ব্লগার যারা কেমন তারা
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৯ এপ্রিল, ২০১৬, ০২:৫৮:১৯ দুপুর
সপ্তাহখানেক আগে একটি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যার প্রতিপাদ্য বিষয় ছিল-ব্লগার মানে নাস্তিক নয়। সাথে বছর চারেক আগে ব্লগার চাঁটিগা হতে বাহার ভাই এর উদ্যোগে আমরা ১২১ জন ব্লগারের সমন্বয়ে যে একটি প্রকাশনা বের করেছিলাম তার স্মৃতিচারণাও ছিল।
পোস্টটি দেয়ার পর অনেকেই বর্তমানে এমন আরেকটি উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন। ইনবক্সেও অনেকে আগ্রহ প্রকাশ করে উদ্যোগ নিতে উৎসাহ দিয়েছেন। সে প্রেক্ষিতে আজ কিছুক্ষণ আগে আরো একটি পোস্ট দিয়েছি মতামতের জন্য।
স্ক্রীনশটঃ
বেশ কিছু ইতিবাচক মতামত এসেছে। আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ও ভুলভ্রান্তি এড়িয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন জনপ্রিয় ব্লগার ও ছড়াকার সৈয়দ আহমদ হাবিব ভাই।
এছাড়া ব্লগার আবদুল্লাহ শাহীন, শরফুদ্দীন আহমদ লিংকন, জিয়াউল হক, ড সালেহ মতীন, আবু তাহের মিয়াজী, আনোয়ার হোসাইন খান সোহেল, ইশতিয়াক আহমেদ, আবু জারীর, মুহাম্মদ নুরুল আমীন সুমন, নূর নবী, আবু বকর সিদ্দীক, আবদুল মাজেদ, লোকমান বিন নূর হাশেম সহ অনেকে এ উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সকলের সর্বাত্মক সহযোগীতা ও পরামর্শ কামনা করছি। আমরা প্রমাণ করতে চাই, ব্লগাররা নাস্তিক নয়। গুটিকয়েক নষ্টলোকের দায় সকল ব্লগারের উপর যেন না আসে। আমরা প্রমাণ করবো-ব্লগাররা আস্তিক, সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক চিন্তা ও কর্মে ব্যস্ত। আমাদের লেখনীতে সেটা আবার প্রমাণ করবো ইনশাল্লাহ।
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ যেভাবেই নিক, ব্লগিং করলে আস্তিক ব্লগাররা হয়ত সাধারণ মানুষ কিংবা কথিত আনসারুল্লার কুপ খাবেনা কিন্তু বিডি টুডের একজন ব্লগার হিসেবে আপনার পরিচিতি যত বাড়বে, ইসলাম বিদ্বেষীদের দ্বারা কুপ খাওয়ার রাস্তা ততই প্রসারিত হবে। অন্তত বর্তমান সময়ের জন্য ব্লগ করতে গিয়ে ব্লগিং জগতে নিজের পরিচয়ে যথাসম্ভব গোপনিয়তা রক্ষা করাই শ্রেয়।
মন্তব্য করতে লগইন করুন