স্বপ্ন দিয়ে বোনা-বইটি বইমেলায় আবার পাওয়া যাবে আজ বিকেল হতে
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৭:০৪ সকাল
স্বপ্ন দিয়ে বোনা।
ব্লগারদের প্রকাশিত সাড়া জাগানো এই বইটি ইতিমধ্যে বেশ হৈ চৈ ফেলে দিয়েছে। ব্লগারদের বাছাই করা আকর্ষণীয় গল্প কবিতার পাশাপাশি নানা প্রয়োজনীয় বিষয়ের সমাহার বইটিকে করে তুলেছে সার্বজনীন।
এ চমৎকার বইটি বইমেলায় এসেছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ২১শে ফেব্রুয়ারীতে। একটি সরকারী প্রকাশনা প্রতিষ্ঠান- জাতীয় গ্রন্থকেন্দ্র এবং একটি বেসরকারী প্রকাশনা প্রতিষ্ঠান -মৌলী প্রকাশনীর স্টলে বইটি এসেছে।
তবে ইতিমধ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। বইমেলায় যে অগ্নিকান্ড ঘটেছে তাতে সরকারী প্রকাশনা প্রতিষ্ঠান , জাতীয় গ্রন্থকেন্দ্রের সব কয়টি স্টল (২৭৪,২৭৫ এবং ২৭৬) পুড়ে গেছে। স্টলগুলোতে রক্ষিত আমাদের বইগুলোও আগুনে পুড়ে গেছে।
বইমেলায় রহস্যজনক আগুনে ৪০টি স্টল পুড়ে ছাই, তদন্ত কমিটি গঠন : প্রকাশক ও পুলিশের নাশকতার আশঙ্কা
ইতিমধ্যে মৌলী প্রকাশনীর স্টলে দেওয়া সকল বই বিক্রয় হয়ে গিয়েছে। ফলে গতকাল বইমেলায় বইটি কিনতে গিয়ে সবাই ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। অনাকাঙ্খিত এই বিড়ম্বনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
তবে আশার কথা হচ্চে বইটি আজ (২৭/০২/১৩) বিকেল হতে মৌলী প্রকাশনীতে আবার পাওয়া যাচ্ছে।
মৌলী প্রকাশনী
স্টল নং: ৩১৫-৩১৬,
অমর একুশে বইমেলা।
বইমেলার বাইরে যারা বইটি সংগ্রহ করতে চান, তাঁরা যোগাযোগ করুন -
১। প্রত্যয় প্রকাশনী
৪৯১ ডি/২, ওয়্যারলেইছ রেলগেইট,
মগবাজার, ঢাকা।
মোবাইল: ০১৯৬৬০৫১৮৫৪
২। ব্লগার প্রেসিডেন্ট
মোবাইল: ০১৮১১ ৪১৬৬৩৪
ফুরিয়ে যাওয়ার আগেই আপনার কপি সংগ্রহ করুন।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন