Homo Sapiens প্রজাতি হিসেবে আমি লজ্জিত
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৮ জুন, ২০১৪, ১২:০৫:২৩ দুপুর
বিশ্ব নাকি এগিয়ে চলছে। হ্যা, এগুচ্ছে বটে। অর্থবিত্তে, প্রযুক্তিতে, গতিতে। তবে মানসিক উৎকর্ষতায় দিন দিন পিছিয়ে যাচ্ছে এ গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী Homo Sapiens তথা মানুষ প্রজাতি। নৈতিক মূল্যবোধ হারিয়ে অমানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখানে।
নিজ দেশ ও পাশের দেশের দুটি ঘটনায় চোখ বুলান। অমানুষদের এসব কীর্তিতে শয়তানও নিশ্চয় লজ্জিত।
ঘটনা এক. নিজ স্ত্রীকে হ্যান্ডক্যাপ পড়িয়ে এএসআই’র নির্যাতন। ঘটনাস্থলঃ চট্টগ্রাম, বাংলাদেশ।
http://www.sheershanews.com/2014/06/07/40134
ঘটনা দুই. ধর্ষণের পর নিজ মেয়েকে খুন করলেন বাবা! ঘটনাস্থলঃ পাশের রাষ্ট্র, ভারত।
http://www.onbangladesh.org/newsdetail/detail/200/80307
কি আৎকে উঠলেন? পুরুষ হিসেবে লজ্জিত হচ্ছেন? লজ্জিত হওয়াটাই উচিত।
তবে এ অমানুষদের নারী/পুরুষ কোনো সংজ্ঞাতে সীমাবদ্ধ করতে আমি রাজী নই। বাবা কন্যার পরম শ্রদ্ধার আধার, নিরাপদ আশ্রয়। সেই বাবাই কিনা ধর্ষণ শেষে খুন করে! পৃথিবীতে এমন কোনো পশু ও কি আছে যে নিজ কন্যা সন্তানকে ধর্ষণ করে?
এদেরকে পশুর সাথে তুলনা করলে পশুর অবমাননা হয়। নারী বা পুরুষ না বলে এদেরকে অমানুষ বলাটাই শ্রেয়।
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুলিশের পোষাক পড়ে চট্টগ্রামের পুলিশের সহকারী সুইপার এইডা কি কাজ কইরলো? কুনো সুইপারও এ কাম করতে হুনি ন।
এটা --- ঘটনা এক. নিজ স্ত্রীকে হ্যান্ডক্যাপ পড়িয়ে এএসপি’র নির্যাতন। ঘটনাস্থলঃ চট্টগ্রাম, বাংলাদেশ।
নাকি এটা --
ঘটনা দুই. ধর্ষণের পর নিজ মেয়েকে খুন করলেন বাবা! ঘটনাস্থলঃ পাশের রাষ্ট্র, ভারত।
যেই বাহিনীকে একদিন মানুষ বিপদের বন্ধু মনে করত আজকে সেই বাহিনীর কথা শুনলে মানুষ ভয়ে আতকে উঠে,ওরা এতই নিচে নেমে গেছে যে ওদের যে কোন কর্ম-কান্ডে সাধারন মানুষ এখন আবলিলায় বলে এই না হলে কি পুলুইশ???
আসফালা সাফিলীন!
একটু ভুল হয়েছে এএসপি নয় এ একজন এএসআই।
http://www.banglanews24.com/beta/fullnews/bn/296997.html
মন্তব্য করতে লগইন করুন