'অনলাইন সাহিত্য পরিষদ' কর্তৃক [b]শীতকালীন কবিতা উৎসব[/b] প্রতিযোগিতায় অংশগ্রহণ এর আমন্ত্রণ।
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২০ ডিসেম্বর, ২০১৪, ১২:১০:১২ দুপুর
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ‘অনলাইন সাহিত্য পরিষদ’ এর উদ্যোগে ‘শীতকালীন কবিতা উৎসব’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ।
শীতল বাবু
- আবু আশফাক
কে আমাদের নিয়ে এলো
খেজুর রসের দেশে
বসন্তের-ই বার্তা দিল
কে সে মুচকি হেসে?
কে ভরালো শাক-সবজিতে
গ্রাম-বাংলার হাট
সূর্যমুখী ডালিয়া গাদায়
কে ভরালো মাঠ?
সেই-তো হলো শীতল বাবু
ডাক নামটি শীত
তার সুবাদেই গাইছি সবে
পিঠা-পুলির গীত।
"শীতের বুড়ি"২
---------নাছির বিন ইব্রাহীম
হেটে এলাম ঠান্ডা হাওয়ায়
শীত সকালে ঘুরে,
শীতের বুড়ি কাঁপছে দেখি
গাইছে করুন সুরে।
আমার গায়ে গরম জামা
তার গায়ে তো নায়,
ঠক ঠকা ঠাক কাঁপছে বুড়ি
এদিন ওদিক চায়।
আমার মায়ের আমি আছি
ওর কি আছে কেহ?
থাকলে কেন এমন শীতেই
ঢাকছে না তার দেহ।
মা তো আমায় নিয়ে এখন
খাবে শীতের পিঠা,
তার কি আছে আটার গুঢ়া
কিংবা খেজুর মিটা।
গরম জামায়,গরম পিঠায়
করছে যারা সুখ,
খোঁজ নেয় না শীত বুড়িদের
কেউ দেখেনা দুঃখ।
শীতের সকালে
আ ল ম গী র মু হা ম্ম দ সি রা জ
পথ-ঘাট চারদিকে
কুয়াশায় ঢাকা,
এ যেন ধূসর ছবি
শিল্পীর আঁকা।
কুয়াশার রেশ ছিড়ে
দিনমনি হাসে,
ঝিকিমিকি ঝলকানি
সবুজের ঘাসে।
প্রতিদিন প্রাতভোরে
সঁই ফুল ঝরে,
রেণু-পপি তোলে ফুল
দু’আঁচল ভরে।
গরম পরশ নিয়ে
কাঁচা রোদ আসে,
চাচিদের উম কোলে
সোনামনি হাসে।
শীতের ভোরে
-ফাতিমা মারিয়াম
*****************
কুয়াশা ঘেরা ভোরবেলা খুব শীত শীত লাগছে,
টুপটাপ করে শিশিরকণা মাটির ওপর পড়ছে।
ছেলেবুড়ো সব লেপমুড়ি দিয়ে চুপ করে শুয়ে রয়,
উঠলেই এখন কাঁপতে হবে মনে আছে এই ভয়।
ক্ষণপরে দেখ সূর্যটা ঐ উঁকিঝুঁকি দেয় আকাশে,
দাঁত ঠকঠক হাড় কেঁপে যায় হিম হিম হিম বাতাসে।
হিমেল ভোরে মনকাড়া স্বাদে হরেক রকম পিঠা,
গরম গরম ভীষণ মজার, আহা! খেতে লাগে ভারি মিঠা।
গরম জামা গায়ে দিয়ে তুমি মজা করে পিঠা খাও!!!
বঞ্চিত যারা আশেপাশে আছে তাদেরও একটু খবর নাও।
তাদের তরে যদি আজ তুমি হও কিছুটা সদয়,
মহান প্রভুর অশেষ রহম পাবে তুমি নিশ্চয়।
এমনই মজার মজার ও হৃদয়ছোঁয়া শীতকাব্যে জমজমাট এ আয়োজনে অংশগ্রহণ করতে আপনি বসে পড়ুন কী বোর্ডের সামনে। শীতের পিঠা পায়েস, শীতের উৎসব, তীব্র শীতে দরিদ্র মানুষের দুর্দশাগ্রস্ত জীবন সব উঠে আসুক আপনাদের ছড়া ছন্দ কাব্যে।
প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
বিস্তারিত এখানেঃ https://www.facebook.com/groups/613200972117139/
অনলাইন সাহিত্য পরিষদ
বিষয়: সাহিত্য
১৮৯১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর আয়োজন।
সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
এগিয়ে চলুন...
সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
এগিয়ে চলুন-
ইহা একটি কপিপেষ্ট মন্তব্য।
- ইহা একটি সাদিক রুবেলিয় মন্তব্য। হাহাহা।
মন্তব্য করতে লগইন করুন