মওকা গল্প
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:২৪:৫৩ সকাল
খবরঃ বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
অবাক হওয়ার কিছু নেই। অনেকে বলেন, বাংলাদেশে এখন ভারতের অঙ্গরাজ্য। আমি বলি, এর চেয়েও বেশি কিছু।
বর্তমান পরিস্থিতির চেয়ে বরং ভারতের অফিসিয়াল অঙ্গরাজ্য হলেই ঢের ভালো হতো। তখন কিছু Liability থাকতো বাংলাদেশের প্রতি। কেন্দ্রের প্রচুর অর্থ খরচ হতো-অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা ও বিভিন্ন খাতে। এখন কিন্তু ভারত বাংলাদেশ হতে এক তরফা নিয়েই যাচ্ছে। কোন দায়বদ্ধতা নেই।
তো যাই হোক। এ সুযোগে বরং একটি মওকা গল্প বলা যাক।
ব্রাহ্মণ পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে ঘটক গেল কন্যাদায়গ্রস্ত পিতার কাছে। কন্যার বাবা কহিলেন, “ সবইতো ভালো। তা ছেলের স্বভাব চরিত্র কেমন?”
ঘটক, “খুবই ভালো ছেলে। তবে একটু পেঁয়াজ খায়।”
মেয়ের বাবা, “রাম রাম! ব্রাহ্মণের ছেলে পেঁয়াজ খায়!!”
ঘটক, “আরে মশাই সবসময় কি আর খায়? যখন একটু #গরুর গোশত টোশত খায় আর কি।”
“রাম! রাম!! ব্রাহ্মনের ছেলে গরুর গোশতও খায়?”
“সব সময় কি আর খায় মশায়? যখন একটু বিদেশী লাল পানি টানি খায়, তখন একটু আধটু খায়।”
“রাম! রাম! এ যে দেখি মদও খায়!!”
“আরে আরে অবাক হচ্ছেন কেন মশাই? সব সময়তো আর খায় না। যখন একটু ওপাড়ায় মানে সোনাগাছির ওদিকে যায় আর কি!”
কন্যার বাবা বেঁহুশ।
বিষয়: রাজনীতি
১৩৩২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারা বাংলাদেশের অবস্থা এমন করবে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে আজান দেওয়ার লোক খুজে পাওয়া যাবে না ।
ধন্যবাদ ভাইয়া ।
নিজের মা সম্মান কর গরু খাও খাও খাও
মন্তব্য করতে লগইন করুন