০৯:৫২
312158
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
376551
২১ আগস্ট ২০১৬ দুপুর ০২:৩২
সালসাবীল_২৫০০ লিখেছেন : ঝর্না দেখতে মনে চায়, কিন্তু সময় সুযোগ হয়না, ভালো লাগলো আপনার লেখা পেড়ে।
২২ আগস্ট ২০১৬ সকাল ০৯:৪০
312240
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সময় সুযোগ পেলে দেখে আসতে ভুলবেন না। যদি সাঁতার জানা থাকে অবশ্যই যাবেন খৈয়াছড়া ঝর্ণা। ধন্যবাদ জানবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File