কলকাতার আইপিএল বিজয় এবং আমাদের হিজড়াপনা
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০২ জুন, ২০১৪, ১২:২৫:৩৯ দুপুর
আইপিএল এ KKR এর বিজয়ে সীমাহীন উদ্যাম উচ্ছ্বাস দেখে মনে হয় এ জাতি দিন দিন হিজড়া হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে। (দুঃখিত, হিজড়া বলতে আল্লাহপাক যাদেরকে জন্মগত ত্রুটি দিয়ে সৃষ্টি করেছেন তাঁদের কথা বলছিনা। তাঁদের খাটো করা হচ্ছেনা এখানে যেহেতু তাঁরা সেটার জন্য দায়ীও নন। এখানে হিজড়া শব্দটি কাপুরুষ অর্থে ব্যবহৃত।)
ফটোক্রেডিটঃ ব্লগার দ্য স্লেভ
দেশে অব্যাহত গুম খুনের পাশাপাশি আজ দেশের সার্বভৌমত্বও হুমকির সম্মুখীন। নাসাকা বাহিনীর হাতে বিজিবি সদস্য খুন, বঙ্গোপসাগরে মায়ানমার এর যুদ্ধজাহাজ এর টহল। এসব নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।
কেউ কেউ হয়তো বলতে পারেন- আমি ক্রিকেট বুঝিনা বলেই এমনতরো কথা বলছি। তাঁদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলি, ক্রিকেট আমার কাছে সবচেয়ে উপভোগ্য খেলা। চার ছয়ের উৎসব, বোলারের ইয়র্কার, গুগলি, ফিল্ডারের শূণ্যে লাফিয়ে ডাইভ মারা, আম্পায়ারের বৈচিত্র্যময় অঙ্গভঙ্গি, বোলারদের হাইফাইভ কিংবা ধারাভাষ্যকারদের রসালো বর্ণনা খুউব খুউব উপভোগ করি আমি। ক্রিকেট নিয়ে জাতীয় পত্রিকায় আমার অল্প বিস্তর লেখালেখিও আছে। গুগল এ আমার নাম [মো. ওহিদুল ইসলাম (শ্যামল)] লিখে সার্চ দিলেও কিছু লেখা পাবেন। সামান্য কয়েকটির লিংক দিলাম।
বিশ্বকাপ শেষ রয়ে গেছে রেশ
http://www.amardeshonline.com/pages/details/2012/10/14/168551#.U4wMVXa3TDc
পাঁচ বিশ্বসেরা আম্পায়ার
http://www.amardeshonline.com/pages/details/2012/07/29/156603#.U4wLsXa3TDc
রুখে দাঁড়াও ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র
http://www.amardeshonline.com/pages/details/2014/02/03/234442#.U4wM_Xa3TDc
http://www.amardeshonline.com/pages/weekly_news/2012/08/15/8464
চলে গেলেন ধারাভাষ্যের জাদুকর টনি গ্রেগ
http://www.amardeshonline.com/pages/details/2013/01/06/181377#.U4wN3Ha3TDe
কিন্তু শুরু হতেই আইপিএল নিয়ে আমার কোনো আগ্রহ ছিলনা। ক্রিকেট এর মর্যাদা বিনষ্টকারী আইপিএল কে শুরু হতে ঘৃণাই করে এসেছি। বিশ্বাস করুন, এবার আইপিএল এর একটি খেলাও দেখিনি আমি, গতকালের ফাইনালও নয়।
আইপিএল কি সত্যি ক্রিকেটকে কিছু দিয়েছে? নাকি ক্রিকেটকে ধ্বংস করেছে? প্লিজ নোট দ্য পয়েন্টসঃ
- ক্রিকেটকে বাণিজ্যনির্ভর করেছে আইপিএল। বড় তারকারা এখন নিজ দেশের পক্ষে খেলার চেয়ে আইপিএল এ খেলতে আগ্রহী। কারণ একটিই - টাকা।
- ভদ্রলোকের খেলাখ্যাত ক্রিকেটে নগ্নতা আমদানী করেছে আইপিএল। চিয়ার্সলেডী খ্যাত অর্ধনগ্ন নারীরা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ক্রিকেট এর উন্নয়নে কি ভূমিকা রাখছে সেটা আমার দূর্বল মস্তিষ্ক বুঝতে অক্ষম। তবে এটা বুঝি, ক্রিকেট পাগল তরুণদের নগ্নতার প্রতি আহবান জানাচ্ছে সূক্ষ্ম কৌশলে। পর্নোগ্রাফি আর ব্রথেলহোম এর দালালরা কলুষিত করছে ক্রিকেটকে।
- সর্বোপরি ক্রিকেট এর মর্যাদাকে দারুণভাবে ভূলুন্ঠিত করেছে এই আইপিএল। ক্রিকেট আজ ভদ্রলোকের খেলা নয়। এখানে এখন বাজিকরদের দাপট, ম্যাচি ফিক্সিং হয়- খেলোয়াড়রা নয়, জুয়ার টাকা নির্ধারণ করে ম্যাচের ফলাফল।
ক্রিকেট নিয়ে আমার অনেক নষ্টালজিয়া। মনে পড়ে ওয়াসিম ওয়াকারের দ্বৈরথ; উইকেট প্রাপ্তির পর ওয়াসিম এর ভুবনজয়ী উল্লাস; শহীদ আফ্রিদীর বুমবুম; মাতারা হারিকেন জয়সুরিয়ার ঝড়ো গতির ব্যাটিং; জাভাগাল শ্রীনাথ, শোয়েব আখতার, ম্যাকগ্রা ও ব্রেটলির ভয়ংকর গতি; কার্টলি এমব্রোস এর দানবীয় শরীরের অতি কৃপণ বোলিং; সাঈদ আনোয়ার, অজয় জাদেজা, আজহার উদ্দিন, শচীন টেন্ডুলকার এর ক্লাসিক্যাল ব্যাটিং; ইনজামাম উল হক এর রাজকীয় ভঙ্গিমায় ছক্কা হাঁকানো; জন্ডি রোডস এর শূণ্যে লাফিয়ে দূর্দান্ত ক্যাচ; অ্যাম্পায়ার ডেভিড শেফার্ড, স্টিভ বাকনর; ধারাভাষ্যের জাদুকর টনি গ্রেগ; ছোট দেশের বড় তারকা ফ্লাওয়ার ভ্রাতৃদ্বয়; বাংলাদেশর অতীতোজ্জ্বল গৌরব আকরাম খান, পাইলট, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন!
আজ ক্রিকেট এর এ অধঃপতিত অবস্থা খুব পীড়া দেয়, খুউব।
বিষয়: বিবিধ
১৫৯৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আইপিএল এভাবেই সমাজ কে নষ্ট করছে। অথচ আমাদের মিডিয়া একে প্রচন্ডভাবে প্রমোট করছে। আইপিএল আসার আগে ক্রিকেট নিয়ে আর্ন্তজাতিক ক্ষেত্রে জুয়া থাকলেও আমাদের দেশে ছিলনা। কিন্তু বিপিএল এর কেলেংকারি এটা প্রমান করেদিয়েছে যে আইপিএল এর নামে আমরা দেশের কি অবস্থা করেছি।
আইপিএল কে কোনভাবেই ক্লাসিক ক্রিকেট এর সাথে মানান জায়না। খেলার মাঠের পার্ফমেন্স এর চেয়ে এখানে গ্যালারিতে কোন ফিল্মষ্টার আছে তাকে নিয়ে আলোচনা হয় বেশি। আর চিয়ার লিডিং এর অশ্লিলতা তো আছেই। ইনজামামউল হকের ৯২ বিশ্বকাপ সেমিফাইনাল এর ইনিংস কিংবা ৯৯ এর খালেদ মাহমুদ সুজন এর ইনিংস এই চিয়ার লিডিং ছাড়াই অনেক বেশি উপভোগ্য হয়েছে।
আইপিএল নিয়ে ভারতে যে পরিমান দুর্নিতি হয়েছে কংগ্রেস এর পরাজয় এর পিছনে সেটাও একটা কারন। অথচ আমরা সেবি দুর্নিতি আর জুয়াকে প্রমোট করছি।
আমার পুরাতন বন্ধু কইলো আইপিএল অর্থ নাকি ইন্ডিয়ান পাগলদের লুইচ্চামী
আসলে কথাডা কি হাঁচা?
ক্রিকেটে যে নষ্টামী নোংরামী ল্যাংটামী ঢুকিয়ে দিয়েছে রেণ্ডিয়া সো বাদ এ সব....
আইপিএল শেষ করলো ভদ্রলোকের খেলাখ্যাত ক্রিকেটকে ।ধন্যবাদ । ভাল লাগলো ।আমাদের ঐ অংশের ক্ষেত্রে হিজড়ায়-ই পারফেক্ট । ধন্যবাদ ভাইয়া ।
"মদনঃ-ইয়াহু KKR জিতছে!
স্যারঃতাতে আমাদের লাভ কি?বরংচ বৃদ্ধি পেলো কিছু বিদ্যুত্ বিল আর মেগাবাইট"
অত্যন্ত দুর্ভাগ্য যে বাঙ্গালী একটা ছেলে সুবল দত্ত নামক একটা ছেলে এসে সেকি গালি!
পরে বাধ্য হয়ে তার মন্তব্যগুলো ডিলিট দিয়ে তাকে ব্লক করলাম।
মন্তব্য করতে লগইন করুন