ইস্যু কেন টিস্যু হয়???

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৬ এপ্রিল, ২০১৬, ০৫:২৭:২০ বিকাল

কত ইস্যু এল গেল, কত ইস্যু আসবে

জনগণ ব্যস্ত, কত মনে রাখবে?



পানামার দামামায় ঢেকেছে বাঁশখালির রোদন

বাঁশখালিতে ঢেকেছে তনু হত্যা ধর্ষণ।

তনু কেন খুন হলে তাও তো জানি না,

ধামাচাপা হলো যে রিজার্ভ লুটের ঘটনা।

মনে কি পড়ে আজ ইলিয়াস আলীর নামটা?

কালোবিড়াল ধরা পড়ায় হয়ে গেল গুমটা।

পদ্মাসেতু, ডেসটিনি, শেয়ারবাজার, হলমার্ক

যুদ্ধাপরাধের বিচার হবে অন্যসব বাকি থাক।

খাজকাঁটা খাজকাঁটা এই ছিলো একটা

যত ইস্যু আসবে খাজকাঁটাতে আটকা।

সেখানেও ইস্যু ছিল বলতে আছে মানা

পাছে আবার হয়ে যায় আদালত অবমাননা।

ইস্যু ছিল নির্বাচন, তা আর হয় নি

হয়েছে একটা, ভোটাররা যায় নি।

ইস্যুরতো শেষ নেই আসতেই থাকবে

রোজ রোজ এতো ইস্যু কে মনে রাখবে?

ধুকপুক ধুকপুক যায় যায় প্রাণটা

কবে বল থামবে জনগণের দুর্ভোগটা?

বিষয়: সাহিত্য

১০৫৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364825
০৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৫
নকীব কম্পিউটার লিখেছেন : ইস্যু কেন টিস্যু হয়? কারণ
ইস্যুতে জনগণ করে দেয় হিসু
-
-
-
-
টুডে ব্লগে ঠাডা পড়ছে! কোন কমেন্ট নাই!
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩২
302706
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ব্লগে যখন অন্যরা এক্সেস পায় তখন আমি পাই না। অন্যরা যখন পায় না, তখন আমি পাই। হাহাহা।Rolling on the Floor Rolling on the Floor
364827
০৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কয়টা ইস্যু মনে রাখা সম্ভব? তবে ভুক্তভোগী মনে রাখবে তার ইস্যু।
364839
০৬ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷
ইস্যু যদি টিসু হয় টিসু নিয়ে ইস্যু হোক,
ইস্যু হবে ইতিহাস, করছি না কোন জোক৷
ইস্যুগুলো লেখা রবে রংধনু রঙ্গে,
পোলাপানে বুঝে নেবে ঘটেছিল বঙ্গে৷
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩২
302707
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ইস্যুগুলো লেখা রবে রংধনু রঙ্গে,
পোলাপানে বুঝে নেবে ঘটেছিল বঙ্গে৷ Good Luck Good Luck Good Luck
364860
০৬ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩২
302709
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File