রমনায় অনুষ্ঠিত হলো "অনলাইন সাহিত্য পরিষদ" এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৪ জুলাই, ২০১৫, ০৮:৩৩:৩৯ রাত
"সুসাহিত্যের আলোয় উদ্ভাসিত হোক তারুণ্য"-এই শ্লোগানকে সামনে রেখে পথচলা শুরু হয় অনলাইন সাহিত্য পরিষদ এর।
অপসাহিত্য, অপসংস্কৃতি আর বিকৃত ইতিহাসকে রুখে দিতে সুস্থ সাহিত্য ও সুস্থ সংস্কৃতি চর্চা এবং সঠিক ইতিহাস চর্চার বিকল্প নেই। আর তাইতো "অনলাইন সাহিত্য পরিষদ" এর পতাকাতলে ঐক্যবদ্ধ হয় একঝাঁক তরুণ প্রতিভাবান লেখক, সাহিত্যিক, ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট।
উদ্দেশ্য সফল করতে করণীয় নির্ধারণে অনলাইনে এবং প্রিন্ট মিডিয়ায় লেখালেখির পাশাপাশি ইতিপূর্বে একাধিকবার গেট টুগেদার, আলোচনা সভার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন ছিল ইফতার, দোয়া ও আলোচনা অনুষ্ঠান।
গত ১৫ই জুলাই রোজ শুক্রবার রমনার প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো তারুণ্যনির্ভর এই কর্মসূচী। একঝাঁক লেখক, ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট এর প্রাণবন্ত আলোচনায় মুখর হয়ে উঠেছিল রমনার সবুজ প্রকৃতি।
ইফতার পূর্ব আলোচনা সভায় উপস্থিত লেখক ও ব্লগাররা বেশি বেশি সুস্থ সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রত্যয় ব্যক্ত করেন।
“অনলাইন সাহিত্য পরিষদ” এর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠান ও দোয়া মাহফিল এর কিছু খন্ড চিত্র।
বিষয়: সাহিত্য
১২০৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর সেই নামটা অপি বাইদান।
আমি কি ব্লগারদের ইফতারে আসতে পারি।
মিস করলাম। তবে অভিনন্দন!
উদ্ভট মন্তব্য কারিদের মন্তব্য মুছে দিন!
বজ্জাতটাকে খোয়াড়ে ঢুকিয়েছি।
আমার অনেক ইচ্ছা থাকা সত্বেও আসতে পারি নাই।
এটা সম্ভবত আমার ব্যাড লাক!
কারণ, এর আগে যতগুলো প্রোগ্রাম হয়েছে...তখন হয় আমি ঢাকার বাহিরে কিংবা পারিবারিক কোন অনুষ্ঠানে যেখানে না গেলেই নয়..অর্থাত আমি নিজেই হোস্ট।
সেদিন ইফতার প্রোগ্রামের দাওয়াত পেলাম কিন্তু যেতে পারি নাই, কারণ ঐ দিন আমি যে হাইস্কুলে পড়াশোনা করেছি...স্কুলের ঢাকাস্থ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ইফতার মাহফিল অনুষ্ঠান ছিল ফেনী সমিতি মিলনায়তনে।
উদ্যেক্তাদের মধ্যে আমিও একজন ছিলাম এবং প্রোগাম বাস্তবায়নের দায়িত্ব অনেকটাই আমার কাঁধে ছিল। আলহামদুল্লিাহ প্রোগ্রামে ব্যাপক সাড়া পেয়েছি।
আমার ক্ষেত্রে এমন কেন হচ্ছে জানি না।
সবার জন্য দোয়া এবং ভালবাসা...
মন্তব্য করতে লগইন করুন