তাজ্জব সব ঘটনা!

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৫ জুলাই, ২০১৬, ১২:২২:৫৯ দুপুর

ঘটনা একঃ চশমাটা কয়দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে চশমা নিতে হলো। যেদিন চশমা নিলাম সেদিন বাসায় এসে ঔষধের বাক্সে প্যারাসিটামল খুঁজতে গিয়ে পুরনো চশমাটি খুঁজে পেলাম।



ঘটনা দুইঃ একটি ক্রেডিট কার্ড খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন ধরে। সেদিন কাস্টমার কেয়ারে ফোন করে ক্রেডিট কার্ডটি ব্লক করে নতুন কার্ড ইস্যুর অর্ডার করলাম। বাসায় এসে পুরনো একটি ফাইলে ক্রেডিট কার্ডটি খুঁজে পেলাম।

ঘটনা তিনঃ গতকাল আকাশ মেঘলা দেখে সকাল বেলায় ছাতা নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টি আর এলো না। অফিস হতে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না দেখে আর ছাতা নিলাম না, অফিসেই রেখে দিলাম। বাসার কাছাকাছি আসতেই ধূম বৃষ্টি। দুই মিনিটেই একেবারে কাকভেজা!

এমনসব তাজ্জব ঘটনা কি শুধুমাত্র আমার ক্ষেত্রেই ঘটে নাকি আপনাদের বেলায়ও?!

ঘটনা একঃ চশমাটা কয়দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে চশমা নিতে হলো। যেদিন চশমা নিলাম সেদিন বাসায় এসে ঔষধের বাক্সে প্যারাসিটামল খুঁজতে গিয়ে পুরনো চশমাটি খুঁজে পেলাম।

ঘটনা দুইঃ একটি ক্রেডিট কার্ড খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন ধরে। সেদিন কাস্টমার কেয়ারে ফোন করে ক্রেডিট কার্ডটি ব্লক করে নতুন কার্ড ইস্যুর অর্ডার করলাম। বাসায় এসে পুরনো একটি ফাইলে ক্রেডিট কার্ডটি খুঁজে পেলাম।

ঘটনা তিনঃ গতকাল আকাশ মেঘলা দেখে সকাল বেলায় ছাতা নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টি আর এলো না। অফিস হতে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না দেখে আর ছাতা নিলাম না, অফিসেই রেখে দিলাম। বাসার কাছাকাছি আসতেই ধূম বৃষ্টি। দুই মিনিটেই একেবারে কাকভেজা!

এমনসব তাজ্জব ঘটনা কি শুধুমাত্র আমার ক্ষেত্রেই ঘটে নাকি আপনাদের বেলায়ও?!

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375231
২৫ জুলাই ২০১৬ দুপুর ০২:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সামান্য ঘটনা সবসময়ই ঘটে!!!
375232
২৫ জুলাই ২০১৬ দুপুর ০২:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবে স্বনির্ভর হলে আর ঘটবে না এমন।
২৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৯
311199
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : কী বুঝাইলেন সবুজ ভাই মালুম হৈলোনা কিসুই। :Thinking :Thinking
২৬ জুলাই ২০১৬ রাত ০৮:৪৫
311211
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরনির্ভরতা পরিহার করুন!!!!!!!!!!
375238
২৫ জুলাই ২০১৬ দুপুর ০৩:২৯
কুয়েত থেকে লিখেছেন : বাহ্ বেশ ভালোতো..! ক্রেডিট কার্ডটি ব্লক করে নতুন কার্ড ইস্যুর অর্ডার করলেন বাসায় এসে পুরনো একটি ফাইলে ক্রেডিট কার্ডটি খুঁজে পেলেন। এমনটি হওয়ার কথাতো ছিলনা..? ভালো লাগলো ধন্যবাদ
২৫ জুলাই ২০১৬ বিকাল ০৪:০০
311160
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যা হওয়ার কথা না, তাও মাঝে মাঝে হয়ে যায়।Crying Crying
৩১ জুলাই ২০১৬ রাত ০৩:৩৭
311419
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا وشكرا Good Luck
375261
২৫ জুলাই ২০১৬ রাত ০৮:৩২
শেখের পোলা লিখেছেন : অনেকের সাথেই এমন ঘটনা ঘটে। ধন্যবাদ।৷
২৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৯
311198
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জ্বী, এমন ঘটনাগুলি বিব্রত করে মাঝে মাঝে।
375305
২৬ জুলাই ২০১৬ দুপুর ১২:২৯
হতভাগা লিখেছেন : আগের ট্রেনে যাত্রী বোঝাই হয়ে গিয়েছিল , যদিও চেষ্টা করলে দাড়িয়ে যাওয়া যেত । কিন্তু একটু আরামে সিট নিয়ে যেতে চাই বিধায় কিছুক্ষণ পরে আসা ট্রেনের জন্য অপেক্ষায় থাকলাম ।

ট্রেন এলোও ৫/৭ মিনিট পর । কিন্তু সামনের ট্রেনের সন্মানার্থে লোকালের মত চলায় অফিসে লেট হয়ে গেল যেটা আগের ট্রেনে গেলে হত না ।
২৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৮
311197
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : তাজ্জব! তাজ্জব!!
375368
২৭ জুলাই ২০১৬ দুপুর ১২:৫৪
আফরা লিখেছেন : জী ভাইয়া এরকম টা হয় কম বেশী সবার ই কিন্ত আপনার লিখাটা দুইবার এসেছে কেউ সেটা বল্ল না আপনি সেটা খেয়াল করলেন না এটা একটা তাজ্জব ঘটনা ।
ধন্যবাদ ভাইয়া ।
২৭ জুলাই ২০১৬ দুপুর ১২:৫৬
311244
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাহাহা। এক তাজ্জবের মাঝে আপনি আরেক তাজ্জব ঘটনা আবিষ্কার করলেন। ব্লগের টেকনিক্যাল সমস্যায় এটা হয় দেখি প্রায়ই। মুছলাম না, তাজ্জব হিসেবেই থাক।
375910
০৫ আগস্ট ২০১৬ সকাল ১১:১৪
দ্য স্লেভ লিখেছেন : আজম কাহানী হে....সবার ক্ষেত্রে প্রায় এরকম হয় Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File