দুই মহান যোদ্ধা
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৯ জানুয়ারি, ২০১৬, ১১:৪৪:৫২ রাত
চিকেন কবীর ফাইটার,
মাথার সামনে টাক তার।
কোথায় করছেন ফাইট?
জানে না কেউ রাইট!
যুদ্ধ শেষে
ফিরে এলেন দেশে
সবে হাসুন একটু কেশে।
মানুষ শুনলে হাসে,
গরু শুনলে কাশে,
জিগায় রণাঙ্গনটা ছিল
তবে কোন দেশে?
আরো এক বোদ্ধা
খাটের তলার যোদ্ধা।
যুদ্ধের নয় মাস,
খাটের তলায় বসবাস।
তিনি আবার সাইন্টিস্ট,
রাইটার কপি পেস্ট।
সব বাধা পেরিয়ে,
ড্রোন দিলেন উড়িয়ে।
ড্রোন উড়ে তিন ফুট উঁচুতে
লম্ফ তিন হাত, বোদ্ধা খুশিতে।
চাষ করেন চেতনা
কোন বাধা মানে না,
বোদ্ধার গবেষণা।
অতি বড় বোদ্ধা
দুই মহান যোদ্ধা।
বিষয়: সাহিত্য
১০৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন