জনপ্রিয় ব্লগার রিদওয়ান কবির সবুজ ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন সবার কাছে।
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৩ মার্চ, ২০১৬, ০৯:৪৫:৩২ সকাল
জনপ্রিয় ব্লগার রিদওয়ান কবির সবুজ ব্লগের অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ। আজ জানা গেল তাঁর অসুস্থতার নাম গ্রস কারডিওমেগালি যেটার ফলে হৃদপিন্ড স্বাভাবিকের চেয়ে একটু বড় হয়ে যায়।
উনার ফেসবুক স্ট্যাটাসঃ আমার অনেক ভাইবোন বা বন্ধু দের দাবি আমার হৃদয় নাকি ছোট। মানে টাকা পয়সা কম খরচ করতে চাই!!! কিন্তু আজকে মেডিক্যাল রিপোর্ট এ জানাল আমার হৃৎপিণ্ড আসলে অনেক বড়!! মেডিক্যাল ভাষায় যাকে গ্রস কারডিওমেগালি বা এনলারজড হার্ট বলা হয়। এটা একটা অসুস্থতা। এটার প্রভাবেই অন্য সমস্যা গুলি সৃষ্টি হয়েছে। সবার কাছে দুয়া প্রার্থী সুস্থতার জন্য।
তিনি সবার দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের প্রিয় ভাইটিকে দ্রুত সুস্থ করে দিন। আমীন।
বিষয়: বিবিধ
১৮৮২ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাক, আল্লাহ রোগ দিয়েছেন, ভালোও তিনিই করবেন। আমরা পারি শুধু রোগীর সেবা যত্নে, হসপিটাল বাড়ি দৌড়াদৌড়ি করতে, আর পারি দোয়া করতে। প্রথম দুইটা যেহেতু সম্ভব হচ্ছেনা। তাই শেষেরটাই করলাম। আল্লাহ উনাকে দ্রুত আরোগ্য দান করুন। আমিন
একটু অসুস্থ হলে যে কিপরিমান খারাপ লাগে, তা শুধু ভোক্তভুগিরা ই জানে।
প্রতি মুহুতে মনে হয়, এই বুঝি আমার জীবনের অবসান হয়ে যাবে
শ্রদ্ধেয় প্রিয় ব্লগার ভাইকে আল্লাহ বরকতময় সুস্থতা ও সবর দান করুণ। আমীন।
আপনাকেও উত্তম প্রতিদানে ভূষিত করুণ। আমিন। জাযাকাল্লাহ খাইর।
মন্তব্য করতে লগইন করুন