মওকা গল্প

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:২৪:৫৩ সকাল

খবরঃ বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

অবাক হওয়ার কিছু নেই। অনেকে বলেন, বাংলাদেশে এখন ভারতের অঙ্গরাজ্য। আমি বলি, এর চেয়েও বেশি কিছু।

বর্তমান পরিস্থিতির চেয়ে বরং ভারতের অফিসিয়াল অঙ্গরাজ্য হলেই ঢের ভালো হতো। তখন কিছু Liability থাকতো বাংলাদেশের প্রতি। কেন্দ্রের প্রচুর অর্থ খরচ হতো-অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা ও বিভিন্ন খাতে। এখন কিন্তু ভারত বাংলাদেশ হতে এক তরফা নিয়েই যাচ্ছে। কোন দায়বদ্ধতা নেই।

তো যাই হোক। এ সুযোগে বরং একটি মওকা গল্প বলা যাক।

ব্রাহ্মণ পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে ঘটক গেল কন্যাদায়গ্রস্ত পিতার কাছে। কন্যার বাবা কহিলেন, “ সবইতো ভালো। তা ছেলের স্বভাব চরিত্র কেমন?”

ঘটক, “খুবই ভালো ছেলে। তবে একটু পেঁয়াজ খায়।”

মেয়ের বাবা, “রাম রাম! ব্রাহ্মণের ছেলে পেঁয়াজ খায়!!”

ঘটক, “আরে মশাই সবসময় কি আর খায়? যখন একটু ‪#‎গরুর‬ গোশত টোশত খায় আর কি।”

“রাম! রাম!! ব্রাহ্মনের ছেলে গরুর গোশতও খায়?”

“সব সময় কি আর খায় মশায়? যখন একটু বিদেশী লাল পানি টানি খায়, তখন একটু আধটু খায়।”

“রাম! রাম! এ যে দেখি মদও খায়!!”

“আরে আরে অবাক হচ্ছেন কেন মশাই? সব সময়তো আর খায় না। যখন একটু ওপাড়ায় মানে সোনাগাছির ওদিকে যায় আর কি!”

কন্যার বাবা বেঁহুশ।

বিষয়: রাজনীতি

১৩১০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360652
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৪৮
আফরা লিখেছেন : ভরত ,বাংলাদেশকে কখনো অফিসিয়াল অঙ্গরাজ্য বানাবে না । বাংলাদেষহ থেকে তারা শুধু ফায়দা লুটবে ।
তারা বাংলাদেশের অবস্থা এমন করবে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে আজান দেওয়ার লোক খুজে পাওয়া যাবে না ।

ধন্যবাদ ভাইয়া ।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৫১
298885
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সঠিক উপলব্ধির জন্য ধন্যবাদ আপনাকে। আমিই সেটাই মনে করি এবং এটিই ঠিক।
360680
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২০
নেহায়েৎ লিখেছেন : এরা সবেমাত্র প্লট তৈরী করছে।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:০৩
298905
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বিষদাঁত উপড়ে ফেলতে হবে এখনি।
360692
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাদারা আমাদের চেয়ে বেশি গরু খায়!! কিন্তু আমাদের দেশে এই দাবি শ্রিঘ্রই পুরন করা হবে। অন্য কোন কারন দেখিয়ে এই কর্ম করা হবে। গরুর কোন রোগ বা দেশে গরু কম বলে!
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০৭
298991
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হুম। দুর্জনের ছলের অভাব হয় না।
360700
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৪৩
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আমাদের পাঠ্য পুস্তুকগুলো থেকে একে একে সব ইসলামিক গল্প কবিতা বাদ দিয়ে হিন্দুদের শিক্ষা প্রবেশ হচ্ছে যেখানে সেখানে এইসব দাবী তারা করতেই পডারে!
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০৬
298990
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এনিয়ে আমাদের হুজুরদের কোন রা নেই। তাদের যত গোস্বা পিস টিভির উপর।
360718
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:২০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গরু খাবে খাও তবে তাকে মা ডেকোনা,
নিজের মা সম্মান কর গরু খাও খাও খাও
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০৫
298988
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওরা গরুর মূত্র পান করে।3:-O
360726
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০৩
শেখের পোলা লিখেছেন : যাই বলেন, আমরা কিন্তু মেয়ের বাবার মত বেহুশ হবনা, কারণ আমাদের আস্তে আস্তে অভ্যাস করানো হচ্ছে৷ যেন এক জনকে ফাঁসী দিয়ে পরখ করে দেখল তেমন কোন প্রতিকিয়া হলনা৷ তাই আরও একজনকে দিল৷ এভাবে সাহস সঞ্চয় করে এখন যাবজ্জীবন গুলোকেও ফাঁসীতে নেওয়ার পাঁয়তারা হচ্ছে৷ এ গুলো আমাদের অভ্যেস হয়েই গেছে ও যাবে৷ ধন্যবাদ৷
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০৬
298989
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যথার্থই বলেছেন মুহতারাম। জাযাকাল্লাহ খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File