আবীর এর শুভ জন্মদিন
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৩ ডিসেম্বর, ২০১৪, ১২:০০:৪৫ দুপুর
প্রথম যবে আবীর সোনা এসেছিল ভবে,
কেঁদেছিল একা সে, হেসেছিল সবে।
তারিখটি ছিল তখন ডিসেম্বরের তিন,
মনে পরে এখনো সেই শুভদিন।
কয়দিন পরেই এল হাঁড়কাপানো শীত,
গুটিসুঁটি মেরে তখন যেত শুধু নিদ।
বাঁকাঠোঁটে হাসে সে, মুখে ছিলনা দাঁত,
ভালবাসতো খেতে খুব, মুখে পুরে হাত।
ধীরে ধীরে আবীর মনি বড় হতে থাকে,
আধো আধো বুলিতে বাবা মা ডাকে।
দুষ্টুমিতে পাকা আর বুদ্ধিতে সেরা,
থাকে সদা বাবা মায়ের মমতায় ঘেরা।
কান্নাকাটি করে কম সদা হাসি মুখ,
খামচি দেয় ছোট হাতে যখন রেগে যায় খুব।
ঘুমচোখে সোনামনির নিষ্পাপ মুখ,
তাকিয়েই ভুলে যাই আছে যত দুখ।
[i]পার্কে যায় সে মাঝে মাঝে বেড়াতে,
আরো যায় সুপার শপে এটা সেটা কিনতে।
কালো চশমা পড়ে সে ধরবে কালাবিলাই,
টাকার বস্তা নিয়ে আগেই গেল বিলাই পালাই।
মাওলানা হয়েছে সাদা টুপি পড়ে,
ভুবনজয়ী হাসি দেয় গাড়িতে চড়ে।
ছোটখাট বড় মানুষ আম্মু বলে তাকে,
বড়দের মতই সে কান্ড করে থাকে।
জন্মদিনের দাওয়াত দিলাম ডিজিটাল কেক,
আবীর যেন হয়ে ওঠে আল্লাহর বান্দা নেক।
দোয়া কর টুডে ব্লগের ব্লগার বন্ধু সবে,
একদিন আবীর সোনা অনেক বড় হবে।
বিষয়: সাহিত্য
১৭৪০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অভিনন্দন আবির এবং তার মা-বাবা কে।
তবে প্রথম ছবি টা দেখেই আমার বুকে ব্যাথা শুরু হইছে। জলদি না খাওয়ালে আমি বোধ হয় আরো অসুস্থ হয়ে যা্ব!!!!
শুভ জন্মদিন আবীর সোনামণিকে...
জাযাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন