আদু‬ ভাই এর এ প্লাস

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ৩০ মে, ২০১৬, ০৩:২৮:২৯ দুপুর

আমাদের আদু ভাই

বিদ্যের জাহাজ বোঝাই

কিছুই নাকি তার অজানা নয়

কাউকেই তাই পরোয়া নয়।

গোটা তিনেক টেরাই মেরে

মাধ্যমিকে ফেল করে

এ যেন দিব্যি মজা

বলেন, ফেল কি এত্ত সোজা!

পাশ করা সহজ বটে, ফেল করা নয়কো বাপু

পাশ নাকি জিনিয়াসদের, করে না কভু কাবু!

সেদিন হঠাৎ বাজার মোড়ে

পড়বি পড় আদুভাইয়ের ঘাড়ে

সে ছিল চিপার আড়েই।

মস্ত বড় হা করিয়ে

রসগোল্লা দেয় গিলিয়ে্।

আদু ভাই এর মতিগতি

বোঝা নয়কো সহজ অতি,

চক্ষু মুদে আড়াই মিনিট

ভাবলাম একটু খানিক।

আদু ভাই কি তবে দিল্লী কা লাড্ডু খেল?

না না, তা নয় - আদু ভাই ‪#‎এ‬ প্লাস পেল।

শুনেতো আক্কেল গুড়ুম

হলো না কিচ্ছু মালুম

পরীক্ষাতো দেয় নি তবে

এ প্লাস মিললো কবে?

বিদ্যের জাহাজ যে জন

পরীক্ষার কি প্রয়োজন

এ প্লাস এমনিই মিলে

পরীক্ষা নাই বা দিলে।

ওরে ও বাদ্য বাজা

এ প্লাস বড্ড সোজা

আমার শখের বিড়াল ছানা

এ প্লাস এবার তারও আটকাবে না।

বিষয়: সাহিত্য

১২৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370488
৩০ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি আবার পরিক্ষা দিমু!! Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
370499
৩০ মে ২০১৬ রাত ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : নাহিদ মিয়া আর বোনটি মিলে,
জ্ঞান যত সব ফেলেছে গিলে।
আদু ভাইয়ের দুঃখ বুঝে,
এ প্লাস তাই দিচ্ছে গুঁজে৷
371051
০৫ জুন ২০১৬ সকাল ১০:৫০
নেহায়েৎ লিখেছেন : এ প্লাস এখন বাংলালিংক দরে পাওয়া যায়।
371150
০৬ জুন ২০১৬ দুপুর ০১:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি এই পোস্ট রিলেটেড নয়।
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
১৩ জুন ২০১৬ দুপুর ০৩:৫৯
308590
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : গাজী ভাই, চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে সময় এবং টপিক ঠিক নাও থাকতে পারে। রমজান নিয়েই পোস্ট দেব। তবে আপনি যে বিষয়টি নির্দিষ্ট করে দিয়েছেন সে বিষয়ে হয়তো নাও হতে পারে। ঐ বিষয়ে লিখার মত আমার জ্ঞান যথেষ্ট নয় বলে আমি মনে করি।
১৩ জুন ২০১৬ বিকাল ০৪:০৬
308593
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি যে বিষয়ে ভালো জ্ঞান রাখেন, সে বিষয়েই লিখবেন
371789
১২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
সন্ধাতারা লিখেছেন : আগামী ১৪ই জুন পবিত্র রামাদ্বানের গুরুত্বপূর্ণ ব্লগীয় আয়োজনে আপনার লিখার বিষয়বস্তু পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার সাথী ভাইবোনেরা।

লিখা পোষ্ট করতে ভুলবেন না যেন।

১৩ জুন ২০১৬ দুপুর ০১:২০
308583
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিতা করতাম, উনার তো কোনো হদিস পাচ্ছিনা
371965
১৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
দ্য স্লেভ লিখেছেন : কথা খাটি Happy
১৫ জুন ২০১৬ সকাল ১০:২০
308789
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : একদম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File