ব্লগার যারা কেমন তারা

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৯ এপ্রিল, ২০১৬, ০২:৫৮:১৯ দুপুর

সপ্তাহখানেক আগে একটি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যার প্রতিপাদ্য বিষয় ছিল-ব্লগার মানে নাস্তিক নয়। সাথে বছর চারেক আগে ব্লগার চাঁটিগা হতে বাহার ভাই এর উদ্যোগে আমরা ১২১ জন ব্লগারের সমন্বয়ে যে একটি প্রকাশনা বের করেছিলাম তার স্মৃতিচারণাও ছিল।



পোস্টটি দেয়ার পর অনেকেই বর্তমানে এমন আরেকটি উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন। ইনবক্সেও অনেকে আগ্রহ প্রকাশ করে উদ্যোগ নিতে উৎসাহ দিয়েছেন। সে প্রেক্ষিতে আজ কিছুক্ষণ আগে আরো একটি পোস্ট দিয়েছি মতামতের জন্য।

স্ক্রীনশটঃ



বেশ কিছু ইতিবাচক মতামত এসেছে। আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ও ভুলভ্রান্তি এড়িয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন জনপ্রিয় ব্লগার ও ছড়াকার সৈয়দ আহমদ হাবিব ভাই।

এছাড়া ব্লগার আবদুল্লাহ শাহীন, শরফুদ্দীন আহমদ লিংকন, জিয়াউল হক, ড সালেহ মতীন, আবু তাহের মিয়াজী, আনোয়ার হোসাইন খান সোহেল, ইশতিয়াক আহমেদ, আবু জারীর, মুহাম্মদ নুরুল আমীন সুমন, নূর নবী, আবু বকর সিদ্দীক, আবদুল মাজেদ, লোকমান বিন নূর হাশেম সহ অনেকে এ উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সকলের সর্বাত্মক সহযোগীতা ও পরামর্শ কামনা করছি। আমরা প্রমাণ করতে চাই, ব্লগাররা নাস্তিক নয়। গুটিকয়েক নষ্টলোকের দায় সকল ব্লগারের উপর যেন না আসে। আমরা প্রমাণ করবো-ব্লগাররা আস্তিক, সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক চিন্তা ও কর্মে ব্যস্ত। আমাদের লেখনীতে সেটা আবার প্রমাণ করবো ইনশাল্লাহ।

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366258
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
366262
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫৪
হতভাগা লিখেছেন : ছুরি দিয়ে তরকারী কাটা হয় , আবার এটা দিয়ে খুনও করা যায় । এর ব্যবহার নির্ভর করে ব্যবহারকারীর মন মানসিকতার উপর।
366290
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:১১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এগিয়ে যান, শুভ কামনা রইলো
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৫৪
303935
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সাথেই থাকবেন।
366296
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
শেখের পোলা লিখেছেন : এই অযোগ্যটাকে সাথে রাখলে খুশীই হব৷ বিবেচনার আবেদন রইল৷
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৫৫
303936
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাদের মত গুণীজনদের পেলে আমরা ধন্য হবো। আপনার ফেবু লিংকটা দিবেন। আপাতত এই মেইলে যোগাযোগ করুন।
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৯:১৮
303945
শেখের পোলা লিখেছেন : আমি ফেবু তে নাই৷ ই মেইলে যোগাযোগ হবে ইন শা আল্লাহ৷
366303
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমি তো এক পায়ে খাড়া! প্রথম উদ্যোগ "স্বপ্ন নিয়ে বোনা"তে ছিলাম না। মানে আমি লেখালেখি করলেও ফেসবুকে এবং বিভিন্ন গ্রুপে করেছি। নাস্তিকতার বিষবাস্পের কারণে বিরত ছিলাম।হয়ত এটাও একটা কারণ। অনেক দিন গ্যাপ হয়ে গেছে। এবার সত্যি আবার আপনি এ বিষয়ে প্রাণ সঞ্চার করলেন। এ মহতী উদ্যোগ থাকতে পারলে ধন্য মনে করব। অচিরেই এর কাজ শুরু করার জোর দৃষ্টি আকর্ষণ এবং দাবী জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে অহিদ ভাইকে।
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৫৬
303937
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : একাত্বতা প্রকাশের জন্য ধন্যবাদ জানবেন খুব করে। ফেবু আইডির লিংক প্লিজ।
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪১
303970
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : email-e sent karbo..
366315
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৬
আবু আশফাক লিখেছেন : ভালো উদ্যোগ, সফলতা কামনা করছি।
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৫৭
303938
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সম্মিলিত উদ্যোগে আপনাকে শামিল পেয়ে আমরা প্রীত। Good Luck Good Luck
366332
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৫৮
303939
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার কাছ হতে ইতিহাসবিষয়ক লেখা চাই।Good Luck Good Luck
366341
১৯ এপ্রিল ২০১৬ রাত ১১:০৬
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আবারো শুভ কামনা Love Struck Happy Happy
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৫৮
303940
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Good Luck Good Luckআপনাকেও। সাথেই থাকুন।Good Luck Good Luck
366350
২০ এপ্রিল ২০১৬ রাত ১২:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগারদের কে কিরকম ভাবল, সেটা বড় কথা নয়, বড় কথা হল, ব্লগাররা একসাথে মিলেমিশে যা কিছু সম্ভব করুক, তা আমিও চাই কিন্ত একটা বই প্রকাশিত হলে তা ব্লগার ব্লগকে ফোকাস করে হতে হবে, এটা ঠিক নয়। আজ যা করছেন, কাল যেন তা বিপদের কারণ না হয়।
মানুষ যেভাবেই নিক, ব্লগিং করলে আস্তিক ব্লগাররা হয়ত সাধারণ মানুষ কিংবা কথিত আনসারুল্লার কুপ খাবেনা কিন্তু বিডি টুডের একজন ব্লগার হিসেবে আপনার পরিচিতি যত বাড়বে, ইসলাম বিদ্বেষীদের দ্বারা কুপ খাওয়ার রাস্তা ততই প্রসারিত হবে। অন্তত বর্তমান সময়ের জন্য ব্লগ করতে গিয়ে ব্লগিং জগতে নিজের পরিচয়ে যথাসম্ভব গোপনিয়তা রক্ষা করাই শ্রেয়।
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:০০
303904
আফরা লিখেছেন : আমি তো এতদিন গাজী সালাউদ্দীন আপনার আসল নাম বলেই জানতাম । মামুন ভাইয়া বলেছিল এটা আপনার ছদ্দনাম । আজকে তো তাই মনে হচ্ছে ।
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৫:৩৭
303924
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি এতদিন যেমনটি জেনে এসেছেন, আমি তেমনটিই
১০
366362
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:০২
আফরা লিখেছেন : ভালো উদ্যোগ, সফলতা কামনা করছি। ধন্যবাদ ভাইয়া
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৯:০০
303941
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। সাথেই থাকুন। সম্ভব হলে ফেবু লিংক দিবেন। আমরা একটা গ্রুপ করবো এ বিষয়ে।
১১
370131
২৬ মে ২০১৬ সকাল ০৫:৫৪
awlad লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File