মেঘ পাহাড়ের দেশে (দ্বিতীয় পর্ব)
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১১ আগস্ট, ২০১৫, ১২:৫৪:২৮ দুপুর
প্রথম পর্বের লিংক
দার্জিলিং গিয়ে প্রথমেই হোটেলে উঠলাম। অফসিজন হওয়াতে অল্পতেই মিলে গেল ভালো হোটেল। ৮০০ রুপিতে ডাবল বেড-হোটেল প্যারাডাইস প্যালেস। হোটেলে উঠে প্রথমে খটকা লাগলো। ফ্যান, এসি কিছুই চোখে পড়লোনা। পরক্ষণেই ভুল ভাঙল। এই ভর গ্রীষ্মেও দার্জিলিং এর ন্যাচারাল আবহাওয়াটা বেশ খানিকটা হিম হিম। দার্জিলিং এ তাই কখনো ফ্যান বা এসি এর প্রয়োজন হয় না।
হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর ঘন্টাখানেক রেস্ট নিয়েই বের হয়ে পড়লাম। প্রথমে রেঁস্তোরা খোঁজার পালা, পেটে রাক্ষুসে ক্ষিদা তখন। একটু চেষ্টাতেই মিলে গেল একটি মুসলিম রেঁস্তোরা-ইসলামিয়া রেষ্টুরেন্ট। তাঁর নিকটেই আছে সুদৃশ্য মসজিদ-আঞ্জুমানে ইসলামিয়া।
ভোজনপর্ব ও জোহরের সালাত শেষে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর রূপসূধা দর্শনে। আমার হোটেল এর নিকটেই ছিল দার্জিলিং এর বিখ্যাত মল মার্কেট। এটি আমাদের চট্টগ্রামের জহুর হকার মার্কেট এর মত। খাড়া হয়ে অনেক উপরে উঠে গিয়েছে। দুই পাশে নেপালী গোর্খা ও ভারতীয় হকাররা তাদের বিভিন্ন পণ্যসম্ভার নিয়ে অপেক্ষা করছে পর্যটক ক্রেতাদের জন্য। উপরে দার্জিলিং চা ও পোশাকের ব্র্যান্ডশপও আছে অনেক। মানসম্মত পোশাক পরিচ্ছদ এর দাম এখানে বেশ সস্তাই বলা যায়। তবে কোয়ালিটিভেদে চায়ের দামে বেশ তারতম্য লক্ষ্য করার মত। এখানে খুবই উন্নতমানের ব্ল্যাক টি, মশলা টিও গ্রীন টি পাওয়া যায় যা পৃথিবীবিখ্যাত।
এখানে সাশ্রয়ীমূল্যে আরো পাবেন বিখ্যাত কাশ্মিরী শাল। আমি মাত্র ১৬০০ রুপিতে দুটি কাশ্মিরী শাল কিনলাম বাংলাদেশে যে দুটির দাম নিবে সাত হতে আট হাজার টাকা।
মলচত্বর (মল মার্কেট এর সবচেয়ে উপরে) হতে দার্জিলিং শহর বেশ দেখার মত। অনতিদূরে পাহাড়ের ঢাল এ সুদৃশ্য ঘরবাড়ি, স্থাপনা, সারি সারি পাহাড়। আর সেই পাহাড়গুলিকে আঁকড়ে ধরে ধীরে ধীরে এগুচ্ছে সফেদ সাদা মেঘের সারি। এই দৃশ্য ভাষায় বর্ণনাতীত, অত্যন্ত মনোমুগ্ধকর। ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখেও চোখে কোন ক্লান্তি অনুভব করবেন না আপনি। সে এক অব্যক্ত অনুভূতি! মেঘ পাহাড়ের এই মিতালি দেখে সুকুমার রায়ের রামগুরুড়ের ছানার ঘোমড়া মুখও আনন্দে ভরে উঠবে। এখানে একটি কফি হাউজ আছে যেখান থেকে মেঘ পাহাড়ের অনিন্দ্যসুন্দর দৃশ্যগুলি খুব ভালভাবে দেখা মিলে। গরম কফির ধূমায়িত ধোঁয়ার সাথে সেই দৃশ্য আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে।
Mall মার্কেট এর কিছু ছবিঃ
(চলবে)..........
বিষয়: সাহিত্য
১২৯১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
এক ঈদের পরের ভ্রমন কাহিনী অন্য ঈদ আসার আগেই দিয়ে বর্ণনা!
যাক তবুও তো জানছি!!
মন্তব্য করতে লগইন করুন