হ্যাকিং না কর্মকর্তাদের চুরিঃ একটি ছোট বিশ্লেষণ

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৯ মার্চ, ২০১৬, ১২:৩৪:৩২ দুপুর

বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি ৮০০ কোটি টাকা তহবিল উধাও হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটিকে হ্যাকিং বলে প্রচারণা চালানো হচ্ছে বেশ। কিন্তু নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ বাংলাদেশ ব্যাংক এবং অর্থমন্ত্রীর অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ‘হ্যাকড’ হওয়ার কোনো প্রমাণ তারা পাননি।

ঘটনাটিকে শুরুতে ধামাচাপা দেয়ার নীতিই গ্রহণ করা হয়েছিল। দুই সপ্তাহ এ বিষয়ে নীরব ছিল বাংলাদেশ ব্যাংক। মিডিয়ায় বিষয়টি তখনই প্রকাশ পেল যখন আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারের কারণে এটি আর গোপন করার কোন সুযোগ ছিল না। এতবড় লুটের ঘটনায় এরকম লুকোচুরির রহস্য কী? তবে কি বাংলাদেশ ব্যাংকের সেই বিশেষ কর্তারাই এ ঘটনায় জড়িত??

একটু পেছনে ফেরা যাক। মাসছয়েক আগের ঘটনা। ব্যাংক অব ইন্ডীয়ায় এদেশে কর্মরত এক ভারতীয় বাংলাদেশ ব্যাংকের লকারের টাকা হাতিয়ে নিয়ে ধরা পড়লে বাংলাদেশ ব্যাংকের জি.এম. সুকমল সিংহ চৌধুরী নিজের জিম্মায় ঐ ব্যক্তিকে মুক্ত করেন।

এবার দেখুন বাংলাদেশ ব্যাংকের শীর্ষপদে কারা কারা আছে। এরপর দুইয়ে দুইয়ে চার মিলান।

বাংলাদেশ ব্যাংকঃ

ডেপুটি গভর্ণরঃ ১) নির্মল চন্দ্র ভক্ত ২) শুভঙ্কর পদ সাহা ৩) বিষ্ণু পদ সাহা ৪) অশোক কুমার দে ৫) সুধীর চন্দ্র দাস ৬) দাসগুপ্ত অসীম কুমার ৭) গৌরাঙ্গ চক্রবর্তী

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মহাব্যবস্থাপক হিসেবে রয়েছেন- ১) প্রভাষ চন্দ্র মল্লিক ২) দেব প্রসাদ দেবনাথ ৩) স্বপন কুমার রায় ৪) দেব দুলাল রায় ৫) মনোজ কুমার বিশ্বাস ৬)মনোজ কুমার বৈরাগী ৭) দেবাশীষ চক্রবর্তী ৮) সুকমল সিংহ চৌধুরী ৯) মিহির কান্তি চক্রবর্তী ১০) শ্যামল কুমার দে

বিষয়: বিবিধ

১৮৮৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361946
০৯ মার্চ ২০১৬ দুপুর ০১:০৬
Raya লিখেছেন : please take my salam . I am very happy reading your please take my salam . I am very happy reading your
০৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৩
299926
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়ালাইকুম সালাম।
361950
০৯ মার্চ ২০১৬ দুপুর ০১:২৩
দ্য স্লেভ লিখেছেন : ডেপুটি গভর্ণরঃ ১) নির্মল চন্দ্র ভক্ত ২) শুভঙ্কর পদ সাহা ৩) বিষ্ণু পদ সাহা ৪) অশোক কুমার দে ৫) সুধীর চন্দ্র দাস ৬) দাসগুপ্ত অসীম কুমার ৭) গৌরাঙ্গ চক্রবর্তী

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মহাব্যবস্থাপক হিসেবে রয়েছেন- ১) প্রভাষ চন্দ্র মল্লিক ২) দেব প্রসাদ দেবনাথ ৩) স্বপন কুমার রায় ৪) দেব দুলাল রায় ৫) মনোজ কুমার বিশ্বাস ৬)মনোজ কুমার বৈরাগী ৭) দেবাশীষ চক্রবর্তী ৮) সুকমল সিংহ চৌধুরী ৯) মিহির কান্তি চক্রবর্তী ১০) শ্যামল কুমার দে

সর্বনাশ !!! এরা লুট করবে নাতো কি করবে !!! জয় মা ভারত বলে তো দেশের গলায় ছুরি চালাচ্ছে.....তবে কিছু মুসলিম পুতুলও আছে যারা এদের কাজে জি হুজুর করে যাচ্ছে
০৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৪
299927
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ইন্ডিয়া এবং তার বসানো লোকগুলি বাংলাদেশ হতে হরিলুট করছে।
361951
০৯ মার্চ ২০১৬ দুপুর ০১:৫০
হতভাগা লিখেছেন : এসব ভাই দাদাবাবুদের কাজ কারবার ।

আর ৪০০০ কোটি টাকা কোন ব্যাপার না হলে ৮০০ কোটি টাকা তো সামান্য ব্যাপার।
০৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৪
299928
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যথার্থই বলেছেন।
০৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
299941
কুয়েত থেকে লিখেছেন : কি আর বলবো ভাই তারপরেও গুরে ফিরে পাকিদের দোষ। আ্ই হতভাগা জাতির কল্যাণ কেউ করতে পারবে না একমাত্র ইসলাম ছাড়া। ধন্যবাদ আপনাকে
361964
০৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১২
কুয়েত থেকে লিখেছেন : ওরা বাংলাদেশের ক্ষতি করবে না তো কি করবে? দেশটাকে চুসে খাওয়ার জন্যইতো আম্লীগের প্রতি এত ধরদ। তার পরেও চোর ডাকাতের গুষ্টিরা এখনো বুঝতে পারছেনা। সাহা দে রায় দত্ত কুমার নাথ চক্রবর্তী সিং দেব ওদের এত প্রভাব অতিতে কখনো ছিলনা। তত্বপূর্ণ লেখাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১০ মার্চ ২০১৬ দুপুর ১২:৪১
299996
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহ। এই পরিস্থিতি হতে উত্তরণের উপায় বের করতে হবে।
361968
০৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
শেখের পোলা লিখেছেন : অঙ্ক ভাল বুঝিনা তবে যোগ বিয়োগ বুঝি আর মনে মনে হিসাব মেলাই৷ এ অঙ্কগুলো বিয়োগ৷ লেখা হয়েছিল ৭১ সালে৷এটা সরলবিয়োগ৷ ধীরে ধীরে ছোট হয়ে আসছে৷ আর ঐ সময়েরটা ছিল চলিত বিয়োগ, তাতে ছিল গাড়ি, চাল,গম,ফ্যক্টোরি খুচরা যন্ত্রাংশ যা রাত দিন ট্রাকভর্তী করে চলে যেত৷ এসবই ছিল চেতনা৷ তাই দুঃখ করিনা৷ শুধু দেখে যাই৷ ধন্যবাদ৷
১০ মার্চ ২০১৬ দুপুর ১২:৪২
299997
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : চেতনাটা আমদানী হয়েছে ওপাড় হতে, তাই এত দূষিত। জাযাকাল্লাহ।
১০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
300047
শেখের পোলা লিখেছেন : আমদানী আমরাই করেছি৷ ফেরত দিতে পারবনা৷
361982
০৯ মার্চ ২০১৬ রাত ০৯:০৪
আফরা লিখেছেন : হায় আল্লাহ! সবই দেখি মালাউন !!
১০ মার্চ ২০১৬ দুপুর ১২:৪২
299998
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Clown Clown Clown
১০ মার্চ ২০১৬ বিকাল ০৫:২৩
300026
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঐ, মালাউনের অর্থ কি বলেন?
১০ মার্চ ২০১৬ রাত ০৮:৩৩
300053
আফরা লিখেছেন : মালাউনের অর্থ কি তা আমি জানি না তবে আমাদের এলাকায় হিন্দুদের মালাউন বলে গালি দেয় । আর আমার গুরুর কাছ থেকে শুনেছি মালাউন অর্থ অপবিত্র ।
১২ মার্চ ২০১৬ দুপুর ১২:৩২
300181
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মালাউন অর্থ অপবিত্র শয়তান।
১২ মার্চ ২০১৬ দুপুর ০১:০৫
300186
গাজী সালাউদ্দিন লিখেছেন : আঁর কিল্লাই জানি মনে অয়, আন্নেরা বাড়ি নোয়াখালি!
তবে তাদের এই গালিটা দেয়া উচিৎ নয়। আর আন্নেতো না জাইন্না দিছেন, আঁর দিয়েন্না ক্যান! @ পনি
361984
০৯ মার্চ ২০১৬ রাত ০৯:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিশ্লেষন করেন অর সংশ্লেষন টাকা এবং টাকার চাবি দুইটাই উনাদের হাতে।
১০ মার্চ ২০১৬ দুপুর ১২:৪২
299999
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহ। এই পরিস্থিতি হতে উত্তরণের উপায় বের করতে হবে।
362069
১০ মার্চ ২০১৬ বিকাল ০৫:২৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : সারাদেশ ৯০ শতাংশের সংখ্যাগরিষ্ঠ, এই বড়াই করে কি হবে, আসল জায়গায়তো দেখি সংখ্যালঘুরাই সংখ্যাগরিষ্ঠ। তাহলে যা হবার তাই হচ্ছে।

১২ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৩
300182
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : রাইট।
362245
১২ মার্চ ২০১৬ দুপুর ০৩:৪২
আব্দুল গাফফার লিখেছেন : সবি পরিকল্পিত !আপনার লেখায় উল্লেখিত মালাউন্দের লিস্ট দেখে গা শিরশির করছে । অনেক ধন্যবাদ
১০
362251
১২ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File