আদু ভাই এর এ প্লাস
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ৩০ মে, ২০১৬, ০৩:২৮:২৯ দুপুর
আমাদের আদু ভাই
বিদ্যের জাহাজ বোঝাই
কিছুই নাকি তার অজানা নয়
কাউকেই তাই পরোয়া নয়।
গোটা তিনেক টেরাই মেরে
মাধ্যমিকে ফেল করে
এ যেন দিব্যি মজা
বলেন, ফেল কি এত্ত সোজা!
পাশ করা সহজ বটে, ফেল করা নয়কো বাপু
পাশ নাকি জিনিয়াসদের, করে না কভু কাবু!
সেদিন হঠাৎ বাজার মোড়ে
পড়বি পড় আদুভাইয়ের ঘাড়ে
সে ছিল চিপার আড়েই।
মস্ত বড় হা করিয়ে
রসগোল্লা দেয় গিলিয়ে্।
আদু ভাই এর মতিগতি
বোঝা নয়কো সহজ অতি,
চক্ষু মুদে আড়াই মিনিট
ভাবলাম একটু খানিক।
আদু ভাই কি তবে দিল্লী কা লাড্ডু খেল?
না না, তা নয় - আদু ভাই #এ প্লাস পেল।
শুনেতো আক্কেল গুড়ুম
হলো না কিচ্ছু মালুম
পরীক্ষাতো দেয় নি তবে
এ প্লাস মিললো কবে?
বিদ্যের জাহাজ যে জন
পরীক্ষার কি প্রয়োজন
এ প্লাস এমনিই মিলে
পরীক্ষা নাই বা দিলে।
ওরে ও বাদ্য বাজা
এ প্লাস বড্ড সোজা
আমার শখের বিড়াল ছানা
এ প্লাস এবার তারও আটকাবে না।
বিষয়: সাহিত্য
১২৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জ্ঞান যত সব ফেলেছে গিলে।
আদু ভাইয়ের দুঃখ বুঝে,
এ প্লাস তাই দিচ্ছে গুঁজে৷
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
লিখা পোষ্ট করতে ভুলবেন না যেন।
মন্তব্য করতে লগইন করুন