রক্তাক্ত এক জনপদের কথা বলছি
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৫ মে, ২০১৬, ০১:২৭:৩৫ দুপুর
আজ এটা এক রক্তাক্ত জনপদ,
যেন এক মৃতনগর নির্জীব,
থেমে গেছে যেথায় সুস্থ জীবনের সব চলাচল,
সেদিনও ছিল জীবনের উচ্ছ্বাস, শত কোলাহল।
মানুষগুলি যেখানে অক্ষমতা,
অপারগতার যন্ত্রণায় গুমরে গুমরে কাঁদছে,
পিচাশ হায়েনারা হত্যার উৎসবে রোজ রোজ নৃত্য করছে।
তাদের চোখেমুখে হিংস্রতা, উন্মত্বতা
হাঁকডাকে ঝরে পড়ছে অশ্লীল নোংরা উগ্রতা,
যেন কর্কশ নোংরা আদিম অবগাহনে
এক একজন মধ্যরাতের নিশি কন্যা।
শোকবিহবল মানুষগুলি অব্যক্ত যন্ত্রণায়
কাঁদছে, হাহাকার করছে কিন্তু নীরব দর্শক
প্রতিশোধ নিতে শিখে নি তারা, শুধুই সয়ে যায়।
এ নগরকে, নগরের মানুষগুলিকে বাঁচাতে হবে
হাত তোল নওজোয়ান,
পিচাশদের রুখে দাও, গাও মানবতার গান।
এ জনপদকে মানুষের বাসযোগ্য করতে হবে,
দীপ্ত কন্ঠে নাও শপথ, হও আগুয়ান।
বিষয়: সাহিত্য
১০৯৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার পাড়ায় একটু ঘুরে আসবেন। আপনার জন্য মেসেজ আছে।
http://www.bd2day.net/blog/blogdetail/detail/1838/President/60336#.Vzg8XyHDEwo
এ জনপদকে মানুষের বাসযোগ্য করতে হবে
দীপ্ত কন্ঠে নাও শপথ হও আগুয়ানয়ম চমৎকার কবিতা খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
এ জনপদকে মানুষের বাসযোগ্য করতে হবে,
দীপ্ত কন্ঠে নাও শপথ, হও আগুয়ান। অসাধারণ।ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন