আদু‬ ভাই এর এ প্লাস

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ৩১ মার্চ, ২০১৫, ০৪:০৩:১৬ বিকাল

আমাদের আদু ভাই

বিদ্যের জাহাজ বোঝাই

কিছুই নাকি তার অজানা নয়

কাউকেই তাই পরোয়া নয়।




গোটা তিনেক টেরাই মেরে

মাধ্যমিকে ফেল করে

এ যেন দিব্যি মজা

বলেন, ফেল কি এত্ত সোজা!

পাশ করা সহজ বটে, ফেল করা নয়কো বাপু

পাশ নাকি জিনিয়াসদের, করে না কভু কাবু!

সেদিন হঠাৎ বাজার মোড়ে

পড়বি পড় আদুভাইয়ের ঘাড়ে

সে ছিল চিপার আড়েই।

মস্ত বড় হা করিয়ে

রসগোল্লা দেয় গিলিয়ে

আদু ভাই এর মতিগতি

বোঝা নয়কো সহজ অতি,

চক্ষু মুদে আড়াই মিনিট

ভাবলাম একটু খানিক।




আদু ভাই কি তবে দিল্লী কা লাড্ডু খেল?

না না, তা নয় - আদু ভাই ‪#‎এ‬ প্লাস পেল।

শুনেতো আক্কেল গুড়ুম

হলো না কিচ্ছু মালুম

পরীক্ষাতো দেয় নি তবে

এ প্লাস মিললো কবে?

বিদ্যের জাহাজ যে জন

পরীক্ষার কি প্রয়োজন

এ প্লাস এমনিই মিলে

পরীক্ষা নাই বা দিলে।

ওরে ও বাদ্য বাজা

এ প্লাস বড্ড সোজা

আমার শখের বিড়াল ছানা

এ প্লাস এবার তার আটকাবে না।

বিষয়: সাহিত্য

১১৬০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312058
৩১ মার্চ ২০১৫ বিকাল ০৫:০২
egypt12 লিখেছেন : পরিক্ষা না দিয়েও এ প্লাস পেলে আর আদু ভাই ফেল করার দরকার কি?
০১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৭
253199
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মিলিয়ন ডলার কোশ্চেন। Don't Tell Anyone
312062
৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
নূর আল আমিন লিখেছেন : ফেল বলতে কিচ্ছু নাই। সব বিরোধী দলের অপপ্রচার!
০১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৭
253200
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এই অপপ্রচার বন্ধ করতে দেশে এ প্লাস এর বন্যা বইয়ে দিতে হবে। <:-P <:-P
312066
৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসাআলমুআলাইকুম!

ছন্দে ছন্দে বেশ রসাত্নক কবিতা পড়লাম! আসলেই সুন্দর কবিতা লিখেছেন!

আরো লিখুন! শুভেচ্ছা ও শুভকামনা রইলো!

তবে আদু ভাই কেউ না হোক! সবাই ভালোভাবে পড়াশোনা করেই পাশ করুক! Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৩
253201
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

ধন্যবাদ আপনাকে। আজ শিক্ষাব্যবস্থার মান তলানিতে। এক সময় ছিল সারা দেশে ২০ জন বোর্ডস্ট্যান্ড করতো যাদের সবাই চিনতো। স্টার মার্কস, প্রথম বিভাগ প্রাপ্তদেরও সবাই মেধাবী হিসেবেই জানতো। মোটামুটি মানের ছাত্ররা দ্বিতীয় বিভাগ পেত।

এখন লক্ষ লক্ষ এ প্লাস। মেধাবী অমেধাবী চিহ্নিত করাটাই কঠিন। যোগ্য অযোগ্য সবাই এ প্লাস পাচ্ছে।
312092
৩১ মার্চ ২০১৫ রাত ০৮:৫৫
শেখের পোলা লিখেছেন : বিদ্যে বোঝাই নাহিদ মশাই হাসুর নৌক চড়ে,
গজ মন্ত্রী বন্দী রেখে চালেন শুধু বড়ে৷
সনদ বেচা ব্যবসা করে তাও জাননা বুঝি?
ছোট সনদ বড় সনদ সনদ বেচাই পুঁজি৷
০১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৪
253202
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

চমৎকার ছন্দের জন্য ধন্যবাদ আপনাকে। আজ শিক্ষাব্যবস্থার মান তলানিতে। এক সময় ছিল সারা দেশে ২০ জন বোর্ডস্ট্যান্ড করতো যাদের সবাই চিনতো। স্টার মার্কস, প্রথম বিভাগ প্রাপ্তদেরও সবাই মেধাবী হিসেবেই জানতো। মোটামুটি মানের ছাত্ররা দ্বিতীয় বিভাগ পেত।

এখন লক্ষ লক্ষ এ প্লাস। মেধাবী অমেধাবী চিহ্নিত করাটাই কঠিন। যোগ্য অযোগ্য সবাই এ প্লাস পাচ্ছে।
312103
৩১ মার্চ ২০১৫ রাত ০৯:২৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
312115
৩১ মার্চ ২০১৫ রাত ১১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাইগ্য ভাল আবুল মনসুর আহমদ এর আদু ভাই এখন বেচে নাই!!
না হলে তাকেও ডবল এ প্লাস বানাইয়া দিত আজকে!
০১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৪
253203
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : তাই করা হতো। Don't Tell Anyone
312129
০১ এপ্রিল ২০১৫ রাত ০১:১৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লিখেছেন ব্লগে আপনার উপস্থিতি আমাদের আনন্দিত করে! ধন্যবাদ
০১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৬
253204
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকে ধন্যবাদ। Good Luck Good Luck
312611
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৪:০১
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর,লাইক ভাইয়া Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose
০৩ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৬
253634
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ গাফফার ভা্ই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File