ব্লগারদের জমজমাট আড্ডা (ছবি পোস্ট)

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০২ এপ্রিল, ২০১৬, ০২:৪৯:৪৯ দুপুর

গতকাল (০১/০৪/২০১৬ ইং) ছিল সাপ্তাহিক ছুটির দিন। হয়ে গেল ব্লগারদের জমজমাট আড্ডা রাজধানীর জিয়া উদ্যানে।

প্রবাস হতে এসেছিলেন জনপ্রিয় ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট আবু জারীর ভাই। উনি বাংলাভাষী ব্লগারদের সাথে গেট টুগেদার করার ইচ্ছে প্রকাশ করলেন। আমাদেরও সুপ্ত ইচ্ছে ছিল আমাদের প্রবাসী এই জনপ্রিয় ব্লগার ভাইটির সাথে দেখা করার। সবার সাথে আলোচনা করে সময় ও স্থান নির্ধারণ করা হলো। প্রথমে ভেন্যু ছিল সংসদ ভবনের সামনের উন্মুক্ত চত্ত্বর।

সবার আগে উপস্থিত হলেন আমাদের ব্লগার বন্ধু মুজাহিদ হোসাইন সজীব। খানিক পর আমিও চলে এলাম সংসদ ভবনের সামনে। কিন্তু সেখানে বসার ভালো ব্যবস্থা না থাকায় চলে এলাম জিয়া উদ্যানে, সবাইকে নতুন গন্তব্য জানিয়ে দিলাম। ইতোমধ্যে ব্লগার নূরনবী ভাইও পৌছে গিয়েছেন। জিয়া উদ্যান মসজিদে আসরের সালাত পড়ে বাকী বন্ধুদের জন্য অপেক্ষা করতে লাগলাম।

খানিকপর চলে এলেন আমাদের সবচেয়ে সিনিয়র বন্ধু ও অনলাইন এক্টিভিস্ট শ্রদ্ধেয় ওসমান গনি ভাই। তার কিয়ৎক্ষণ পরেই এলেন আসরের মধ্যমনি প্রধান অতিথি ব্লগার আবু জারীর ভাই।



মুরব্বী লম্বায় সাড়ে ছয়ফুট,

বাকীদের লাগছে তাই লিলিপুট।




ইতোমধ্যে এসে গেলেন ইমরুল কায়েস পরাগ ভাই, একটু পর লোকমান বিন ইউসুফ, ওয়ায়েজ কুরুনী, মাজহার ভাই সহ আরো বেশ কয়েকজন। দূর্বাঘাসের উপর বসে বাদাম খেতে খেতে চললো আমাদের আড্ডা। একেবারে হাড্ডাহাড্ডি, ফাটাফাটি, আড্ডাআড্ডি।



মাগরিবের সময় হওয়ায় আড্ডায় বিরতি ঘোষণা করা হলো। সালাতের পর আলো আঁধারির মাঝে আবার বসলাম সবাই আড্ডায়। তবে নূর নবী চলে গেলেন উনার ইভেনিং এমবিএ’র ক্লাস ছিল বলে। এর মাঝে শরফুদ্দীন আহমেদ লিংকন সহ আরো কয়েকজন এসে পড়েছেন। আড্ডায় হাসি, গল্প, কৌতুক এর পাশাপাশি গঠনমূলক অনেক আলোচনাও হয়েছে। ব্লগ এ সকলের নিয়মিত অংশগ্রহণের পক্ষে মত প্রকাশ করা হয় এবং সবাই এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

উনার জন্য পাত্রী চাই।





খানাখাইদ্য ছাড়া আড্ডা একটু ফানসেই মনে হয়। এরি মাঝে পেটের মধ্যে ক্ষুধা জানান দিলো। জিয়া উদ্যান হতে বের হয়ে সবাই দলবেঁধে হাঁটতে লাগলাম। একটি চাইনিজ রেস্তোঁরা মিললো। খাবারের মাঝেই হয়ে গেল আরেক দফা আড্ডা, কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আলাপ হলো। আবু জারীর ভাই জীবন হতে নেয়া অনেক গল্প শেয়ার করলেন।





এবার ফেরার পালা। আবার হবে তো দেখা! তবে প্রযুক্তির কল্যাণে সবাই থাকবো কাছাকাছিই। স্মৃতির মানসপটে গতকালের জমজমাট আড্ডার মধুর স্মৃতিটি জাগরুক থাকবে অনেকদিন।

বিষয়: বিবিধ

১৬০৬ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364400
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫৭
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : কিছু বুঝলাম না সবার খাওয়া শেষ কিন্তু একজন এখনো খাচ্ছে কেন? ওনার কি লাজশরম বলতে কিছু নাই?
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫২
302260
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ধ্যাত, খালি পেঁচগি লাগান। খাওনের জিনিস নষ্ট করা গোনাহ।
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২১
302265
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : তাই বলে একজনে সব খাবার খাবে?
364401
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫৯
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : পোস্টটি ষ্টিকি করা হউক!
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৭
302254
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ সজিব।
364402
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০৪
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : পোস্টটি ষ্টিকি করা হউক!
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৮
302256
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক ধন্যবাদ লিংকন।
364403
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সম্মানিত ভাইদের এক সাথে দেখে ভালো লাগলো Rose Good Luck
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৮
302255
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শুভেচ্ছা জানবেন। Good Luck Good Luck
364404
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১৮
নেহায়েৎ লিখেছেন : সবাইকে এক সাথে দেখে ভাল লাগল। সুন্দর একটা সময় কাটল আপনাদের। এগিয়ে চলুন। পোষ্টটি ষ্টিকি করা হোক।
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৮
302258
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনি থাকলে আরো ভালো হতো। Good Luck Good Luck
364405
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩০
আবু জান্নাত লিখেছেন : সবার সাথে একসাথে পরিচয় ও ফটো দিলেন, যদি একদিক থেকে ফটো হিসেবে নাম লিখে যেতেন তবে চিনতে সহঝ হতো!

আপনাদের আড্ডা খুব ভালো লাগলো। লম্বা ব্যক্তিটি কে? যার জন্য প্রাত্রী খুজছেন, উনি কে?

০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫২
302259
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : গ্রুপ ফটোর অনুমতি পেয়েছি। নাম বলা নিষেধ। হাহাহা। আপনাকে ধন্যবাদ।Good Luck
364414
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আবু জারির আমার খুবই প্রিয় একজন ব্লগার। আমি ঢাকায় থেকেও উনার দেখা পেলাম না!!!!

উনাকে অনেকবার নক করে বলেছি ব্লগে আসার জন্য, হয়তো আমাকে ভাল লাগেনি তাই আসেননি!

ওয়েজ কুরুনী! ঢাকা বিশ্ববিদ্যালয়ের? আমার বন্ধুটি? কিন্তু তার তো কোন ছবি দেখলাম না! আমি যার কথা বলছি, সেই যদি আপনাদের একজনা হয়ে থাকে, তাহলে বলব, তার হাত ধরেইতো আমি ব্লগে এসেছি।

যাক, আপনাদের মিলনমেলা আনন্দের কারণ হয়ে থাক, এই দোয়াই রইল।
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
302277
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভবিষ্যতে আপনাকে সাথে নিয়ে করার চেষ্টা করবো।
০৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:২২
302687
আবু জারীর লিখেছেন : আপনার আহবানে সারা দিতে চেয়েছিলাম আন্তরিক ভাবেই কিন্তু নেট আমার সাথ দেয়নি। বার বার ব্লগে ঢুকতে চেয়েছি এবং ব্যার্থ হয়েছি। এই পোস্টটা দেয়া হয়েছে জানতাম কিন্তু ব্লগে ঢুকতে পারিনি।

আমাকে আপনার প্রিয় ব্লগারদের তালিকায় রাখার জন্য আন্তরিক মুবারকবাদ।

আরো কিছুদিন ঢাকায় আছি। চলেয়াসুন কোন এক বিকেলে মিরপুরের দিকে দেখা হবে আল্লাহ চাহেন তো। ধন্যবাদ।
364416
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

দোয়া করি, জাযাকুমুল্লাহ..
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১৯
302278
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনারা আছেন বলেইতো আমরা!
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২৬
302282
আবু সাইফ লিখেছেন : সবাই মিলেই "আমরা"
"আপনারা" বলে কেউ নেই!!
<:-P Praying
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
302288
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ঠিক বলেছেন, ধন্যবাদ!
364439
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আড্ডা দতে গিয়াও তবে কিছু মানুষ শুধু বে বে করে!!
আবু জারির ভাই সহ সবাইকে চট্টগ্রামে দাওয়াত!
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৮
302289
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি কেন? বে বে করে সেটা কি?
০৩ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৫১
302354
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : পোলাপাইন আর কত বসন্ত একা একা পার করবে? তাদের জন্য বে এর দর্কার আছে না?
১০
364441
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাদের চমতকার আড্ডায় আমরা প্রবাসীরা নক করব ! আচ্ছা ভুল টুল হলে হোক নক করেই দিলাম।
জানি আপনার অনেক ফুর্তিতে ছিলেন হয়তো কোন একদিন আমরাও .....
তবে অনেক ভাইকে দেখলাম কিন্তু চিনা হলো না
অবস্থাও হয়তো মানা করেছে জানি
যাই হউক মঙ্গল কামনা রহিল
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
302290
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাদেরকে পেলে আমরাও ধন্য হতাম।
১১
364447
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
শেখের পোলা লিখেছেন : আপনাদের ব্লগীয় আড্ডা ও ছবি ভাল লাগল৷ ব্লগারদের আরও বড় গ্যাদারিং হোক আর তার সুন্দর ছবি আসুক৷ এই প্রতিক্ষায় রইলাম৷
০৩ এপ্রিল ২০১৬ রাত ১২:৩০
302343
গাজী সালাউদ্দিন লিখেছেন : আর এভাবেই প্রদর্শনেচ্ছাটাও জায়েজ হয়ে যাক। আমরা তালেও আছি আবার বেতালেও। বুঝিনা শেখ ভাই, হচ্ছেটা কি!
১২
364488
০২ এপ্রিল ২০১৬ রাত ১১:৩২
কুয়েত থেকে লিখেছেন : মাশা'আল্লাহস খুবই ভালো লাগছে এবং আনন্দীত হলোম আরো বড় গ্যাদারিং হওয়া প্রয়োজন আগামিতে ইন্সা'আল্লাহ আমরাও এভাবে একত্রিত হওয়ার আশায় আপনাদের সকলকে ধন্যবাদ
১৩
364886
০৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩৬
আবু জারীর লিখেছেন : বার বার ব্লগে ঢুকতে চেয়েছি এবং ব্যার্থ হয়েছি। এই পোস্টটা দেয়া হয়েছে জানতাম কিন্তু ব্লগে ঢুকতে পারিনি।

আমাকে আপনারা যেভাবে নিজেদের প্রিয় ব্লগারদের তালিকায় রেখেছেন সেজন্য আন্তরিক মুবারকবাদ।
০৭ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৭
302701
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকেও আন্তরিক মুবারকবাদ। টুডে ব্লগে অনেকেই ঢুকতে পারেন না। আমি এখন পাচ্ছি, অনেক বন্ধু আবার পাচ্ছেন না। আবার অন্যরা যখন পায় তখন আমি ঢুকতে পারি না। হাহাহা।
১৪
364905
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল উদ্যোগ। নিয়মিত হলে ভাল হবে-ধন্যবাদ।
১৫
365378
১১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০০
মু নূরনবী লিখেছেন : ক্লাশ মিস করেও ভাল লেগেছিল...

অনেক প্রিয় মুখ একসাথে দেখে।

ছবি দেখা যায় না কেন?

কার জন্য পাত্রী লাগবে?..

আমার হাতে ডজন খানেক আছে... Down on Luck

যার লাগবে জায়গা থেকে আওয়াজ দিবেন.... Happy>-

লেখকের ব্যাপারে..নানীর অনুমতি সাপেক্ষে! Winking
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১০
303185
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : টুডে ব্লগে এটি এক বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছবি নষ্ট হয়ে যায় প্রায়ই। নিজেরটা আগে যোগান। পরে অন্যদের দাওয়াত দিয়েন।Winking Angel Angel

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File