আবীর এর শুভ জন্মদিন

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৩ ডিসেম্বর, ২০১৪, ১২:০০:৪৫ দুপুর

প্রথম যবে আবীর সোনা এসেছিল ভবে,

কেঁদেছিল একা সে, হেসেছিল সবে।

তারিখটি ছিল তখন ডিসেম্বরের তিন,

মনে পরে এখনো সেই শুভদিন।






কয়দিন পরেই এল হাঁড়কাপানো শীত,

গুটিসুঁটি মেরে তখন যেত শুধু নিদ।

বাঁকাঠোঁটে হাসে সে, মুখে ছিলনা দাঁত,

ভালবাসতো খেতে খুব, মুখে পুরে হাত।


ধীরে ধীরে আবীর মনি বড় হতে থাকে,

আধো আধো বুলিতে বাবা মা ডাকে।

দুষ্টুমিতে পাকা আর বুদ্ধিতে সেরা,

থাকে সদা বাবা মায়ের মমতায় ঘেরা।


কান্নাকাটি করে কম সদা হাসি মুখ,

খামচি দেয় ছোট হাতে যখন রেগে যায় খুব।

ঘুমচোখে সোনামনির নিষ্পাপ মুখ,

তাকিয়েই ভুলে যাই আছে যত দুখ।


[i]পার্কে যায় সে মাঝে মাঝে বেড়াতে,

আরো যায় সুপার শপে এটা সেটা কিনতে।


























কালো চশমা পড়ে সে ধরবে কালাবিলাই,

টাকার বস্তা নিয়ে আগেই গেল বিলাই পালাই।




মাওলানা হয়েছে সাদা টুপি পড়ে,

ভুবনজয়ী হাসি দেয় গাড়িতে চড়ে।

ছোটখাট বড় মানুষ আম্মু বলে তাকে,

বড়দের মতই সে কান্ড করে থাকে।









জন্মদিনের দাওয়াত দিলাম ডিজিটাল কেক,

আবীর যেন হয়ে ওঠে আল্লাহর বান্দা নেক।

দোয়া কর টুডে ব্লগের ব্লগার বন্ধু সবে,

একদিন আবীর সোনা অনেক বড় হবে।




বিষয়: সাহিত্য

১৭৪০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290884
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
অভিনন্দন আবির এবং তার মা-বাবা কে।
তবে প্রথম ছবি টা দেখেই আমার বুকে ব্যাথা শুরু হইছে। জলদি না খাওয়ালে আমি বোধ হয় আরো অসুস্থ হয়ে যা্ব!!!!
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
234526
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : চলে আসেন। পেট পুরে খাওয়াবো ইনশাল্লাহ।
290888
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৪
234561
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
290901
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো দেখে ও পড়ে। ধন্যবাদ আপনাকে
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
234544
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জন্মদিনের শুভেচ্ছা থাকলো। Good Luck Good Luck
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
234562
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
290920
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
ভিশু লিখেছেন :
Praying Praying Praying শুভ জন্মদিন আবীর সোনামণিকে... Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
234563
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়াও! নাইস গিফট ফর আবীর।
জাযাকাল্লাহ।
290924
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : মাশাআল্লাহ। অভিনন্দন আবীর ও তারা বাবা-মাকে। ২ নাম্বার যে ছবিটা দেখালেন, তা অনলাইনের বাহিরে অফ্লাইনে দেখালে দোয়া আরো বাড়বে Angel
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৮
234769
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ইনশাল্লাহ হবে। বাসায় আগাম নিমন্ত্রণ।Angel
290940
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৩
চোরাবালি লিখেছেন : শুভকামনা আপনাদের সকলের জন্য।
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৯
234770
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাদের জন্যও শুভকামনা।
290959
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
আফরা লিখেছেন : আল্লাহ আবীর সোনামনিকে নেক হায়াত ও সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন ।আমীন
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৯
234771
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমিন।
290969
০৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
আবু আশফাক লিখেছেন : আবীরের জন্ম দিনে ওর জন্য অনেক অনেক দুআ রইল। বাবা-মায়ের চক্ষু শীতলকারী হোক।
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৯
234772
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমিন।
290990
০৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
সান বাংলা লিখেছেন :
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৯
234773
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়াও। অনেক ধন্যবাদ।Angel

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File