মায়ের নিমন্ত্রণ

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৫ মে, ২০১৪, ০১:০০:৪৬ দুপুর



বড় গাছটার আম পেকেছে

লাল মোরগটা খাসা,

লিছু গাছে বুনেছে এবার

টুনটুনিতে বাসা।


ওরে খোকা ওরে খুকী আসবি তোরা কবে?

তাড়াতাড়ি আয় না এবার অনেক মজা হবে।

তেঁতুল আচার, বড়ই আচার আরো আছে চালতা,

সরিষা তেলে বানিয়ে দেব টাকি মাছের ভর্তা।


পুকুর ধারের লম্বা গাছটায় টসটসে সব জাম,

পাশের গাছেই আছে মজার কাঁচামিঠে আম।

বাঁশবাগানের পরেই মোদের তালগাছের সারি,

রোজ সেথায় রহিম চাচা বসায় রসের হাড়ি।

এই গরমে লাগবে ভাল কাঁচা তালের শাঁস,

আরো আছে সারি সারি ডাব নারিকেল গাছ।



কালিজিরা চালের পিঠা পায়েস

বিন্নী ধানের খৈ,

কালো গাইয়ের দুধে এবার বানিয়েছি দৈ।


পুকুরভরা আছে ম্যালা শিং টেংরা কৈ,

চিনি চম্পা কলার সাথে, আছে দুধ চিতই।



বাড়ি ফিরে কবে তোরা করবিরে হৈ চৈ,

তোদের আশায় রোজ আমি, পথ যে চেয়ে রই।

আয়রে খোকা আয়রে খুকী আয়রে তাড়াতাড়ি,

নিত্য আমি গুনছি দিন কবে ফিরবি বাড়ি।


বিষয়: সাহিত্য

১২৪০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221830
১৫ মে ২০১৪ দুপুর ০২:৫৯
প্রবাসী যাযাবর লিখেছেন : মাকে নিয়ে লেখা কবিতা অনেক সুন্দর হয়েছে ।
১৭ মে ২০১৪ সকাল ১১:০২
169852
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক ধন্যবাদ প্রবাসী ভ্রাতা। আবার পড়ুন, কলেবর খানিকটা বর্ধিত হয়েছে। Good Luck Good Luck
221872
১৫ মে ২০১৪ দুপুর ০৩:৫৬
ফেরারী মন লিখেছেন : চিনি চম্পা কলার সাথে আছে দুধ চিতই।
তোদের আশায় রোজ আমি, পথ যে চেয়ে রই।
আয়রে খোকা আয়রে খুকী আর করিসনা দেরী,
না এলে এবার আমি, দেব কিন্তু আড়ি।

জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে
১৭ মে ২০১৪ সকাল ১০:৫৫
169844
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ ভগিনী।Good Luck Good Luck Good Luck
221993
১৫ মে ২০১৪ রাত ০৮:১০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : পাকা আম লাল মোরগ টুনটুনির বাসা খৈ পিঠা এই দারুন দারুন বিষয়গুলো আমাকে যে কল্পনায় কোথায় নিয়ে গেল। অসাধারণ লিখেছেন।
১৭ মে ২০১৪ সকাল ১১:০৩
169853
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক ধন্যবাদ সিরাজ। আবার পড়ুন, কলেবর বেশ খানিকটা বর্ধিত হয়েছে।Angel Angel
১৮ মে ২০১৪ রাত ০৮:০৭
170484
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল মাহমুদ কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের মত কোন লেখককের লেখা কবিতা পড়লাম এমনটিই মনে হচ্ছে।
222091
১৫ মে ২০১৪ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেতগুলা খানার নাম নিলেন!!!!
কবিতাটার ভাব আমার কাছে ভিন্ন হয়ে গিয়েছে।
১৭ মে ২০১৪ সকাল ১১:০৩
169854
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনি আবার কি ভাবলেন খোলাসা কৈরা কন।Surprised Surprised
আবার পড়ুন, কলেবর খানিকটা বর্ধিত হয়েছে।
222512
১৭ মে ২০১৪ সকাল ১০:২৩
egypt12 লিখেছেন : আহরে মা তোমার মায়া এত কেন বেশি! Day Dreaming
১৭ মে ২০১৪ সকাল ১১:০৪
169855
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মায়ের তুলনা হয়না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File